ডমিনিকা: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে (WI vs India) প্রথম টেস্টে তাঁকে খেলানো হবে কি না, তা নিয়ে জোর জল্পনা চলছিল। অবশেষে ভারতের অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) জানিয়ে দিলেন, টেস্ট অভিষেক হতে চলেছে তরুণ ক্রিকেটারের।


ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১২ জুলাই থেকে শুরু হতে চলা প্রথম টেস্টে খেলবেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। তবে তাঁকে খেলানোর জন্য ব্যাটিং অর্ডারে কিছু হেরফের ঘটাতে হচ্ছে। রোহিত শর্মার সঙ্গে শুভমন গিল নন, ইনিংস ওপেন করবেন যশস্বীই। তিন নম্বরে নামানো হবে শুভমনকে। তাতে শুরুতে ডানহাতি-বাঁহাতি কম্বিনেশনও থাকবে বলে ভারতের সুবিধা হতে পারে বলেই মত বিশেষজ্ঞদের।








আইপিএলে দুরন্ত ছন্দে ছিলেন। রাজস্থান রয়্যালসের হয়ে রানের বন্যা বয়েছে তাঁর ব্যাটে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম একাদশে যশস্বীকে খেলানো হবে বলে ইঙ্গিত ছিলই। তবে প্রশ্ন ছিল, খেলানো হলে, কত নম্বরে ব্যাট করতে নামবেন মুম্বইয়ের ব্যাটার?


শুভমন গিল থাকলেও, মিডল অর্ডারে তিনি বেশি স্বচ্ছন্দ। অন্যদিকে যশস্বী ঘরোয়া ক্রিকেটে মুম্বইয়ের হয়ে, পশ্চিমাঞ্চলের হয়ে বা অবশিষ্ট ভারতের হয়ে লাল বলের ক্রিকেটে ওপেন করেন। সেক্ষেত্রে তাঁর ওপেনার হিসাবে খেলার জোরাল সম্ভাবনা তৈরি হয়েছিল। তবে অনেকের মতে, ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তিন নম্বরে খেলালে অভিষেকের মঞ্চে একটু স্বস্তি পাবেন তরুণ যশস্বী। তাই রোহিত শর্মার সঙ্গে শুভমনকেই ওপেনার হিসাবে খেলিয়ে তিন নম্বরে যশস্বীকে খেলানোর সম্ভাবনা উড়িয়ে দেওয়া হচ্ছিল না।


ভারতীয় শিবির থেকে আভাস পাওয়া যাচ্ছিলই যে, রোহিত, শুভমন ও যশস্বীকেই প্রথম তিনে দেখা যেতে পারে। তবে প্রথম টেস্টের আগে জল্পনার অবসান ঘটালেন রোহিতই। জানিয়ে দিলেন, তাঁর সঙ্গে ওপেন করবেন যশস্বী। তিনে খেলবেন শুভমন।


চার নম্বরে বিরাট কোহলি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ব্যাটে ব্যর্থতার পর নিজেকে নতুন করে ফিরে পেতে চাইবেন কিংগ কোহলি। পাঁচে অজিঙ্ক রাহানে। ছয়ে সম্ভবত কে এস ভরত। উইকেটকিপার হিসাবে ঈশান কিষাণের কথাও বলা হচ্ছে কোনও কোনও মহল থেকে। কিন্তু কিপিং দক্ষতায় এগিয়ে ভরত। তাঁর দিকেই পাল্লা ভারি মনে করা হচ্ছে। 


ভারতের পেস বোলিং আক্রমণকে নেতৃত্ব দেবেন মহম্মদ সিরাজ। তাঁর সঙ্গী হতে পারেন শার্দুল ঠাকুর। যিনি মাত্র ৯টি টেস্টে খেলেছেন। তৃতীয় পেসার হিসাবে সুযোগ পেতে পারেন বাংলার মুকেশ কুমার, নবদীপ সাইনি ও জয়দেব উনাদকাটের মধ্যে যে কোনও একজন। মুকেশ খেললে তাঁর অভিষেক হবে টেস্টে। তবে অভিজ্ঞতার জন্য বাঁহাতি উনাদকটকে খেলানো হবে পারে। তাতে বৈচিত্রও বাড়বে পেস বোলিং আক্রমণে। দুই স্পিনার হিসাবে খেলতে পারেন আর অশ্বিন ও রবীন্দ্র জাডেজা। 


আরও পড়ুন: ABP Exclusive: আলমবাজার থেকে কিংবদন্তি ম্যাকগ্রার ক্লাসে, শামি-মুকেশের পর ফের এক কোহিনূরের সন্ধান?


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন       


https://t.me/abpanandaofficial