নয়াদিল্লি: অবশেষে প্রতিযোগিতামূলক কুস্তিতে ফিরছেন ভিনেশ ফোগাত। বুদাপেস্ট র্যাঙ্কিং সিরিজে নামতে চলেছেন এই ভারতীয় কুস্তিগীর। আগামী বৃহস্পতিবার থেকে শুরু হতে চলেছে এই টুর্নামেন্ট। হাঙ্গেরিতে শুরু হতে চলা এই টুর্নামেন্ট চলবে চারদিনব্যাপী। রেসলিং ফেডারেশনের প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ সিংহের বিরুদ্ধে ওঠা যৌন হেনস্থার যে অভিযোগ তুলেছিলেন সাত কুস্তিগীর। তাদের মধ্যে অন্যতম মুখ ছিলেন ভিনেশ ফোগাত। চলতি বছর সেপ্টেম্বরের ১৬ থেকে ২৪ পর্যন্ত চলবে রেসলিং চ্যাম্পিয়নশিপ। ২০২৪ সালে প্য়ারিসে হতে চলা সামার অলিম্পিক্সের কোয়ালিফাইং রাউন্ডও বলা চলে।
Vinesh Phogat: প্রতিযোগিতামূলক কুস্তিতে ফিরছেন ভিনেশ ফোগাত, নামবেন বুদাপেস্ট র্যাঙ্কিং সিরিজে
ABP Ananda | Goutam Roy | 12 Jul 2023 08:09 PM (IST)
Budapest Ranking Series: চলতি বছর সেপ্টেম্বরের ১৬ থেকে ২৪ পর্যন্ত চলবে রেসলিং চ্যাম্পিয়নশিপ। ২০২৪ সালে প্য়ারিসে হতে চলা সামার অলিম্পিক্সের কোয়ালিফাইং রাউন্ডও বলা চলে।
ভিনেশ ফোগাত (ফাইল ছবি)