রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ:  রাজ্যপালের সফরের মাঝেই ফের প্রাণহানি মুর্শিদাবাদে। ভোট পূর্বপর্তী হিংসার বলি আরও ১ । এই নিয়ে ভোট হিংসায় ৩০ দিনে ১৮ জনের মৃত্যু হল । মুর্শিদাবাদের রানিনগরের রায়পুর গ্রামে কংগ্রেস কর্মীকে খুন করার অভিযোগ উঠল। নিহত কংগ্রেস কর্মীর নাম অরবিন্দ মণ্ডল। পিটিয়ে খুনের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে।  


অভিযোগ, শুক্রবার সকালে কংগ্রেস কর্মীর বাড়িতে হামলা চালায় তৃণমূলের দুষ্কৃতীরা। বেধড়ক মারধরও করা হয় বলে অভিযোগ। আহত অবস্থায় ওই কংগ্রেস কর্মীকে ইসলামপুর ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। মৃত কংগ্রেস কর্মী হেরামপুর পঞ্চায়েতের এক কংগ্রেস প্রার্থীর আত্মীয়। হামলার যোগ অস্বীকার করেছে তৃণমূল। 

আজ মুর্শিদাবাদে আছেন রাজ্যপাল



এদিকে দক্ষিণ ২৪ পরগনা, কোচবিহা রের পর এবার মুর্শিদাবাদে গিয়ে পৌঁছেছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। শুক্রবার সকালে কলকাতা স্টেশন থেকে হাজারদুয়ারি এক্সপ্রেসে চেপে মুর্শিদাবাদের উদ্দেশে রওনা দেন রাজ্যপাল। সকাল ১০.১৮ নাগাদ বহরমপুর কোর্ট স্টেশনে নামেন তিনি। বহরমপুর, খড়গ্রাম, বেলডাঙা, ডোমকল যাওয়ার কথা রয়েছে রাজ্যপালের। এরই মধ্যেই এই ঘটনা ।  

 সফরের আগে ফের বোমা উদ্ধার


অন্যদিকে বৃহস্পতিবারই রাজ্যপালের মুর্শিদাবাদ সফরের আগে ফের বোমা উদ্ধার হয়েছে মুর্শিদাবাদে।  লালগোলার আইয়ারমারি গ্রাম পঞ্চায়েত এলাকায় এক কন্টেনার বোমা উদ্ধার হয়। ঘটনাস্থল ঘিরে ফেলে পুলিশ। খবর দেওয়া হয় বম্ব ডিসপোজাল স্কোয়াডকে। সম্প্রতিই মুর্শিদাবাদের বেলডাঙায় বোমা বাঁধতে গিয়ে মৃত্যু হয় এক দুষ্কৃতীর। 

তৃণমূল কর্মীদের লক্ষ্য করে বোমাবাজি


বৃহস্পতিবার রাতে গড়াইমারিতে তৃণমূল কর্মীদের লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ  ওঠে সিপিএম-কংগ্রেস আশ্রিত দুষকৃতীদের বিরুদ্ধে। এমনকী ধারাল অস্ত্রের কোপও মারা হয় বলে অভিযোগ উঠেছে। ঘটনায় গুরুতর আহত হয়েছেন গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রার্থী। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে সিপিএম-কংগ্রেস।  

প্রসঙ্গত, এই রানিনগরেই মনোনয়ন পর্বে  ১ নম্বর ব্লক অফিসে মনোনয়ন জমার শেষ মুহুর্তে সিপিএম প্রার্থীদের বাধা দেওয়ার অভিযোগ ওঠে ব্লক তৃণমূল সভাপতি ও অনুগামীদের বিরুদ্ধে। সিপিএমের অভিযোগ ছিল, তাদের উপর সশস্ত্রভাবে হামলার চালায় তৃণমূল! ভাঙচুর, মারপিঠ যায়নি কিছুই। পাল্টা প্রতিরোধে দু'পক্ষের মধ্য়ে সংঘর্ষের বাঁধে। পঞ্চায়েতের দিন ঘোষণার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই এই হাল হয়েছিল রানিনগরে। আর পঞ্চায়েত ভোটের আগের দিনও পঞ্চায়েতে ঝরল বিরোধী দলের কর্মীর প্রাণ।