শুভেন্দু  ভট্টাচার্য, কোচবিহার : পঞ্চায়েত ভোটের ( Panchayat Poll ) দিন জেলায় জেলায় লুঠ, সন্ত্রাস, বোমাবাজি, প্রাণহানির ছবি দেখেছে রাজ্যবাসী। আজ কোচবিহারের ৫৩টি বুথে পুননির্বাচন।তার মধ্যে রয়েছে দিনহাটা, তুফানগঞ্জ, মাথাভাঙা, সিতাইয়ের একাধিক বুথ। পুনর্বার ভোটগ্রহণের আগে ফের উত্তপ্ত হয়ে উঠল দিনহাটা।                 

  


'কংগ্রেস প্রার্থীর বাড়ি লক্ষ‍্য করে বোমাবাজি'


পুনর্নির্বাচনের আগের রাতে, দিনহাটায় কংগ্রেস প্রার্থীর বাড়ি লক্ষ্য় করে বোমাবাজির অভিযোগ উঠল। ৩ রাউন্ড গুলি চালানোর অভিযোগ তুললেন কংগ্রেস প্রার্থী। এছাড়া টাকা ও গয়না লুঠের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। আতঙ্কে কেঁদে ফেললেন গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস প্রার্থী নূর নাহার বিবি। গত শনিবার ভোটের দিন, এখানেই গুলিবিদ্ধ হন এক কংগ্রেস সমর্থক। দিনহাটার ১ নম্বর ব্লকের এই বুথে সোমবার পুনর্নির্বাচন আছে।   

ব্যালট পেপার নিয়ে বিক্ষোভ 

রবিবারই  দিনহাটায় ভোট লুঠের প্রতিবাদে ডিসিআরসি-র সামনে ব্যালট পেপার নিয়ে বিক্ষোভে সামিল বাম-কংগ্রেস জোটের প্রার্থী। গ্রামবাসীদের নিয়ে দিনহাটা ১ নম্বর ব্লকের ডিসিআরসি-র সামনে ব্য়ালট পেপার নিয়ে বিক্ষোভ দেখান ওকরাবাড়ি গ্রাম পঞ্চায়েতের শিবেশ্বরের বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী মনিরুল আলি।তাঁর অভিযোগ, গতকাল দিনভর বুথে বুথে সন্ত্রাস চালিয়েছে তৃণমূল। ভোট লুঠ হয়েছে। পুনর্নির্বাচনের দাবিতে এদিন ডিসিআরসি-র সামনে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। 


সোমবার ভোটকর্মীরাই এলেন না সকাল সকাল !


সোমবার সকাল সকালই দেখা যায় কেন্দ্রীয় বাহিনী । ভোটাররাও পৌঁছে যান ভোট দিতে। কিন্তু অভিযোগ ভোট শুরুর সময় হয়ে গেলেও, এসে পৌঁছলেন না ভোটকর্মীরা। কোচবিহার ১ নম্বর ব্লকের ভোটেরহাটের ফলিমারি গ্রাম পঞ্চায়েতে ৩৮ নম্বর ভোটকেন্দ্র। শনিবার, নির্বাচনের দিন, ভোট সন্ত্রাসে  নিহত হন বিজেপির পোলিং এজেন্ট। তার জেরেই সোমবার ফের ভোট এই কেন্দ্রে। কিন্তু ৭টা বেজে গেলেও দেখা যায়নি ভোটকর্মীদের। 

ভোটের দিন গোটা বাংলায় দিকে দিকে ভোট সন্ত্রাসের মাঝে, অশান্তি-খুনের ঘটনায় দিনভর শিরোনামে উঠে আসে  কোচবিহার। পঞ্চায়েতের ভোটে হিংসার হটস্পটে পরিণত হয়েছিল কোচবিহার! ভোটের আগের রাত থেকে পর পর গুলি চালানোর ঘটনা ঘটে। ভোটের দিন কোচবিহারে কী ঘটেনি ? মৃত্যু, মুড়ি-মুড়কির মতো বোমা, গুলি, ছাপ্পা, সংঘর্ষ , ব্যালট লুঠ , হুমকি ! সেই সিলসিলা সোমেও শেষ হল না। পুনর্বার ভোটের আগে ফর উত্তপ্ত কোচবিহার। 

আরও পড়ুন :


ব্যালট বাক্স পাল্টানোর 'চেষ্টা'র অভিযোগ বিডিও-র বিরুদ্ধেই !