কলকাতা: পঞ্চায়েত ভোটে (Panchayat Election 2023) রাজ্যজুড়ে সন্ত্রাস, মুখ্যমন্ত্রীকে (Mamata Banerjee) তীব্র আক্রমণ বিরোধী দলনেতার। একযোগে রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকেও কটাক্ষ শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)।                   

  


তীব্র আক্রমণ শুভেন্দুর: ভোটের দিন সকাল থেকেই উত্তপ্ত রাজ্য রাজনীতি। ভোটের দিনও পরপর খুন। ভোট শুরু হতেই বুথ দখলের চেষ্টা। দিকে দিকে অশান্তির ছবি। আর এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীকে আক্রমণ শানালেন বিরোধী দলনেতা। বিরোধী দলনেতার ট্যুইট 'বাংলায় পঞ্চায়েত ভোটে 'রাক্ষসতন্ত্রে'র উদযাপন চলছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাড়াটে খুনি রাজীব সিন্হা তাঁর পরিকল্পনা কার্যকর করছেন। এটাই তাঁদের গণতান্ত্রিক মডেল।'                     


 





রাজ্যজুড়ে অশান্তির ছবি: উত্তর থেকে দক্ষিণ, জেলায় জেলায় অশান্তির ছবি। সব মিলিয়ে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২৬ জনের। ভোট ঘোষণা হওয়ার পর থেকেই দিকে দিকে অব্যাহত হিংসা। পঞ্চায়েত ভোটের বাংলা যেন কার্যত কুরুক্ষেত্র। গতকাল রাত পর্যন্ত, অর্থাৎ ভোট পর্বের আগে এক মাসে মৃত্যু হয়েছে ২০ জনের। আর এখনও পর্যন্ত হিসেব অনুযায়ী ভোটের দিনই মৃত্যু হল ১০ জনের। কোচবিহারে খুন বিজেপি কর্মী। খড়গ্রাম-রেজিনগর-মানিকচক-চাপড়া, বাসন্তী, কাটোয়া- খুন ৬ তৃণমূল কর্মী। লালগোলা-আউশগ্রামে সিপিএম, নওদায় কংগ্রেস কর্মীর মৃত্যু।            


এদিন রাজ্য সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেন বিরোধী দলনেতা। তিনি বলেন, বাংলাজুড়ে ভোট-সন্ত্রাস চলছে। এই পরিস্থিতিতে 'কালীঘাট চলো', ডাক দেন শুভেন্দু অধিকারী। রাজ্যের বিরোধী দলনেতা বলেন, 'গুলি করুক, চলো কালীঘাট, ইটগুলো খুলে নিয়ে আসি'। শুভেন্দুর দাবি, ৩৫৬ অথবা ৩৫৫ জারি করা হোক! 'বাংলাকে বাঁচাতে, গণতন্ত্রকে বাঁচাতে যা করতে হয় করব', হুঙ্কার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।                 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: Dental Health Alzheimer's disease: দাঁতের স্বাস্থ্য অবহেলা করছেন ? জানেন বাড়াচ্ছেন অ্য়ালঝাইমারের ঝুঁকি?