Panchayat Elections Result 2023:ফেসবুকে 'সকল মা মাটি ও মানুষকে' শুভেচ্ছা তৃণমূলনেত্রীর

WB Panchayat Poll Result Live: পঞ্চায়েত ভোটের ফলাফল নিয়ে যাবতীয় খবরের দ্রুত আপডেট পেতে চোখ রাখুন এখানে।

ABP Ananda Last Updated: 11 Jul 2023 11:49 PM
WB Panchayat Poll Result Live: মনোনয়ন থেকে নির্বাচন পেরিয়ে ভোট গণনা, কোনও পর্বই হিংসা ছাড়া মিটল না

 মনোনয়ন থেকে নির্বাচন পেরিয়ে ভোট গণনা, কোনও পর্বই হিংসা ছাড়া মিটল না

Panchayat Elections Result 2023:গণনার সময় অশোকনগরে দফায় দফায় অশান্তি

গণনার সময় অশোকনগরে দফায় দফায় অশান্তি। গণনাকেন্দ্রের বিরোধীদের মারধরের অভিযোগ। প্রতিবাদে গণনাকেন্দ্রের সামনে জমায়েত, ইটবৃষ্টি। ছত্রভঙ্গ করতে পুলিশের লাঠিচার্জ, কাঁদানে গ্যাস

WB Panchayat Poll Result Live: ময়ূরেশ্বরে তৃণমূল প্রার্থীকে হারিয়েই দলে ফিরতে চেয়ে বার্তা নির্দল প্রার্থীর

ময়ূরেশ্বরে তৃণমূল প্রার্থীকে হারিয়েই দলে ফিরতে চেয়ে বার্তা নির্দল প্রার্থীর। ময়ূরেশ্বর ১ নম্বর ব্লকের ঝাকোটা পঞ্চায়েতে জিতলেন নির্দল প্রার্থী। হারিয়ে দিলেন তৃণমূলের ৩ বারের জয়ী প্রার্থীকে । 

Panchayat Elections Result 2023:ফেসবুকে 'সকল মা মাটি ও মানুষকে' শুভেচ্ছা তৃণমূলনেত্রীর

ফেসবুকে 'সকল মা মাটি ও মানুষকে' শুভেচ্ছা তৃণমূলনেত্রীর।

Panchayat Elections Result 2023:ফেসবুকে 'সকল মা মাটি ও মানুষকে' শুভেচ্ছা তৃণমূলনেত্রীর

ফেসবুকে 'সকল মা মাটি ও মানুষকে' শুভেচ্ছা তৃণমূলনেত্রীর।

WB Panchayat Poll Result Live:তৃণমূলের জয়জয়কারের মধ্যেও আরাবুল ইসলামের ডেরায় সিঁদ কাটল বিরোধীরা

তৃণমূলের জয়জয়কারের মধ্যেও আরাবুল ইসলামের ডেরায় সিঁদ কাটল বিরোধীরা। আরাবুল ইসলামের বাড়ি যে পঞ্চায়েত এলাকায়, সেখানেই পরাজিত হল তৃণমূল। শাসকদলের হার হল উত্তরবঙ্গ উন্নয়ন প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিনের গ্রামেও।

Panchayat Elections Result 2023:১৬ মে বিস্ফোরণে কেঁপে উঠেছিল এগরার খাদিকুল, সেখানকার সাহারা গ্রাম পঞ্চায়েতে উড়ল গেরুয়া নিশান

১৬ মে বিস্ফোরণে কেঁপে উঠেছিল এগরার খাদিকুল। প্রাণ গেছিল ১২ জনের। সেখানকার সাহারা গ্রাম পঞ্চায়েতে উড়ল গেরুয়া নিশান। ১৭ আসন বিশিষ্ট সাহারা গ্রাম পঞ্চায়েতের ১২টি আসনে দখল নিয়েছে বিজেপি। ৫টিতে জয়ী হয়েছে তৃণমূল। 

WB Panchayat Poll Result Live:'ভোট নয়, ভোটের নামে লুঠ হয়েছে', আগামী দিন পশ্চিমবঙ্গকে পথ দেখাবে নন্দীগ্রাম, দাবি বিরোধী শুভেন্দু অধিকারীর

'ভোট নয়, ভোটের নামে লুঠ হয়েছে', আগামী দিন পশ্চিমবঙ্গকে পথ দেখাবে নন্দীগ্রাম, দাবি বিরোধী শুভেন্দু অধিকারীর।

Panchayat Elections Result 2023: সাগরদিঘিতে ভোট গণনা ঘিরে উত্তেজনা, গণনাকেন্দ্রের বাইরে জমায়েত

সাগরদিঘিতে ভোট গণনা ঘিরে উত্তেজনা। গণনাকেন্দ্রের বাইরে জমায়েত। ভিড় হঠাতে লাঠি উঁচিয়ে তেড়ে গেল কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ। 

WB Panchayat Poll Result Live: সাগরদিঘিতে ভোট গণনা ঘিরে উত্তেজনা। গণনাকেন্দ্রের বাইরে জমায়েত। ভিড় হঠাতে লাঠি উঁচিয়ে তেড়ে গেল কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ

সাগরদিঘিতে ভোট গণনা ঘিরে উত্তেজনা। গণনাকেন্দ্রের বাইরে জমায়েত। ভিড় হঠাতে লাঠি উঁচিয়ে তেড়ে গেল কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ। 

Panchayat Elections Result 2023: এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে গ্রাম পঞ্চায়েতের ফলাফল?

এই মুহূর্তে যা খবর, তাতে ২ হাজার ২২৯টি গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে। বিজেপি পেয়েছে ২০৩টি গ্রাম পঞ্চায়েত, ৫৩টি গ্রাম পঞ্চায়েত সিপিএমের দখলে। ৬৯টি গ্রাম পঞ্চায়েতে জিতেছে কংগ্রেস, ৮টি পেয়েছে আইএসএফ। ত্রিশঙ্কু-সহ নির্দলদের হাতে এখনও পর্যন্ত রয়েছে ১৫৩টি গ্রাম পঞ্চায়েত। তবে গণনা বেশ কিছুটা এখনও বাকি। 

WB Panchayat Poll Result Live: গণনা চলাকালীন ফের অশান্ত ভাঙড়, তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর

গণনা চলাকালীন ফের অশান্ত ভাঙড়, তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর। ভাঙড়ের দক্ষিণ গাজিপুরে তৃণমূলের পার্টি অফিসে তাণ্ডব। আইএসএফ-জমি রক্ষা কমিটির বিরুদ্ধে হামলার অভিযোগ। ভাঙড়ে আরাবুলের পঞ্চায়েত পোলেরহাটেই তৃণমূলের হার! পোলেরহাট ২: ধরাশায়ী তৃণমূল, ২৪টির মধ্যে মাত্র ১টিতে জয়

Panchayat Elections Result 2023: হাওড়ার সাঁইরাইলে আক্রান্ত সিপিএম প্রার্থী, ভাঙলেন কান্নায়

হাওড়ার সাঁইরাইলে আক্রান্ত সিপিএম প্রার্থী। মেরে গণনাকেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূলের সামনেই বাম প্রার্থীদের হুমকি দেওয়ার অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। কান্নায় ভাঙলেন সিপিএম প্রার্থী। 

WB Panchayat Poll Result Live:১ ভোটে জিতে যাওয়ার পরেও হারিয়ে দেওয়ার অভিযোগ। বাসন্তীর মসজিদবাটি গ্রাম পঞ্চায়েতে বিস্ফোরক বিজেপি প্রার্থী

১ ভোটে জিতে যাওয়ার পরেও হারিয়ে দেওয়ার অভিযোগ। বাসন্তীর মসজিদবাটি গ্রাম পঞ্চায়েতে বিস্ফোরক বিজেপি প্রার্থী। 

Panchayat Elections Result 2023:এই জয় আসলে উন্নয়নের জয়,দাবি বেচারাম মান্নার

এই জয় আসলে উন্নয়নের জয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন প্রকল্প বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডার মহিলাদের ভোটের লাইনে টেনে নিয়ে গেছে। দাবি বেচারাম মান্নার। 

WB Panchayat Poll Result Live:প্রশাসনের সঙ্গে মানুষ কীভাবে লড়বে। এটা জনমতের প্রকৃত প্রতিফলন নয়', বললেন শুভেন্দু অধিকারী

 প্রশাসনের সঙ্গে মানুষ কীভাবে লড়বে। এটা জনমতের প্রকৃত প্রতিফলন নয়', বললেন শুভেন্দু অধিকারী। 

Panchayat Elections Result 2023:বাসন্তীতে জেতার পর বিজেপির উচ্ছ্বাস

বাসন্তীতে জেতার পর বিজেপির উচ্ছ্বাস। তাড়া করে বিজেপি কর্মীদের পুকুরে ফেলল পুলিশ।

WB Panchayat Poll Result Live:বালিতে গণনাকেন্দ্রে নতুন করে উত্তেজনা

বালিতে গণনাকেন্দ্রে নতুন করে উত্তেজনা। এবার মাথা ফাটল তৃণমূল এজেন্টের। ড্রেন থেকে উদ্ধার করে আনা ব্যালট কেড়ে নিতে গেলে বেধড়ক মার। সিপিএমের বিরুদ্ধে মারধরের অভিযোগ

Panchayat Elections Result 2023:গণনার সময় অগ্নিগর্ভ অশোকনগর

গণনার সময় অগ্নিগর্ভ অশোকনগর। গণনাকেন্দ্রের বাইরে তৃণমূলের সঙ্গে বিরোধীদের সংঘর্ষ। ছত্রভঙ্গ করতে পুলিশের লাঠিচার্জ, কাঁদানে গ্যাস

WB Panchayat Poll Result Live:'আমি পথে নেমে যা দেখেছি, তা খুবই দুশ্চিন্তার',প্রতিক্রিয়া রাজ্যপালের

আমি পথে নেমে যা দেখেছি, তা খুবই দুশ্চিন্তার। খুন সংঘর্ষ, গা জোয়ারি কিছুই বাদ দেয়নি। আর এসব কিছুরই বলি হচ্ছেন গরীব মানুষরা। এটা বাংলার বৈশিষ্ট্য নয়। রাজনীতি থাকবেই। কিন্তু হিংসাকে রাজনীতির আওতার বাইরে রাখা উচিত। এই পরিস্থিতির কথা আমার সাংবিধানিক সতীর্থদরে জানা উচিত, আমি তাঁদের জানাব। প্রতিক্রিয়া রাজ্যপালের। 

Panchayat Elections Result 2023:এবারই প্রথম এরাজ্যে গ্রাম পঞ্চায়েত গঠন করতে চলেছে আদিবাসী কুড়মি সমাজের প্রতিনিধিরা

এবারই প্রথম এরাজ্যে গ্রাম পঞ্চায়েত গঠন করতে চলেছে আদিবাসী কুড়মি সমাজের প্রতিনিধিরা। পুরুলিয়ার বিভিন্ন আসনে নির্দল হিসাবে প্রার্থী দিয়েছিল তারা। এরমধ্যে মানকিয়ারা গ্রাম পঞ্চায়েতে ১৪টি আসনের মধ্যে ১০টিতে জয়ী হয়েছে কুড়মিরা। এর ফলে এই প্রথম গ্রাম পঞ্চায়েত গঠন করবেন কুড়মি সমাজের প্রতিনিধিরা

WB Panchayat Poll Result Live:পঞ্চায়েতে সবুজ ঝড়, বিরোধীদের পাল্টা আক্রমণে অভিষেক

পঞ্চায়েতে সবুজ ঝড়, বিরোধীদের পাল্টা আক্রমণে অভিষেক। 'বিরোধীদের নো ভোট টু মমতা প্রচার এখন নাউ ভোট ফর মমতা। বিরোধীদের প্রচার বদলে দেওয়ার জন্য জনগণের কাছে কৃতজ্ঞ', পঞ্চায়েতে তৃণমূলের বিপুল জয়ের পর ট্যুইট অভিষেকের। 

Panchayat Elections Result 2023:ভোটের দিন অতি নিষ্ক্রিয়, গণনার দিন অতি সক্রিয় পুলিশ, বিজেপি প্রার্থীকেই মার! গণনাকেন্দ্রে ব্যালট বক্স বদলের অভিযোগে বিজেপি প্রার্থীর প্রতিবাদ

ভোটের দিন অতি নিষ্ক্রিয়, গণনার দিন অতি সক্রিয় পুলিশ, বিজেপি প্রার্থীকেই মার! গণনাকেন্দ্রে ব্যালট বক্স বদলের অভিযোগে বিজেপি প্রার্থীর প্রতিবাদ

WB Panchayat Poll Result Live:ভোটে হারের পরেই আতঙ্ক, নিশীথের পা জড়িয়ে ধরলেন প্রার্থী! দিনহাটায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রীকে পেয়ে পা জড়িয়ে ধরলেন বিজেপি প্রার্থী

ভোটে হারের পরেই আতঙ্ক, নিশীথের পা জড়িয়ে ধরলেন প্রার্থী! দিনহাটায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রীকে পেয়ে পা জড়িয়ে ধরলেন বিজেপি প্রার্থী

Panchayat Elections Result 2023:সিপিএম প্রার্থীকে হারাতে ব্যালট খেয়ে নিল তৃণমূল!

সিপিএম প্রার্থীকে হারাতে ব্যালট খেয়ে নিল তৃণমূল! ৪ভোটে জিতছিলেন, দাবি হাবড়ার ভুরকুণ্ডা গ্রাম পঞ্চায়েতের সিপিএম প্রার্থী রবীন্দ্রনাথ মজুমদারের। হঠাৎ টেবিল থেকে বেশ কয়েকটি ব্যালট নিয়ে খেয়ে ফেলার অভিযোগ তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে

WB Panchayat Poll Result Live:'বিজেপির সাম্প্রদায়িকতার রাজনীতি, বাংলা ভাগের রাজনীতি মানুষ ছুড়ে ফেলে দিয়েছে', দাবি অরূপ বিশ্বাসের

বিজেপির সাম্প্রদায়িকতার রাজনীতি, বাংলা ভাগেপ রাজনীতি মানুষ ছুড়ে ফেলে দিয়েছে। তৃণমূল সরকারের উন্নয়ন সর্বত্র ছড়িয়ে পড়েছে। উত্তর থেকে দক্ষিণ মানুষ সেই উন্নয়নের টানেই ভোট দিয়েছে। দাবি অরূপ বিশ্বাসের। 

Panchayat Elections Result 2023:ভোটে হারের পরেই আতঙ্ক, নিশীথের পা জড়িয়ে ধরলেন প্রার্থী!

ভোটে হারের পরেই আতঙ্ক, নিশীথের পা জড়িয়ে ধরলেন প্রার্থী! দিনহাটায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রীকে পেয়ে পা জড়িয়ে ধরলেন বিজেপি প্রার্থী

WB Panchayat Poll Result Live:গণনাকে ঘিরে রণক্ষেত্র নদিয়ার তেহট্ট

গণনাকে ঘিরে রণক্ষেত্র নদিয়ার তেহট্ট। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে তৃণমূল বিধায়ককে মারধরের অভিযোগ। ভিড় হঠাতে কেন্দ্রীয় বাহিনীর লাঠিচার্জ। বেশ কয়েকজন আহত। পাল্টা কেন্দ্রীয় বাহিনীর উপর হামলার হুমকি বিধায়কের। 

Panchayat Elections Result 2023:গণনা চলাকালীন ফের অশান্ত ভাঙড়, তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর।

গণনা চলাকালীন ফের অশান্ত ভাঙড়, তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর। ভাঙড়ের দক্ষিণ গাজিপুরে তৃণমূলের পার্টি অফিসে তাণ্ডব। আইএসএফ-জমি রক্ষা কমিটির বিরুদ্ধে হামলার অভিযোগ।
ভাঙড়ে আরাবুলের পঞ্চায়েত পোলেরহাটেই তৃণমূলের হার! পোলেরহাট ২: ধরাশায়ী তৃণমূল, ২৪টির মধ্যে মাত্র ১টিতে জয়

WB Panchayat Poll Result Live:বালিতে গণনাকেন্দ্রে নতুন করে উত্তেজনা

বালিতে গণনাকেন্দ্রে নতুন করে উত্তেজনা। এবার মাথা ফাটল তৃণমূল এজেন্টের। ড্রেন থেকে উদ্ধার করে আনা ব্যালট কেড়ে নিতে গেলে বেধড়ক মার। সিপিএমের বিরুদ্ধে মারধরের অভিযোগ

Panchayat Elections Result 2023:বর্ধমানের খণ্ডঘোষে গণনাকেন্দ্রে সিপিএম এজেন্টদের মারধরের অভিযোগে অবরোধ

বর্ধমানের খণ্ডঘোষে গণনাকেন্দ্রে সিপিএম এজেন্টদের মারধরের অভিযোগে অবরোধ। ঘটনাস্থলে গেলে পুলিশকে তাড়া সিপিএমের। ভাতারে গণনাকেন্দ্রের বাইরে সিপিএমের বিক্ষোভ। লাঠি উঁচিয়ে তাড়া পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর।

WB Panchayat Poll Result Live:পঞ্চায়েত ভোটেে একের পর এক গ্রাম পঞ্চায়েত তৃণমূলের!

পঞ্চায়েত ভোটেে একের পর এক গ্রাম পঞ্চায়েত তৃণমূলের! গ্রাম পঞ্চায়েতের ১৪ হাজার ৭৬৭ আসনে জয়ী তৃণমূল। বিজেপির দখলে ৩ হাজার ৩৪৪টি গ্রাম পঞ্চায়েতের আসন। সিপিএমের দখলে ১ হাজার ৮৬টি আসন, কংগ্রেস ৭৮৩টি আসন। গ্রাম পঞ্চায়েতের ১ হাজার ৪৩৮টি আসন জিতেছে অন্যান্যরা । 

Panchayat Elections Result 2023:রাজারহাট-বিষ্ণুপুরে ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে টসে জিতলেন তৃণমূল প্রার্থী

রাজারহাট-বিষ্ণুপুরে ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে টসে জিতলেন তৃণমূল প্রার্থী। তৃণমূল-বিজেপির হাড্ডাহাড্ডি লড়াই, টসে জয় তৃণমূল প্রার্থীর 

WB Panchayat Poll Result Live:পঞ্চায়েত ভোটে লাগাতার হিংসা, হুমায়ুন, চিরঞ্জিতের পর এবার সরব মদন মিত্র

পঞ্চায়েত ভোটে লাগাতার হিংসা, হুমায়ুন, চিরঞ্জিতের পর এবার সরব মদন মিত্র। 'বাংলায় নির্বাচনে রক্তের হোলি খেলা বন্ধ হোক। রক্তের হোলির মধ্যে দিয়ে এটাই যেন শেষ নির্বাচন হয়', বললেন কামারহাটির তৃণমূল বিধায়ক। 

Panchayat Elections Result 2023: মুর্শিদাবাদের সামশেরগঞ্জে সম্মুখ সমরে কংগ্রেস-তৃণমূল

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে সম্মুখ সমরে কংগ্রেস-তৃণমূল

WB Panchayat Poll Result Live:এবার গণনাকেন্দ্রে ব্যালটে কালি ও জল ঢালার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, কোচবিহারের ১ নম্বর ব্লকে ব্যাপক উত্তেজনা

এবার গণনাকেন্দ্রে ব্যালটে কালি ও জল ঢালার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। কোচবিহারের ১ নম্বর ব্লকে ব্যাপক উত্তেজনা। ১০০ ভোটের মধ্যে ৯৮টি পায় বিজেপি, ২টি ভোট পায় তৃণমূল, তারপরই ব্যালটে কালি ও জল ঢালে তৃণমূল। অভিযোগ বিজেপির। আটক তৃণমূলের অভিযুক্ত মহিলা প্রার্থী।

Panchayat Elections Result 2023:অশোকনগরে গণনাকেন্দ্রের মধ্যেই আইএসএফের প্রার্থী ও এজেন্টকে বেধড়ক মার

অশোকনগরে গণনাকেন্দ্রের মধ্যেই আইএসএফের প্রার্থী ও এজেন্টকে বেধড়ক মার। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সামনেই আইএসএফের প্রার্থী ও এজেন্টকে মার। শাসকদল তৃণমূলের বিরুদ্ধে মারধরের অভিযোগ। নীরব দর্শকের ভূমিকায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী

WB Panchayat Poll Result Live:তৃণমূলের দখলে সিপিএমের গ্রাম পঞ্চায়েত

তৃণমূলের দখলে সিপিএমের গ্রাম পঞ্চায়েত

Panchayat Elections Result 2023:গ্রাম পঞ্চায়েতে তৃণমূল জয়ী ৮২৩২ আসনে।

গ্রাম পঞ্চায়েতে তৃণমূল জয়ী ৮২৩২ আসনে। 

WB Panchayat Poll Result Live: গণনা কেন্দ্র থেকে ব্যালট পেপার ছিনিয়ে পালাতে গিয়ে পাকড়াও তৃণমূল প্রার্থী

গণনা কেন্দ্র থেকে দু'বাণ্ডিল ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে পালাতে গিয়ে ধরা পড়লেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী। পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের পাঁচরা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের প্রার্থী রূপসোনা মল্লিককে গিরে চাঞ্চল্য। তল্লাশিতে তাঁর কাছ থেকে  ব্যালট পেপার মিলেছে। তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। তৃণমূল প্রার্থীকে আটক করে জামালপুর থানায় নিয়ে যাওয়া হয়েছে।

Panchayat Elections Result 2023: মালদায় তৃণমূলের বিরুদ্ধে ব্যালট ছিনতাইয়ের চেষ্টার অভিযোগ

তৃণমূলের বিরুদ্ধে ব্যালট ছিনতাইয়ের চেষ্টার অভিযোগ। ইংরেজ বাজারে গণনাকেন্দ্রের সামনে চরম বিশৃঙ্খলা। পুলিশের সঙ্গে তৃণমূল কর্মীদের ধস্তাধস্তি।

Panchayat Elections Result Live: গণনার দিন রাজ্য নির্বাচন কমিশনের ওয়েবসাইটে বিপত্তি

গণনার দিন রাজ্য নির্বাচন কমিশনের ওয়েবসাইটে বিপত্তি। খুলছে না রাজ্য নির্বাচন কমিশনের ওয়েবসাইট। কমিশনের ওয়েবসাইটে আপডেট হচ্ছে না রেজাল্ট।

WB Panchayat Poll Result Live: মোহনপুর গ্রাম পঞ্চায়েতে জয়ী নির্দল প্রার্থী অরিজিৎ দাস, ফের তৃণমূলে যোগ দেওয়ার ইচ্ছে

মোহনপুর গ্রাম পঞ্চায়েতে জয়ী নির্দল প্রার্থী অরিজিৎ দাস। ভোটের দিন প্রকাশ্যে গুলি চালানোকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে মোহনপুর। সেই অঞ্চল থেকেই ১৮৭ ভোটে জয়লাভ করলেন নির্জল প্রার্থী অরিজিৎ দাস। অরিজিৎ দাসের আশা দল তাঁকে আবার গ্রহণ করবে, তিনি তৃণমূলের হয়ে পঞ্চায়েতে কাজ করবেন।

WB Panchayat Poll Result Live: মোহনপুর গ্রাম পঞ্চায়েতে জয়ী নির্দল প্রার্থী অরিজিৎ দাস, ফের তৃণমূলে যোগ দেওয়ার ইচ্ছে

মোহনপুর গ্রাম পঞ্চায়েতে জয়ী নির্দল প্রার্থী অরিজিৎ দাস। ভোটের দিন প্রকাশ্যে গুলি চালানোকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে মোহনপুর। সেই অঞ্চল থেকেই ১৮৭ ভোটে জয়লাভ করলেন নির্জল প্রার্থী অরিজিৎ দাস। অরিজিৎ দাসের আশা দল তাঁকে আবার গ্রহণ করবে, তিনি তৃণমূলের হয়ে পঞ্চায়েতে কাজ করবেন।

Panchayat Elections Result Live: দুই অভিনেত্রী রাজনীতিবিদের সম্মুখসমর উত্তপ্ত সোনারপুর

দুই অভিনেত্রী রাজনীতিবিদের সম্মুখসমর উত্তপ্ত সোনারপুর। বিরোধী এজেন্ট ও কর্মীদের বের করে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বিজেপি নেত্রী ও অভিনেত্রী শর্বরী মুখোপাধ্যায়। জমায়েত করেন অভিনেত্রী ও তৃণমূল বিধায়ক লাভলি মৈত্রও। দুপক্ষের সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে মোতায়েন বিশাল পুলিশবাহিনী।

Panchayat Elections Result 2023: ৪ বার গণনাতেও 'জয়ী', সিপিএম প্রার্থীকে বেধড়ক 'মার'

৪ বার গণনাতেও 'জয়ী', সিপিএম প্রার্থীকে বেধড়ক 'মার'। বারুইপুরের কল্যাণপুরে সিপিএম প্রার্থীকে কাউন্টিং সেন্টারেই 'মার'। তৃণমূলের বিরুদ্ধে সিপিএম প্রার্থীর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ।

WB Panchayat Poll Result Live: ময়ূরেশ্বরে তৃণমূল প্রার্থীকে হারিয়েই দলে ফিরতে চেয়ে বার্তা নির্দল প্রার্থীর

ময়ূরেশ্বরে তৃণমূল প্রার্থীকে হারিয়েই দলে ফিরতে চেয়ে বার্তা নির্দল প্রার্থীর। ময়ূরেশ্বর ১ নম্বর ব্লকের ঝাকোটা পঞ্চায়েতে জিতলেন নির্দল প্রার্থী। হারিয়ে দিলেন তৃণমূলের ৩ বারের জয়ী প্রার্থীকে।

Panchayat Elections Result Live: পুলিশের সঙ্গে বচসার সময় অসুস্থ হয়ে পড়লেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার

স্ট্রংরুমের সামনে থেকে কেন্দ্রীয় বাহিনী সরিয়ে দেওয়ার অভিযোগ। ফুলিয়া বালিকা বিদ্যালয়ের সামনে ব্যাপক উত্তেজনা। পুলিশের সঙ্গে বচসার সময় অসুস্থ হয়ে পড়লেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। নিয়ে যাওয়া হল হাসপাতালে।

Panchayat Elections Result 2023: পোলেরহাট ২ পঞ্চায়েত ছিনিয়ে নিল আইএসএফ-জমিরক্ষা কমিটির জোট

ভাঙড়ে আরাবুলের পঞ্চায়েত পোলেরহাট ২ হাতছাড়া তৃণমূলের। পোলেরহাট ২ পঞ্চায়েত ছিনিয়ে নিল আইএসএফ-জমিরক্ষা কমিটির জোট

WB Panchayat Poll Result Live: গণনার দিন ব্যালট পেপার নিয়ে 'দৌড়'

ভোটের দিন ব্যালট বাক্স নিয়ে দৌড়ের পর গণনার দিন ব্যালট পেপার নিয়ে 'দৌড়'। হাবড়ায় গণনা কেন্দ্র থেকে ব্যালট পেপার নিয়ে দৌড়ে পালানোর অভিযোগ

Panchayat Elections Result Live: কৃষ্ণনগরে গণনাকেন্দ্রের সামনে ব্যাপক বিশৃঙ্খলা

কৃষ্ণনগরে গণনাকেন্দ্রের সামনে ব্যাপক বিশৃঙ্খলা। লাঠি উঁচিয়ে জমায়েত সরাল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।

Panchayat Elections Result 2023: বাসন্তীতে জেতার পর বিজেপির উচ্ছ্বাস, তাড়া পুলিশের

বাসন্তীতে জেতার পর বিজেপির উচ্ছ্বাস। তাড়া করে বিজেপি কর্মীদের পুকুরে ফেলল পুলিশ।

WB Panchayat Poll Result Live: কাঁকসার গণনা কেন্দ্রের সামনে তুমুল উত্তেজনা

কাঁকসার গণনা কেন্দ্রের সামনে তুমুল উত্তেজনা। সিপিএমের এজেন্টদের তাড়া তৃণমূল কংগ্রেস কর্মীদের। পাল্টা তির ধনুক নিয়ে তৃণমূল কংগ্রেসের উপর চড়াও সিপিএম।
ঘটনাস্থলে কাঁকসা থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।

Panchayat Elections Result Live: রাজ্যপালের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলে বিস্ফোরক মন্তব্য সৌগত রায়ের

'নির্বাচন প্রক্রিয়ায় সমস্যা তৈরি করছেন রাজ্যপাল, উনি এলাকায় যাচ্ছেন বলেই বিরোধীরা তৃণমূলকে আক্রমণ করছেন', রাজ্যপালের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলে বিস্ফোরক মন্তব্য সৌগত রায়ের। 'রাজ্যের মানুষ ও প্রশাসনের কাছে সমস্যা হয়ে দাঁড়িয়েছেন রাজ্যপাল, অমিত শাহের নির্দেশে কাজ করছেন বোস, এক্তিয়ার বাইরে গিয়ে কাজ করছেন রাজ্যপাল', মন্তব্য তৃণমূল সাংসদ সৌগত রায়ের।


 

Panchayat Elections Result 2023: ১২১৮টি গ্রাম পঞ্চায়েত দখল তৃণমূলের, ২৮৮টি পঞ্চায়েত বিজেপির দখলে

এখনও পর্যন্ত ১২১৮টি গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে। ২৮৮টি পঞ্চায়েত বিজেপির দখলে। ১০৯টি গ্রাম পঞ্চায়েত বামেদের দখলে গিয়েছে। কংগ্রেসের দখলে ১৩৬ টি আসন। আইএসএফ এর দখলে ১৪টি গ্রাম পঞ্চায়েত।

WB Panchayat Poll Result Live: বিরোধী এজেন্টদের গণনাকেন্দ্র থেকে মেরে বের করে দেওয়ার অভিযোগ, হাওড়ার রানিহাটিতে অবরোধ

বিরোধী এজেন্টদের গণনাকেন্দ্র থেকে মেরে বের করে দেওয়ার অভিযোগ। প্রতিবাদে হাওড়ার রানিহাটিতে অবরোধ ঘিরে ধুন্ধুমার। ১৬ নম্বর জাতীয় সড়ক থেকে অবরোধ তুলতে গেল পুলিশের সঙ্গে বচসা। পুলিশের গাড়ি ভাঙচুর।

Panchayat Elections Result Live: দুবরাজপুরে জয়ী কেষ্টকে কেস দেওয়া শিবঠাকুরের তৃণমূলপ্রার্থী স্ত্রী

দুবরাজপুরে জয়ী কেষ্টকে কেস দেওয়া শিবঠাকুরের তৃণমূলপ্রার্থী স্ত্রী। নলহাটিতে জয়ী এনআইএ-র হাতে গ্রেফতার তৃণমূল প্রার্থী। ময়ূরেশ্বরে জয়ী বিজেপির গ্রাম পঞ্চায়েত প্রার্থী দুধকুমার মণ্ডল।

Panchayat Elections Result 2023: সিপিএমের প্রতীকে ছাপ মারা ব্যালট পড়ে গণনাকেন্দ্রের বাইরে! বালিতে উত্তেজনা!

সিপিএমের প্রতীকে ছাপ মারা ব্যালট পড়ে গণনাকেন্দ্রের বাইরে! বালির গণনা কেন্দ্রে ফের উত্তেজনা। গণনাকেন্দ্রের বাইরে প্রচুর ব্যালট পেপার উদ্ধার, পেপারে সিপিএমের প্রতীকে ছাপ। গণনাকেন্দ্রের জানলা দিয়ে ব্যালট নর্দমায় ফেলে দেওয়ার অভিযোগ। ব্যালট পেপার উদ্ধারের পরেই গণনাকেন্দ্রে ঢোকার চেষ্টা সিপিএম কর্মী সমর্থকদের।

WB Panchayat Poll Result Live: পশ্চিম বর্ধমানের আমড়াসোতা গ্রাম পঞ্চায়েত দখল করল সিপিএম

পশ্চিম বর্ধমানের আমড়াসোতা গ্রাম পঞ্চায়েত দখল করল সিপিএম।

Panchayat Elections Result Live: প্রায় ৭০০টি গ্রাম পঞ্চায়েতে জয় তৃণমূলের, বাম-কংগ্রেস-বিজেপির দখলেও বেশ কিছু আসন

এখনও পর্যন্ত ৬৮১ টি গ্রাম পঞ্চায়েতে জয় তৃণমূলের। বিজেপি জিতেছে ৬৬টি আসনে। বামেরা জয় পেয়েছে ১৮টি গ্রাম পঞ্চায়েতে। কংগ্রেসের দখলে এসেছে ৪৮টি গ্রাম পঞ্চায়েতে। অন্যান্যদের দখলে গিয়েছে ৭টি পঞ্চায়েত। 

Panchayat Elections Result 2023: নন্দীগ্রামের গণনাকেন্দ্রের বাইরে উত্তেজনা, অবৈধ জমায়েত সরিয়ে দেয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী 

নন্দীগ্রামের গণনাকেন্দ্রের বাইরে উত্তেজনা। এছাড়াও নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের সীতানন্দ কলেজের বাইরে অবৈধ জমায়েত সরিয়ে দেয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী 

WB Panchayat Poll Result Live: সামশেরগঞ্জে উত্তেজনা, তৃণমূল বিধায়ক আমিরুল ইসলামকে ধাক্কা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের

ভোট গণনার দিন মুর্শিদাবাদের সামশেরগঞ্জে উত্তেজনা। তৃণমূল বিধায়ক আমিরুল ইসলামকে ধাক্কা। ধাক্কা মেরে শাসক বিধায়ককে সরিয়ে দিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। ৩৪ নম্বর জাতীয় সড়কের পাশে গণনা কেন্দ্রের সামনে অবৈধ জমায়েত হঠাতে লাঠি উঁচিয়ে তাড়া।

Panchayat Elections Result Live: ব্যারাকপুরে বিজেপি প্রার্থীকে বের করে দিল পুলিশ

ব্যারাকপুরে বিজেপি প্রার্থীকে বের করে দিল পুলিশ। তৃণমূলের সঙ্গে বিজেপি প্রার্থীর বচসা, ভোট লুঠের অভিযোগ। অনেক লড়াই দিয়েছি, আর পারলাম না, বলছেন বিজেপি প্রার্থী।

Panchayat Elections Result 2023: ডায়মন্ড হারবারে তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগে রাস্তা অবরোধ, আটক প্রতীকউর রহমান

ডায়মন্ড হারবারে তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগে রাস্তা অবরোধ করতে গিয়ে পুলিশের হাতে আটক এসএফআইয়ের রাজ্য সভাপতি প্রতীকউর রহমান। আটক সিপিএমের এরিয়া কমিটির সম্পাদক দেবাশিস ঘোষ। প্রতিবাদে ডায়মন্ডহারবার স্টেশন মোড়ে পথ অবরোধ সিপিএম কর্মী সমর্থকদের।

WB Panchayat Poll Result Live: বালিতে গণনাকেন্দ্র থেকে সিপিএম ও বিজেপি এজেন্টদের মেরে বের করে দেওয়ার অভিযোগ

বালিতে গণনাকেন্দ্র থেকে সিপিএম ও বিজেপি এজেন্টদের মেরে বের করে দেওয়ার অভিযোগ। মাথা ফাটল বিরোধী এজেন্টদের, হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের উপস্থিতিতেই হামলার অভিযোগ।

Panchayat Elections Result Live: গণনাকেন্দ্রে এজেন্টদের ঢুকতে না দেওয়ার অভিযোগ বিষ্ণুপুরে

গণনাকেন্দ্রে এজেন্টদের ঢুকতে না দেওয়ার অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণপুরে বাম-কংগ্রেস-বিজেপির একসঙ্গে পথ অবরোধ।

Panchayat Elections Result 2023: গণনা শুরু হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই আরামবাগে আগাম উৎসব তৃণমূলের

গণনা শুরু হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই আগাম উৎসব তৃণমূলের। সবুজ আবির খেলায় মাতলেন আরামবাগ তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। আরামবাগের কালীপুরে নেতাজি মহাবিদ্যালয় গননা কেন্দ্রের সামনে আবির খেলা তৃণমূলের।

WB Panchayat Poll Result Live: জাঙ্গিপাড়ায় আক্রান্ত সিপিএম, এজেন্টকে মার

জাঙ্গিপাড়ায় আক্রান্ত সিপিএম। এজেন্টকে মার। পার্টি অফিসে ঢুকে পুলিশের লাঠিচার্জ।

Panchayat Elections Result Live: হাওড়ার সাঁকরাইলে তুমুল উত্তেজনা, গণনাকেন্দ্রের গেট ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা

হাওড়ার সাঁকরাইলে তুমুল উত্তেজনা। গণনাকেন্দ্রের গেট ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা। বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থকদের বিরুদ্ধে গেট ভেঙে ভেতরে ঢোকার চেষ্টার অভিযোগ।

Panchayat Elections Result 2023: ভোট গণনা শুরু হতেই অশান্ত গাইঘাটা

ভোট গণনা শুরু হতেই অশান্ত গাইঘাটা। গাইঘাটা পলিটেকনিক কলেজে জমায়েত। জমায়েত হঠাতে লাঠি উঁচিয়ে তেড়ে গেল কেন্দ্রীয় বাহিনী।

WB Panchayat Poll Result Live: ইংরেজবাজারে কাউন্টিং হলের সামনে চূড়ান্ত অব্যবস্থা

ইংরেজবাজারে কাউন্টিং হলের সামনে চূড়ান্ত অব্যবস্থা। গ্রাম পঞ্চায়েত প্রার্থীদের ঢোকার অনুমতি ঘিরে বিশৃঙ্খলা।

Panchayat Elections Result Live: কাটোয়াতে ভোট গণনার সময়েও হিংসার অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল

কাটোয়া এক নম্বর ব্লকের গণনাকেন্দ্রে সিপিএম ও বিজেপির এজেন্টদের ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ। সিপিএমের কর্মী সমর্থকদের 'মারধর', একজন সিপিএম সমর্থক হাসপাতালে ভর্তি। গণনাকেন্দ্রে যাওয়ার সময় হামলা ও গাড়ি ভাঙচুরের অভিযোগ। গণনাকেন্দ্র থেকে বাড়ির পথে বিরোধী এজেন্টরা।

Panchayat Elections Result 2023: ডায়মন্ড হারবারে ফকিরচাঁদ কলেজের সামনে উত্তেজনা

ডায়মন্ড হারবারে ফকিরচাঁদ কলেজের সামনে উত্তেজনা। গণনাকেন্দ্রের সামনে বোমাবাজি। বিরোধী এজেন্টদের গণনাকেন্দ্রে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ।

WB Panchayat Poll Result Live: বিরোধী দলের কাউন্টিং এজেন্টদের গণনা কেন্দ্রে ঢুকতে বাধাদানের অভিযোগ

বিরোধী দলের কাউন্টিং এজেন্টদের গণনা কেন্দ্রে ঢুকতে বাধাদানের অভিযোগ। প্রতিবাদে বাগনান থানা ঘেরাও, রাস্তা অবরোধ সিপিএম এবং বিজেপির। বাগনান এক নম্বর ব্লকের গণনাকেন্দ্র হয় বাগনান আদর্শ হাইস্কুলে। ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে পুলিশ ও র‍্যাফ।

Panchayat Elections Result Live: শুরু হয়ে গিয়েছে পঞ্চায়েত ভোটের গণনা

শুরু হয়েছে ভোটগণনা। প্রথমে গ্রাম পঞ্চায়েত স্তরের গণনা হবে, তারপরে হবে পঞ্চায়েত সমিতির গণনা। তারপরে গণনা হবে জেলা পরিষদের।  

Panchayat Elections Result 2023: মুর্শিদাবাদে জেলা পরিষদে মোট আসন ৭৮, কড়া টক্কর বাম-কংগ্রেস এবং তৃণমূলের

মুর্শিদাবাদে জেলা পরিষদে মোট আসন ৭৮। পঞ্চায়েত সমিতিতে আসন সংখ্যা ৭৪৮। পঞ্চায়েত সমিতিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী আসন ১২। মুর্শিদাবাদে গ্রাম পঞ্চায়েতে মোট আসন ৫ হাজার ৫৯৩। গ্রাম পঞ্চায়েতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী আসন ১৬৬।

WB Panchayat Poll Result Live: বীরভূমের নানুরে তৃণমূলের বিরুদ্ধে সিপিএমের কাউন্টিং এজেন্টদের বাধা দেওয়ার অভিযোগ

বীরভূমের নানুরে তৃণমূলের বিরুদ্ধে সিপিএমের কাউন্টিং এজেন্টদের বাধা দেওয়ার অভিযোগ। রাস্তায় নেমে বিক্ষোভ সিপিএমের। 

Panchayat Elections Result Live: গণনা শুরু হওয়ার আগেই বারাবনিতে একটি গণনাকেন্দ্রের বাইরে তুমুল বচসা তৃণমূল ও বিজেপির

গণনা শুরু হওয়ার আগেই বারাবনিতে একটি গণনাকেন্দ্রের বাইরে তুমুল বচসা তৃণমূল ও বিজেপির। 

Panchayat Elections Result Live: গণনা শুরু হওয়ার আগেই বারাবনিতে একটি গণনাকেন্দ্রের বাইরে তুমুল বচসা তৃণমূল ও বিজেপির

গণনা শুরু হওয়ার আগেই বারাবনিতে একটি গণনাকেন্দ্রের বাইরে তুমুল বচসা তৃণমূল ও বিজেপির। 

Panchayat Elections Result 2023: বাঁকুড়া জেলা পরিষদে মোট আসন ৫৬, শুরু হতে চলেছে ভোট গণনা

বাঁকুড়া জেলা পরিষদে মোট আসন ৫৬। বাঁকুড়ায় পঞ্চায়েত সমিতির আসন সংখ্যা ৫৬১। পঞ্চায়েত সমিতিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী আসন ১০৬। বাঁকুড়ায় গ্রাম পঞ্চায়েতে মোট আসন ৩ হাজার ১২৯। গ্রাম পঞ্চায়েতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী আসন ৬৬৪।

WB Panchayat Poll Result Live: ঝাড়গ্রামে জেলা পরিষদে মোট আসন ১৯, লড়াই তুঙ্গে

ঝাড়গ্রামে জেলা পরিষদে মোট আসন ১৯। ঝাড়গ্রামে পঞ্চায়েত সমিতির আসন সংখ্যা ২১০। পঞ্চায়েত সমিতিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী আসন ৫। ঝাড়গ্রামে গ্রাম পঞ্চায়েতে মোট আসন ১ হাজার ৭। গ্রাম পঞ্চায়েতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী আসন ৩০।

Panchayat Elections Result Live: পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদে মোট আসন ৬০, সকাল ৮টা থেকে শুরু গণনা

পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদে মোট আসন ৬০। পশ্চিম মেদিনীপুরে পঞ্চায়েত সমিতির আসন সংখ্যা ৬৩১। পঞ্চায়েত সমিতিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী আসন ৬৭। পশ্চিম মেদিনীপুরে গ্রাম পঞ্চায়েতে মোট আসন ৩ হাজার ৮৮১। গ্রাম পঞ্চায়েতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী আসন ৬২২।

Panchayat Elections Result 2023: মুর্শিদাবাদ জেলা পরিষদে মোট আসন ৭৮, জোর টক্করের ইঙ্গিত

মুর্শিদাবাদ জেলা পরিষদে মোট আসন ৭৮। পঞ্চায়েত সমিতিতে আসন সংখ্যা ৭৪৮। পঞ্চায়েত সমিতিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী আসন ১২। মুর্শিদাবাদে গ্রাম পঞ্চায়েতে মোট আসন ৫ হাজার ৫৯৩। গ্রাম পঞ্চায়েতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী আসন ১৬৬।

WB Panchayat Poll Result Live: ভোট গণনার আগের রাতে দিনহাটায় স্ট্রংরুমের সামনে তুমুল উত্তেজনা

ভোট গণনার আগের রাতে দিনহাটায় স্ট্রংরুমের সামনে তুমুল উত্তেজনা। স্ট্রংরুমে মুখোমুখি তৃণমূল-বিজেপি, বচসা-হাতাহাতি। জোর করে স্ট্রংরুমে ঢোকার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। স্ট্রংরুমে আগে ঢুকেছে তৃণমূল, পাল্টা অভিযোগ বিজেপির। কেন্দ্রীয় বাহিনীর সামনেই স্ট্রংরুমে ঢুকে যান বিজেপি-তৃণমূল নেতা-কর্মীরা।

Panchayat Elections Result Live: বীরভূম জেলা পরিষদে মোট আসন ৫২, ইতিমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১ আসনে জয়ী তৃণমূল

বীরভূম জেলা পরিষদে মোট আসন ৫২। জেলা পরিষদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১ আসনে জয়ী তৃণমূল। বীরভূমে পঞ্চায়েত সমিতির আসন সংখ্যা ৪৯০। পঞ্চায়েত সমিতিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী আসন ১২৭। বীরভূমে গ্রাম পঞ্চায়েতে মোট আসন ২ হাজার ৮৫৯। গ্রাম পঞ্চায়েতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী আসন ৮৯১।

Panchayat Elections Result 2023: দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদে মোট আসন ৮৫, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৮ আসনে জয়ী তৃণমূল

দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদে মোট আসন ৮৫। জেলা পরিষদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৮ আসনে জয়ী তৃণমূল। দক্ষিণ ২৪ পরগনায় পঞ্চায়েত সমিতিতে আসন সংখ্যা ৯২৬। পঞ্চায়েত সমিতিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী আসন ২৩৩। দক্ষিণ ২৪ পরগনায় গ্রাম পঞ্চায়েতে মোট আসন ৬ হাজার ৩৮৩। গ্রাম পঞ্চায়েতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী আসন ১ হাজার ৭৬৭।

WB Panchayat Poll Result Live: মালদা জেলা পরিষদে মোট আসন ৪৩, পঞ্চায়েত সমিতিতে আসন ৪৩৬

মালদা জেলা পরিষদে মোট আসন ৪৩। পঞ্চায়েত সমিতিতে আসন সংখ্যা ৪৩৬। পঞ্চায়েত সমিতিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী আসন ৪। মালদায় গ্রাম পঞ্চায়েতে মোট আসন ৩ হাজার ১৮৬। গ্রাম পঞ্চায়েতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী আসন ৪৭।

কোচবিহার জেলা পরিষদে মোট আসন ৩৪, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১ আসনে জয়ী তৃণমূল

কোচবিহার জেলা পরিষদে মোট আসন ৩৪। জেলা পরিষদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১ আসনে জয়ী তৃণমূল। পঞ্চায়েত সমিতিতে আসন সংখ্যা ৩৮৩। কোচবিহারে পঞ্চায়েত সমিতিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী আসন ১৭। কোচবিহারে গ্রাম পঞ্চায়েতে মোট আসন ২ হাজার ৫০৭। গ্রাম পঞ্চায়েতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী আসন ১৫৭।

প্রেক্ষাপট

৮ জুলাই এক দফায় গোটা বাংলায় পঞ্চায়েত ভোট (Panchayat Election) হয়েছে। ভোটের দিন সারা রাজ্যে দেখা গিয়েছে অশান্তির ছবি। কার্যত রক্তস্নাত হয়েছে গোটা পঞ্চায়েত ভোট (Panchayat poll)। মনোনয়ন পর্ব থেকে দফায় দফায় হিংসা এবং প্রাণহানির ঘটনা ঘটেছে এই বাংলা। ১০ জুলাই কিছু কিছু বুথে পুনর্নির্বাচন (Re Election) হয়েছে। সেটাও একেবারে শান্তিপূর্ণ হয়েছে বলা যায় না। পাশাপাশি ভোটের পরেও নানা জেলা থেকে হিংসার খবর এসেছে। ব্যালট বাক্স নিয়েও বিস্তর অভিযোগ-পাল্টা অভিযোগ চলেছে শাসক ও বিরোধীদের মধ্যে। এই আবহেই ১১ জুলাই, মঙ্গলবার ভোটগণনা। ২০২৩ সালের পঞ্চায়েত ভোটের ফলাফল সবার আগে জানতে চোখ রাখুন এখানে।


রাজ্যের দশম পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) ফলাফলের ক্ষেত্রে প্রথমে গ্রাম পঞ্চায়েত, তারপর পঞ্চায়েত সমিতি ও সবশেষে জেলা পরিষদের ভোট গণনা হবে। প্রত্যেকটি ক্ষেত্রেই ২ রাউন্ড করে গণনা হবে। গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদের গণনার সময় থাকবেন একজন কাউন্টিং অফিসার (Counting Officer) এবং একজন কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট। সঙ্গে থাকবেন প্রতি প্রার্থীর একজন করে কাউন্টিং এজেন্ট (Counting Agent)।


রাজ্য নির্বাচন কমিশন (State Election Commission) সূত্রে খবর, ভোটগণনা ৮ টা থেকে শুরু হলেও ব্যালট পেপার (Ballot Paper) শর্টিং শেষ করে মূল গণনার কাজ শুরু হতে ৯ টা বেজে যাবে। প্রথমে গণনা হবে ই ডি (ইলেকশন ডিউটি) ভোট। তারপর একে একে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের ভোট গণনা। প্রত্যেক স্তরের ভোট গণনার শেষে ভোটকেন্দ্র থেকে সবহাই বেরিয়ে গেলে তারপর শুরু হবে পরের স্তরের ভোটগণনা।


স্ট্রংরুম থেকে প্রথমে আনা হবে প্রথমে গ্রাম পঞ্চায়েতের ব্যালট বাক্স। গ্রাম পঞ্চায়েতের ২ রাউন্ড হবে ভোট গণনা। যে গণনা শেষ হওয়ার পর স্ট্রংরুম থেকে আনা হবে পঞ্চায়েত সমিতির ব্যালট বাক্স। সেক্ষেত্রেও ২ রাউন্ড গণনার পর জেলা পরিষদের ক্ষেত্রেও একই নিয়ম। মোট ৩৩৯ টি কেন্দ্রে হবে ভোটগণনা। যার মধ্যে সবথেকে বেশি কেন্দ্র দক্ষিণ ২৪ পরগনায় । ২৮ টি।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.