মুম্বই: প্রতিযোগীরা যখন সীমা ছাড়ায়, তখন কীভাবে ধৈর্য ধরে তাঁদেরকে বোঝান, এনিয়ে মতামত শেয়ার করলেন 'বিগ বস ওটিটি হিন্দি' (Bigg Boss OTT Season 2) এর দ্বিতীয় সিজন সঞ্চালক সলমন খান (Salman Khan)। সলমন খান বলেছেন, তিনি কখনই রিয়েলিটি শোয়ে-তে কখনই নিগ্রহ, হিংসা, অসম্মান মেনে নেন না। 


বলাই বাহুল্য আগের থেকেও আরও বেশি এনগেজমেন্ট নিয়ে আরও বড় এই শো। গসিপ, ড্রামা, ঘাত-প্রত্যাঘাত নিয়ে জমজমাট এই সিজন। আইপিএল এর অভূতপূর্ব সাফল্যের পর, জিও সিনেমা এখন বিগ বস ওটিটি এর বিনোদনের ভাগটি নিয়ে আরও উন্নত করার পথে এগিয়ে চলে। ইনস্টাগ্রামে এক নেটিজেন সম্প্রতি দ্বিতীয় সিজন শুরুর আগে পোস্ট করেছিলেন 'বিগ বস ওটিটি'র নতুন সিজনের প্রোমো।






সেখানে সলমন খানকে বলতে শোনা গিয়েছিল, 'আমি নিয়ে আসছি 'বিগ বস ওটিটি', তো ভারত দেখতে থাকো।' ঝলমলে রূপালি জ্যাকেট পরে দেখা যায় সলমনকে, সঙ্গে সাধারণ সাদা একটা টি-শার্ট। অবশ্যই এই লুকেও নজর কাড়ছিলেন তিনি। যদিও এর আগে শোনা গিয়েছিল, 'বিগ বস ওটিটি'র দ্বিতীয় সিজনে সঞ্চালক হিসেবে দেখতে পাওয়া যাবে রণবীর সিংহকে। যদিও সে গুড়ে বালি। এবার জল্পনা শেষ। কারণ 'বিগ বস ওটিটি হিন্দি' এর দ্বিতীয় সিজন সঞ্চালনায় রয়েছেন সলমন খান।  প্রথম সিজনের মতোই 'বিগ বস ওটিটি'র দ্বিতীয় সিজনও টিভির থেকে দৈর্ঘ্যে ছোট।  


আরও পড়ুন, সাঁতারে কী কী রোগ থেকে মুক্তি ? কী বলছেন চিকিৎসক ?


আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ?


প্রসঙ্গত, শুধু এই রিয়েলিটি শো বলেই নয়, সর্বত্রই পরিবারকে নিয়ে কীভাবে একসঙ্গে থাকা যায়, তার খুব সুন্দরই উদাহরণ রেখেছেন তিনি। একের পর এক হিট ছবি করে বিশাল কিছু বিলাসবহুল লাইফ লিড করতে পছন্দ করেন না তিনি। বরং বাবা,ভাই-সহ পুরো পরিবারের সঙ্গেই জীবন কাটাতে পছন্দ করেন সলমন খান। চাইলেই তিনি আলাদা বিলাসবহুল ফ্ল্যাটে থাকতে পারেন, কিন্তু ভাইজানের ক্ষেত্রে তা পুরোপুরি ব্যতিক্রম। তাই বলিউডের এই সুপারস্টার তার রিয়েলিটি শোয়ের প্রতিযোগীদের নিয়েও স্পষ্ট করলেন নিজের বার্তা।