বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর : পঞ্চায়েত ভোটের ( Panchayat Poll ) আগে বোমার ( Bomb ) স্তূপে জেলা থেকে জেলা। রোজই কোথাও না কোথাও থেকে বোমা উদ্ধার হয়েছে। এরই মধ্যে বোমা বাঁধতে গিয়ে মৃত্যুর অভিযোগও উঠেছে। এবার বোমা উদ্ধার হল শুভেন্দু অধিকারীর ( Suvendu Adhikari ) বিধানসভা কেন্দ্র থেকে।
নন্দীগ্রামে বোমা উদ্ধার
স্থানীয়দের অভিযোগ, নন্দীগ্রামের বাহাদুরপুরে রাতের অন্ধকারে বাইকে করে বোমা পাচার করা হচ্ছিল। তাড়া করে ২ জনকে ধরে ফেললেও একজন পালিয়ে যায়। তাদের কাছ থেকে বেশ কয়েকটি তাজা বোমা উদ্ধার হয়। পরে নন্দীগ্রাম থানার পুলিশ ওই ২ জনকে আটক করে।
ক্যানিং লাইনে রেললাইনের ধার থেকে উদ্ধার বোমা
শুধু নন্দীগ্রাম নয়, শিয়ালদা দক্ষিণ শাখার ক্যানিং লাইনে তালদি স্টেশনের কাছে রেললাইনের ধার থেকে উদ্ধার হয় বোমা ভর্তি ব্যাগ। সকালে স্থানীয় বাসিন্দারা ডাউন লাইনের পাশে একটি নাইলনের ব্যাগের মধ্যে বোমা দেখতে পান। খবর পেয়ে এলাকা ঘিরে ফেলে রেল পুলিশ ও ক্যানিং থানার পুলিশ। বোমা নিষ্ক্রিয় করার জন্য খবর দেওয়া হয় বম্ব ডিসপোজাল স্কোয়াডকে।
অন্যদিকে বাসন্তীর কাঁঠালবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের উত্তর ভাঙনখালিতে বোমাবাজির পাশাপাশি তাজা বোমা উদ্ধার হয়।
বোমার স্তূপে মুর্শিদাবাদ
মঙ্গলবারও বিভিন্ন জেলা থেকে উদ্ধার হয়েছিল বোমা। মুর্শিদাবাদের তিনটি জায়গায় বোমা উদ্ধার হয় মঙ্গলবার। বেলডাঙার কাজি শা এলাকায় মাঠের মধ্যে থেকে উদ্ধার হয় ৩ ড্রাম ভর্তি তাজা বোমা। এলাকা ঘিরে রেখেছিল পুলিশ। খবর দেওয়া হয় বম্ব ডিসপোজাল স্কোয়াডে। কে বা কারা বোমা মজুত করেছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।
ওই একই জেলায় ভোটের চার দিন আগে সাতসকালে হরিহরপাড়াতেও বোমা উদ্ধার হয়। কলাবাগান পাড়া এলাকায় পাটের জমির পাশে ঝোপের মধ্যে রাখা ছিল এক ব্যাগ ভর্তি বোতল বোমা। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে বোমার হদিশ পায়। বোমা নিষ্ক্রিয় করতে খবর দেওয়া হয় বম্ব ডিসপোজাল স্কোয়াডে।
অন্যদিকে খড়গ্রামেও উদ্ধার হয় বোমা। সাদল অঞ্চলের শঙ্খপুর গ্রামে মাঠের ধারে বালতির মধ্যে বোমাগুলি রাখা ছিল। কে বা কারা বোমা রেখে গেল, খতিয়ে দেখছে খড়গ্রাম থানার পুলিশ।
ভোরেই গলফ গ্রিনের ফ্ল্যাট থেকে বেরিয়ে গিয়েছেন সায়নী ! নথি নিয়ে যাবেন কি আজ ED-দফতরে ?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial