কলকাতা: রাত পেরোলেই রাজ্যে পুনর্নির্বাচন। রাজ্য নির্বাচন কমিশনের (WB Election Commission) দেওয়া তথ্য অনুযায়ী, আগামীকাল পঞ্চায়েতের ৬৯৬টি বুথে পুনর্নির্বাচন (By Election 2023)। সবচেয়ে বেশি সংখ্যায় পুনর্নির্বাচন হতে চলেছে মুর্শিদাবাদে।
কমিশনের সূত্রে খবর, মুর্শিদাবাদের ১৭৫টি বুথে আগামীকাল পুনর্নির্বাচন। সন্ত্রাস বিধ্বস্ত নবগ্রাম, সামশেরগঞ্জ, ডোমকল, লালগোলা, হরিহরপাড়া-সহ মুর্শিদাবাদের ১০টি এলাকায় পুনর্নির্বাচন। মালদার ১০৯টি বুথ, নদিয়ার ৮৯টি বুথে হবে পুনর্নির্বাচন। কোচবিহারে ৫৩টি বুথ, দিনহাটার ২ টি ব্লকের ১৯টি বুথ, তুফানগঞ্জের ৫টি বুথে পুনর্নির্বাচন। হলদিবাড়ি, সিতাই, মাথাভাঙা, কোচবিহার দুটি ব্লকের বহু বুথে পুনর্নির্বাচন। উত্তর দিনাজপুরে ৪২টি বুথে হবে পুনর্নির্বাচন। উত্তর ২৪ পরগনার ৪৬টি বুথ, দক্ষিণ ২৪ পরগনার ৩৬টি বুথে হবে পুনর্নির্বাচন।
বাসন্তীর ফুলমালঞ্চ প্রাথমিক স্কুলের ২টি বুথেই হবে পুননির্বাচন। নেত্রা-সহ ডায়মন্ড হারবারের ১০টি বুথে হবে পুনর্নির্বাচন। পূর্ব মেদিনীপুরে ৩১টি বুথ, হুগলিতে ২৯টি বুথে আগামীকাল পুনর্নির্বাচন। দক্ষিণ দিনাজপুরে ১৮, বীরভূম, জলপাইগুড়িতে ১৪টি করে বুথে পুনর্নির্বাচন হবে। ময়ূরেশ্বর, দুবরাজপুর-সহ বীরভূমের ১৪টি বুথে আগামীকাল পুনর্নির্বাচন। পশ্চিম মেদিনীপুরে ১০টি বুথ, বাঁকুড়ায় ৮টি বুথ, পুরুলিয়ায় ৪টি বুথে কাল পুনর্নির্বাচন। হাওড়ায় ৮টি বুথ, পশ্চিম বর্ধমানে ৬টি বুথ, পূর্ব বর্ধমানে ৩টি বুথে হবে পুনর্নির্বাচন। আগামীকাল সকাল ৭টা থেকে শুরু হবে পুনর্নির্বাচন। প্রতি বুথে মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনীর ৪জন করে জওয়ান। গতকাল ভোটদানের হার প্রায় ৮১ শতাংশ।
প্রসঙ্গত, কোথাও দেদার ছাপ্পা, কোথাও ব্যালট বাক্সে ঢেলে দেওয়া হয়েছে জল, কোথাও আবার ব্যালট বাক্স ভাসতে দেখা গেছে পুকুরে। ব্য়ালট জ্বালিয়ে দেওয়ার ছবিও সামনে এসেছে। এক এক জায়গায় ব্যালট বাক্স নিয়ে ছুটে বেরিয়ে যেতে দেখা গিয়েছে। বুথের মধ্যেই বোমাবাজির ঘটনা সামনে এসেছে। ভোট দিতে এসে ভোটারের মৃত্যুর খবরও সামনে এসেছে। এর জেরে শনিবার অনেক বুথেই হয়নি ভোটগ্রহণ। এরপরই ওই সমস্ত বুথে পুনর্নির্বাচনের দাবি তুলেছিল বিরোধীরা। এই প্রেক্ষাপটেই সোমবার ফের ভোটগ্রহণ হবে কিছু বুথে। রাজ্য নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, বেশ কিছু আসনে ফের ভোট নেওয়া হবে।
আরও পড়ুন, 'বাঙালি হিসেবে লজ্জিত', ভোটে সন্ত্রাস নিয়ে বিস্ফোরক TMC বিধায়ক হুমায়ুন কবীর
যে বুথে পুনর্নির্বাচন হবে, সেখানে হাফ সেকশন কেন্দ্রীয় বাহিনী অর্থাৎ চারজন জওয়ান থাকবেন। রাজ্য নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, শনিবার রাজ্যজুড়ে মোট ভোট পড়েছে ৮০ দশমিক সাত এক শতাংশ (৮০.৭১%) সবচেয়ে বেশি ভোট পড়েছে, শুভেন্দু অধিকারীর জেলা ৮৪ দশমিক সাত নয় শতাংশ (৮৪.৭৯%)। সবচেয়ে কম ভোট পড়েছে দার্জিলিঙে, ৬৫ দশমিক আট ছয় শতাংশ (৬৫.৮৬%)।
তথ্য সূত্র: রাজ্য নির্বাচন কমিশন