ভাস্কর ঘোষ, বালি: গণনার দিনেও ধুন্ধুমার বালিতে। গণনার শুরুর সময় থেকেই হাওড়ার ডোমজুড়ের বালি দুর্গাপুর পল্লীমঙ্গল বিদ্যামন্দিরের সামনে বচসা বাধে সিপিএম এবং তৃণমূলের। গণনাকেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে না বিরোধী দলের এজেন্টদের। এমনটাই অভিযোগ করেছিল সিপিএম। এবার দেখা গেল সিপিএমের প্রতীকে ছাপ মারা ব্যালট পড়ে রয়েছে গণনাকেন্দ্রের বাইরে।


বেলা বাড়তেই আরও বাড়তে থাকে উত্তেজনা। বালির গণনাকেন্দ্র থেকে ব্যালট ফেলে দেওয়ার অভিযোগ তুলল সিপিএম (CPM)। গণনাকেন্দ্রের বাইরে যে ব্যালট পেপার উদ্ধার হয়েছে, তাতে দেখা যাচ্ছে সিপিএমের প্রতীকে ছাপ দেওয়া রয়েছে। বামেদের দাবি, জানালা দিয়ে বাইরে নর্দমায় ফেলা হয়েছে সিপিএমের চিহ্নে ছাপ মারা ব্যালট। তারপরেই ধুন্ধুমার শুরু হয় এলাকায়। ব্যালট পেপার উদ্ধারের পরেই গণনাকেন্দ্রে ঢোকার চেষ্টা সিপিএম কর্মী সমর্থকদের। ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। এলাকায় তুমুল উত্তেজনা রয়েছে।


পরে বালিতে গণনাকেন্দ্রে নতুন করে উত্তেজনা ছড়ায়। ড্রেন থেকে উদ্ধার করে আনা ব্যালট কেড়ে নিতে গেলে বেধড়ক মার তৃণমূলের কাউন্টিং এজেন্টকে। মাথা ফেটে যায় তৃণমূল এজেন্টের। সিপিএমের বিরুদ্ধে মারধরের অভিযোগ।


হাওড়ার ডোমজুড়ের বালি দুর্গাপুর পল্লীমঙ্গল বিদ্যামন্দির গণনা কেন্দ্রের সামনে দফায় দফায় গন্ডগোল। গণনা কেন্দ্রের সামনে নর্দমা থেকে উদ্ধার সিপিএম প্রার্থীর নামে ছাপ মারা প্রচুর ব্যালট। নষ্ট করে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। প্রতিবাদ করায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সামনেই সিপিএম এবং বিজেপি কাউন্টিং এজেন্টদের মারধর করে বের করে দেওয়া হয় বলে অভিযোগ। বাধা দিতে গিয়ে জখম হন সিপিএম, বিজেপি ও নির্দল প্রার্থীর এজেন্টরা। পুলিশের সঙ্গেও তাঁদের ধাক্কাধাক্কি হয়। গণনা কেন্দ্রের সামনে উত্তেজনা রয়েছে। 


আরও পড়ুন: তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগে পথ অবরোধ, আটক SFI রাজ্য সভাপতি