সমীরণ পাল, নিউ ব্যারাকপুর: নিউ ব্যারাকপুরের সতীন সেন নগরে সিপিএমের মিছিলে বাঁশ, লাঠি, রড নিয়ে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ভাঙচুর করা হয় টোটো। সিপিএম কর্মীদের রাস্তায় ফেলে পেটানো হয় বলে অভিযোগ। বেশ কয়েকজন বাম কর্মী আহত। প্রতিবাদে নিউ ব্যারাকপুর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান সিপিএম কর্মীরা। ঘটনার সূত্রপাত গতকাল সকালে। নিউ ব্যারাকপুর পুরসভার ১১ নম্বর ওয়ার্ডে তৃণমূলের বিরুদ্ধে পোস্টার লাগাচ্ছিলেন সিপিএম কর্মীরা। অভিযোগ, তৃণমূলের দুষকৃতীরা তাঁদের ওপর চড়াও হয়। এই ঘটনায় নিউ ব্যারাকপুর থানায় অভিযোগ দায়ের করে বামেরা। অভিযোগ, তার বদলা নিতেই সন্ধেয় সিপিএমের মিছিলে ফের হামলা চালানো হয়। হামলা-যোগ অস্বীকার করেছে তৃণমূল।                               

  


হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে: সিপিএমের মিছিলে হঠাৎ হামলা। সিপিএম কর্মী-সমর্থকরা প্রাণপণে দৌড়চ্ছেন। কারও হাত দিয়ে রক্ত ঝরছে। কারও মাথায় আঘাত লেগেছে। কারও হাত ফুলে ঢোল।পঞ্চায়েত ভোটের আবহে রাজ্য-রাজনীতি যখন উত্তপ্ত, তখন নিউ ব্য়ারাকপুরের সতীন সেন নগরে সিপিএমের মিছিলে, বাঁশ, লাঠি, রড নিয়ে হামলা চালানোর অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। সিপিএম কর্মীদের রাস্তায় ফেলে পেটানো হয় বলেও অভিযোগ। ভাঙচুর চলে একটি টোটোতে। প্রতিবাদে নিউ ব্য়ারাকপুর থানা ঘিরে বিক্ষোভ দেখায় সিপিএম।                           


এই ঘটনার সূত্রপাত রবিবার সকালে। সিপিএম কর্মীদের দাবি, নিউ ব্য়ারাকপুর পুরসভার ১১ নম্বর ওয়ার্ডে তণমূল সরকারের দুর্নীতির বিরুদ্ধে তাঁরা পোস্টার লাগাচ্ছিলেন। অভিযোগ, সেইসময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায়।নিউ ব্যারাকপুর থানায় অভিযোগ দায়ের করা হয় সিপিএমের পক্ষ থেকে। সেই আক্রোশে রবিবার সন্ধেয় ফের সিপিএমের মিছিলে তৃণমূল হামলা চালায় বলে অভিযোগ। নিউ ব্যারাকপুরের সিপিএম কর্মী রুবি চক্রবর্তী বলেন, “বাঁশ নিয়ে এসে মারে। একজন হ্য়ান্ডিক্য়াপড। সে গাড়িতে বসেছিল। তাকেও প্রচণ্ড মারে।’’ আরেক সিপিএম কর্মী সঞ্জয় দত্ত বলেন, সকালে পোস্টারিং করছিলাম। সেখানে আক্রমণ। তার প্রতিবাদে মিছিল বের করেছিলাম। ঘটনার প্রেক্ষিতে নিউ ব্য়ারাকপুর থানায় ডেপুটেশন দিয়েছে সিপিএম।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial




আরও পড়ুন: Clove Farming: লক্ষ্মীলাভ করতেও ভরসা উপকারী লবঙ্গ! লাভ পাবেন চাষিরা