নয়াদিল্লি: কুস্তি সংস্থার প্রাক্তন প্রধান ব্রিজভূষণ সিংহের (Brij Bhushan Sharan Singh) বিরুদ্ধে ছয় কুস্তিগীরদের অভিযোগের ভিত্তিতে তৈরি করা দিল্লি পুলিশের (Delhi Police) চার্জশিট সামনে এল। এখনও পর্যন্ত যতটা তদন্ত করা হয়েছে সেই ভিত্তিতে ব্রিজভূষণের সঙ্গে যৌন হেনস্থা, শ্লীলতাহানি ও স্টক করার সংযোগ পাওয়া গিয়েছে বলেই চার্জশিটে দাবি করা হয়েছে। এমনকী ১৩ জুন দায়ের করা চার্জশিটে দাবি করা হয়েছে ব্রিজভূষণ বারংবার শ্লীলতাহানি করেছেন।


চার্জশিটে ৫০৬, ৩৫৪, ৩৫৪এ ও ৩৫৪ডি ধারায় অভিযুক্ত হয়েছেন ব্রিজভূষণ। ছয়জনের মধ্যে দুইজনের অভিযোগের ভিত্তিতে ৩৫৪, ৩৫৪এ ও ৩৫৪ডি এবং চারটির ক্ষেত্রে ৩৫৪ ও ৩৫৪এ ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। এই ধারায় পাঁচ বছর পর্যন্ত জেল হতে পারে। চার্জশিটে ব্রিজভূষণ এবং অভিযোগকারীদের ডেকে পাঠানোরও অনুরোধ করেছে দিল্লি পুলিশ। ব্রিজভূষণ অভিযোগ অস্বীকার করলেও, পুলিশের তরফে জানানো হয় তদন্তকারীরা ১০৮ জনের সঙ্গে কথা বলেছেন যার মধ্যে কোচ, রেফারি, কুস্তিগীর মিলিয়ে মোট ১৫ জন ব্রিজভূষণের বিরুদ্ধে উঠা অভিযোগের পুষ্টিকরণ করেছেন।


তবে ব্রিজভূষণ নিজের দাবিতে অনড়। তাঁর দাবি তিনি না অভিযোগকারী কুস্তিগীরদের সঙ্গে কোনদিনও দেখা করেছেন, না তাঁর কাছে তাদের ফোন নম্বর রয়েছে। পুলিশের চার্জশিটে ব্রিজভূষণ 'শাস্তিযোগ্য অপরাধ' করেছেন বলে দাবি করা হলেও, কিন্তু সরকারের গঠন করা কমিটি কিন্তু এপ্রিলে ক্রীড়ামন্ত্রককে দেওয়া নিজেদের রিপোর্টে ব্রিজভূষণের বিরুদ্ধে ওঠা কোনওরকম অভিযোগকেই তেমন আমল দেয়নি। কুস্তিগীরদের অভিযোগের ভিত্তিতেই সরকারের তরফে মেরি কমের নেতৃত্বাধীন ছয় দলের একটি কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়।


২৪ এপ্রিল সেই কমিটির রিপোর্ট প্রকাশ্যে আনা হয়। সেই রিপোর্ট অনুযায়ী কুস্তিু ফেডারেশনের অন্দরে সাংগঠনিক ত্রুটি রয়েছে জানানো হলেও, ব্রিজভূষণের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলির ক্ষেত্রে তাঁরা তেমন কিছুই লেখেননি। কমিটির ওপর আস্থা হারিয়েই সাক্ষী মালিকরা ফের একবার জন্তর মন্তরে প্রতিবাদে সামিল হন। প্রায় দুই মাস ধরে সেই বিক্ষোভ, প্রতিবাদ চলে। অবশেষে গত মাসের শেষের দিকে গৃহমন্ত্রী অমিত শাহ ও ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের সঙ্গে বৈঠক সারেন। সেই বৈঠকে তদন্তের আশ্বাস পারওয়ার পরেই সাক্ষীরা নিজেদের প্রতিবাদ তুলে নেন।


 আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: হেয়ার থিনিং কী? কেন এই সমস্যা দেখা দেয়?