কলকাতা : পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election 2023) ভোট গণনা ঘিরে বিস্ফোরক অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী। রাজ্যের বিরোধী দলনেতা ব্যালট পেপার গোণা ও বাছাইয়ের ক্ষেত্রে তৃণমূলকে বাড়তি সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগে সরব হয়েছেন। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) অভিযোগ, প্রিসাইডিং অফিসারের সই না থাকলেও তৃণমূলের পক্ষে যাওয়া ব্যালট পেপারগুলি গৃহিত হয়েছে। আর তেমনই ব্যালটে যদি বিরোধীদের পক্ষে ভোট গিয়ে থাকে, তাহলে সেগুলি বাতিল করে দেওয়া হয়েছে। 


গ্রাম বাংলা দখলের লড়াইয়ে একাধিক জায়গাতেই হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে তৃণমূল ও বিরোধী দলগুলির মধ্যে। যেখানে গণনার সময় তৃণমূলকে বাড়তি সুবিধা পাইয়ে দেওয়া হয়েছে বলেই অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। ভোটকর্মীদের প্রশিক্ষণের মাঝে ব্যালট পেপারে প্রিসাইডিং অফিসারের সই থাকা নিয়ে খানিক ধোঁয়াশা তৈরি হয়েছিল। যে প্রেক্ষিতে রাজ্য নির্বাচন কমিশনের (State Election Commission) পক্ষে জানানো হয়েছিল, প্রিসাইডিং অফিসারে সই না থাকলে ব্যালট বাতিল হিসেবেই গণ্য করা হবে। যদিও সেই নিয়ম ভোট গণনার সময় সব জায়গায় মানা হয়নি বলেই বিস্ফোরক অভিযোগ শানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। তুলেছেন তৃণমূলের পক্ষে পক্ষপাতিত্বের অভিযোগও। 


সাংবাদিক সম্মেলনে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বক্তব্য, ' প্রশাসনের সঙ্গে মানুষ কীভাবে লড়বে। এটা জনমতের প্রকৃত প্রতিফলন নয়। এবারের নির্বাচনে ২০ হাজারের বেশি আসন তৃণমূলের পাওয়ার কথা নয়। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, পুরুলিয়ায় বিজেপির জয় হত।  রাজ্যের পুলিশ কার্যত খোলাখুলি সমর্থন করল। আদালতে আমাদের লড়াই চলবে। বহু কাউন্টিং এজেন্ট বাড়ি ফিরতে পারছেন না ভয়ে। স্বরাষ্ট্রমন্ত্রী আজ দু-তিনবার ফোন করেছেন ।' কেন্দ্রীয় নেতারা এটা নিয়ে ভাবিত নন, কারণ এটা জনমত নয় সবাই জানেন'। 


প্রসঙ্গত, শুভেন্দুর গড় নন্দীগ্রামে একের পর এক পঞ্চায়েত দখল বিজেপির । নন্দীগ্রাম ২ ব্লকের ৭টির মধ্যে ৩টি পঞ্চায়েত বিজেপির দখলে 
নন্দীগ্রাম ১ ব্লকে ৩টি গ্রাম পঞ্চায়েতে জয়ী বিজেপি । নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর বুথেও জয়ী বিজেপি।


                                            


আরও পড়ুন- হার এড়াতে ব্যালট খেয়ে নিলেন তৃণমূল প্রার্থী ! সিপিএমের অভিযোগে শোরগোল হাবড়ায়


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial