বারবনি: গণনা শুরুর আগেই বারাবনিতে (Barboni) উত্তেজনা ছড়াল। গণনাকেন্দ্রের বাইরে তৃণমূল-বিজেপি বচসা বাধে। ইতিমধ্যেই একাধিক জায়গা থেকে উত্তেজনার খবর আসছে। ভোট গণনা শুরুর আগে উত্তর ২৪ পরগনায় সিপিএম প্রার্থীদের অপহরণের অভিযোগ উঠেছে আমডাঙায়। জানা গিয়েছে চণ্ডীগড় ও বোদাই গ্রাম পঞ্চায়েতে ২ সিপিএম প্রার্থীকে অপহরণের অভিযোগ। গণনাকেন্দ্রের সামনে থেকেই ২ সিপিএম প্রার্থীকে অপহরণের অভিযোগ। 


আজ ভোটগণনা: অপেক্ষার আর কিছুক্ষণ, কার দখলে যাবে গ্রাম বাংলার রাশ? সকাল ৮টা থেকে পঞ্চায়েতের ফল গণনা। রাজ্যজুড়ে ৩৩৯টি কেন্দ্রে হবে ভোট গণনা। ভোট গণনা চলবে ত্রিস্তরীয় নিরাপত্তা বেষ্টনীতে। প্রতি গণনা কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে থাকবে ১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। 


প্রসঙ্গত, ২০১৮ সালে রাজ্য়ের ২০টি জেলা পরিষদের সবকটিতে জয়ের পতাকা উড়িয়েছিল তৃণমূল (TMC)। তবে সি ভোটারের ওপিনিয়ন পোল ও এক্সিট পোলে ইঙ্গিত, এবারের ছবিটা একতরফা নাও হতে পারে। তবে ঠিক কী দাঁড়ায় গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের ফলাফল, তার জন্য অপেক্ষা করতে হবে আর কয়েক ঘণ্টা।


উল্লেখ্য, রাজ্য নির্বাচন কমিশনের (West Bengal Election Commission) হিসেব বলছে, তিনটি স্তর মিলিয়ে ৭৩৮৮৭ টি আসনে ৯০০৯ টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় এসেছিল। যা মোট আসনের প্রায় ১২ শতাংশ। গ্রাম পঞ্চায়েতের ৬৩২২৯টি আসনের মধ্যে বিনা যুদ্ধে জয় ৮০০২ টি আসনে। পঞ্চায়েত সমিতির মোট ৯৭৩০ টি আসনের মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ৯৯১ টি আসনে। জেলা পরিষদের মোট ৯২৮টি আসনের মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১৬টি আসনে।  


গোটা ভোটপর্বজুড়ে তো বটেই এমন কি পুনর্নিবাচন পর্বেও উত্তেজনা ছড়িয়েছে রাজ্যজুড়ে। একঝলকে দেখে নেওয়া যাক কিছু ঘটনা



  • মালদায় রতুয়ায় স্ট্রং রুমের বাইরে রাতে উত্তেজনা। রতুয়া ১ ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতিকে ঘিরে উত্তেজনা। তৃণমূল নেতার বিরুদ্ধে স্ট্রং রুমের ভিতরে ঢোকার চেষ্টা করার অভিযোগ। বিরোধীদের সামনে তৃণমূল নেতাকে আটকে চোর চোর স্লোগান। পুলিশের সামনে তুমুল বিক্ষোভ। এলাকায় পৌঁছলে আরও ২ তৃণমূল নেতাকে মারধর। বিক্ষোভের পর স্ট্রং রুমের ২০০ মিটারের মধ্যে ১৪৪ ধারা ।

  • ডায়মন্ড হারবার এক নম্বর ব্লকের নেতড়া গ্রাম পঞ্চায়েতের ১০টি বুথে পুনর্নির্বাচন হয় গতকাল। তার আগে, রাতভর তল্লাশিতে এলাকা থেকে উদ্ধার  তাজা বোমা। 

  • গণনার আগেই স্ট্রং রুমের দখলের অভিযোগে রণক্ষেত্র দিনহাটা। তৃণমূল-বিজেপি হাতাহাতি। বিজেপি নেতার গাড়িতে হামলা।

  • হাওড়ার ডোমজুড়ে তৃণমূলের পঞ্চায়েত সমিতির প্রার্থীর ওপর হামলা। বাড়ি ও গাড়ি ভাঙচুর। তৃণমূল প্রার্থী শেখ সুলতানার অভিযোগ, তাঁর বাড়িতে সশস্ত্র অবস্থায় হামলা চালায় একদল সিপিএম কর্মী। বাড়ি লক্ষ্য় করে ইট ছোড়া হয়। এমনকি প্রার্থীকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ-raf। যদিও সব অভিযোগ অস্বীকার করেছে সিপিএম।