মোহন দাস, গোঘাট: হুগলির (Hooghly) গোঘাটে সিপিএম (CPIM) নেতার বাড়িতে ব্যাপক বোমাবাজির অভিযোগ। পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্বেই বেনজির সন্ত্রাসের সাক্ষী থেকেছে রাজ্য। মনোনয়ন জমার শুরু হওয়ার পর থেকে ইতিমধ্যে সাতজনকে খুন হতে হয়েছে। এবার মনোনয়ন প্রত্যাহারের জন্যও জেলায় জেলায় বিরোধীদের হুমকি, মারধরের অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে। 


সিপিএম নেতার বাড়িতে বোমাবাজি: হুগলির গোঘাটের কামারপুকুরে সিপিএম নেতার বাড়িতে ব্যাপক বোমাবাজি করে দুষ্কৃতীরা। ভেঙে যায় জানলার কাচ। এখনও বাড়ির সামনে পড়ে রয়েছে বোমার সুতলি। উদ্ধার হয়েছে একটি তাজা বোমাও। সিপিএমের অভিযোগ, মনোনয়ন তুলতে তাদের প্রার্থীদের চাপ দেওয়া হচ্ছিল। বাধা দেওয়ায় হামলা চালায় তৃণমূল। সিটুর রাজ্য কমিটির সদস্য তিলক ঘোষ বলেন, “প্রার্থীদের ভয় দেখাচ্ছে। রাতে বোমাবাজি করে তৃণমূল।’’


অন্যদিকে, পূর্ব বর্ধমানের কাটোয়ার গিধগ্রাম গ্রাম পঞ্চায়েতে এবার সিপিএম প্রার্থী হয়েছেন সাইফুল শেখ। অভিযোগ, মনোনয়ন তুলতে চাপ দিতে রবিবার রাতে বাড়িতে চড়াও হয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। সিপিএম প্রার্থীকে না পেয়ে তাঁর দাদাকে মারধর করে মাথা ফাটিয়ে দেওয়া হয়। এরপরের ঘটনা আরও ভয়াবহ! অভিযোগ, রক্তাক্ত অবস্থায় পুলিশ ফাঁড়িতে ছুটে গেলেও কোনও সাহায্য মেলেনি। এই অবস্থায় আতঙ্কে গ্রাম ছেড়েছেন গিধগ্রাম পঞ্চায়েতের ৫ জন সিপিএম প্রার্থী। আপাতত তাঁদের ঠাঁই হয়েছে কাটোয়ার সিপিএম পার্টি অফিসে। তাঁদের সঙ্গেই রয়েছেন কংগ্রেসের দুই প্রার্থীও।


ফের মদনের নিশানায় রাজ্যপাল: মদনের (Madan Mitra) নিশানায় রাজ্যপাল, পিস রুমকে সেফ হাউস বলে আক্রমণ। 'আমার কাছে এলে ছুঁতে পারবে না, তাই পিস হাউস নয়, সেফ হাউস।' রাজভবনেও পাহারা দেওয়ার হুঁশিয়ারি দিয়ে আরও বেপরোয়া মদন মিত্র। রাজভবনে কারা কারা যাচ্ছেন, বাইরে থেকে ক্যামেরাবন্দি করার দাওয়াই মদন মিত্রর। এদিন কামারহাটির তৃণমূল বিধায়ক বলেন, 'সওকত, আরাবুল, উদয়ন গুহেরও জীবন বিপন্ন, সেফ হাফসে নেবেন? ওটা পিস হাউস না সেফ হাউস। এবার রাজ্যপাল দায়িত্ব নিয়েছেন, পঞ্চায়েত ভোটের দিন কোথায় কোথায় কী পাঠাতে হবে। লজ্জা করছে না?  সেফ হাউসে আমাকে নিন। আমার তো সবচেয়ে বেশি জীবনের রিস্ক আছে। নেবেন আপনি? শুভেন্দু অধিকারী যে নোটগুলো দেবেন, সেইগুলো আপনার সেফ হাউসে ঢুকবে। রাজ্যপালের গেটের উপর আমাদের লোক পাহারায় থাকবে। আমরা দাবি করছি রাজ্যপালের গেটের সিসিটিভি বাইরে থেকে মারা হোক। কারা কারা সেফ হাউসের নামে আর্মস হাউস বানাতে চাইছে।'