কলকাতা : গ্রাম বাংলা দখলের লড়াইয়ে রক্তস্নাত হয়েছে রাজ্য। পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election 2023) মনোনয়ন পর্ব থেকে ভোট গণনা পর্যন্ত ৩৫ দিনে প্রাণ গিয়েছে ৪৭ জনের। ভোটপর্বের মাঝে বেলাগাম সন্ত্রাসের আশঙ্কা করে শুরু থেকেই কেন্দ্রীয় বাহিনী (Central Force) রাখতে বার্তা দিয়েছিল কলকাতা হাইকোর্ট। কিন্তু ভোটের দিন রাজ্যের একাধিক বুথেই তাঁদের দেখা মেলেনি। আর যারপরেই রাজ্য নির্বাচন কমিশনকে (State Election Commission) নিশানা করেছিলেন আদালতের নির্দেশে বাহিনী সমন্বয়ের দায়িত্বে থাকা বিএসএফের ডিআইজি। স্পর্শকাতর বুথের তালিকা না দেওয়া, কেন্দ্রীয় বাহিনীর জন্য লজিস্টিকের ব্যবস্থা না থাকার মতো অভিযোগ করেছিলেন। এবার কলকাতা হাইকোর্টে লিখিতভাবে তাঁদের বক্তব্য রিপোর্ট আকারে পেশ করল BSF। আদালতে তারা জানিয়েছে, অনেক জায়গাতেই স্রেফ বসিয়ে রাখা হয়েছিল বাহিনীকে !


কলকাতা হাইকোর্টে যে রিপোর্ট পেশ করেছে বিএসএফ, তাতে বলা হয়েছে, 'ভোটের দিন একাধিক জায়গায় শুধু বসিয়ে রাখা হয়েছিল কেন্দ্রীয় বাহিনীকে'। যে রিপোর্টের ভিত্তিতে কেন্দ্রীয় বাহিনী নিয়ে আদালত অবমানার মামলায় হাইকোর্টের পর্যবেক্ষণ, 'ত্রিপুরা থেকে আসা কেন্দ্রীয় বাহিনীকে ফেরত পাঠানোরও অভিযোগ উঠেছে। কেন্দ্রীয় বাহিনীকে ফেরত পাঠানোর অভিযোগ উঠছে, খুব গুরুতর অভিযোগ। অভিযোগ ঠিক হলে কমিশন ইচ্ছে করে আদালত অবমাননা করেছে'।


আগামী ১০ দিন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে রাজ্য-কমিশনকে সহযোগিতার নির্দেশ। অবিলম্বে বিএসএফ, মুখ্যসচিব, ডিজিকে বৈঠক করে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ । 'আমরা কেন্দ্র-কমিশনকে একসঙ্গে কাজ করতে বলেছিলাম, এটা তার নমুনা?' কেন্দ্রীয় বাহিনীর ব্যবহার নিয়ে কমিশনকে প্রশ্ন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির (Chief Justice of Calcutta High Court) । যারপরই কার্যত হুমকির সুরে হাইকোর্ট বলে, একসঙ্গে কাজ না করলে আইজি বিএসএফকেই সিদ্ধান্ত নিতে বলব।


এদিকে, পঞ্চায়েত নির্বাচনে অশান্তি ঘিরে দাখিল হওয়া একাধিক মামলায় যাবতীয় অভিযোগ নিয়ে রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশনকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। পাশাপাশি কমিশনকে, ভোট সংক্রান্ত নথি, ব্যালট এবং সিসিটিভি ফুটেজ-সহ সমস্ত তথ্য সংরক্ষণের নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি।                       


আরও পড়ুন- পঞ্চায়েতে সবুজ ঝড়, ২০ টি জেলা পরিষদই ফের তৃণমূলের দখলে, ঝুলিতে ৫১ শতাংশ


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial