কলকাতা : পঞ্চায়েতে (Panchayat Election 2023) সবুজ ঝড়। ২০টি জেলা পরিষদই তৃণমূলের দখলে। ভোট শতাংশের নিরিখে বিরোধীদের বহু আগে তৃণমূল কংগ্রেস (TMC)। তৃণমূলের প্রাপ্ত ভোট ৫১ শতাংশ। বহু পিছনে থেকে বিজেপির প্রাপ্ত ভোট ২৩ শতাংশ। বামেদের প্রাপ্তি ১৩ শতাংশ ভোট, কংগ্রেসের ৬ শতাংশ । অন্যান্য দলের প্রাপ্তি ৭ শতাংশ ভোট । 


২০১৮ পঞ্চায়েতের মতোই ২০২৩-ও গ্রাম বাংলার দখল ঘাসফুল শিবিরেরই। ২০টি জেলা পরিষদই শুধু দখল নয়, ৯ টি জেলায় জেলা পরিষদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে তৃণমূল কংগ্রেস। বিরোধীরা একটি আসনও জিততে পারেনি। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের ৭০ টি আসনের মধ্যে ১৪ টিতে জিতেছে বিজেপি (BJP)। প্রসঙ্গত, ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে, ১১টি জেলা পরিষদে শূন্য হাতে ফিরতে হয়েছিল বিরোধীদের।


২০২৩-র পঞ্চায়েত নির্বাচনে, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দক্ষিণ দিনাজপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হাওড়া
এবং উত্তর ২৪ পরগনায় খাতাই খুলতে পারল না বিরোধীরা। বাকি জেলা পরিষদের মধ্য়ে একমাত্র পূর্ব মেদিনীপুর ছাড়া বাকি সব জেলায়, বিরোধীদের জেতা জেলা পরিষদের আসন সংখ্যা এক অঙ্কও পার করতে পারেনি।


শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) জেলা পূর্ব মেদিনীপুরে, জেলা পরিষদের ৭০টি আসনের মধ্যে ১৪টিতে জিতেছে বিজেপি। বাকিগুলিতে জয়ী হয়েছেন তৃণমূলের প্রার্থীরা। মুর্শিদাবাদে কংগ্রেস (Congress) ৪টি জেলা পরিষদ আসনে জয়ী হয়েছে। অর্থাৎ দ্বিতীয় স্থানে তারা। মালদায় কংগ্রেস জয়ী হয়েছে ৫টি জেলা পরিষদ আসনে। এখানেও দ্বিতীয় স্থানে তারা। নদিয়া জেলা পরিষদে ৫টি আসন পেয়ে দ্বিতীয় স্থানে বিজেপি (BJP)।


                                                                                                                                                     


আরও পড়ুন- 'ভোটের দিন একাধিক জায়গায় শুধু বসিয়ে রাখা হয়েছিল কেন্দ্রীয় বাহিনীকে' হাইকোর্টে রিপোর্ট পেশ বিএসএফের


 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial