নন্দীগ্রাম: নন্দীগ্রামে পুলিশের পা জড়িয়ে কেন্দ্রীয় বাহিনী (Central Force) আনার দাবি ভোটারদের। সকাল ৭টায় ভোট শুরু হলেও, এই বুথে শুরু হয়নি ভোটগ্রহণ (Panchayat Poll 2023)। নিরাপত্তার দাবিতে পুলিশকে ঘিরে বিক্ষোভ।
কেন্দ্রীয় বাহিনীর দাবিতে সরব ভোটাররা: শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিধানসভা কেন্দ্রে নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের তারাচাঁদবাড় গ্রামে ৬৭ এবং ৬৮ নম্বর বুথে কেন্দ্রীয় বাহিনী না থাকায় ভোট শুরু হতে দিতে নারাজ ভোটাররা। বুথের ৫০ মিটার দূরে দাঁড়িয়ে সিভিক ভলান্টিয়ার। আতঙ্কিত পুলিশ কর্মীরা বুথ থেকে কিছুটা দূরে একটি ঘরে আশ্রয় নিয়েছেন। কেন্দ্রীয় বাহিনীর দাবিতে পুলিশের পায়ে পড়লেন ভোটাররা। নিরাপত্তার দাবিতে পুলিশকে ঘিরে বিক্ষোভও দেখান গ্রামবাসীদের একাংশ।
আজ পঞ্চায়েত ভোট। ত্রিস্তরীয় পঞ্চায়েতের মোট ৬০ হাজার ৫৯৩টি বুথে ভোটগ্রহণ হচ্ছে। সকাল ৭টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। ভোট ঘোষণা হওয়ার পর্ব থেকেই দিকে দিকে অশান্তির ছবি সামনে এসেছে। ভোটের দিন সকালেও বদল হল না সেই চিত্রর। উত্তর থেকে দক্ষিণ জেলায় জেলায় অশান্তির ছবি। সব মিলিয়ে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২৪ জনের। আর এই পরিস্থিতিতে নিরাপত্তার দাবিতে সরব হয়েছেন ভোটাররা। নন্দীগ্রামে বুথে কেন্দ্রীয় বাহিনী না থাকায় পুলিশের পা জড়িয়ে রাস্তায় বসে পড়েন স্থানীয়রা। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, পূর্ব মেদিনীপুরে ৫৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু তারপরেও বুথে কেন্দ্রীয় বাহিনী নেই বলে অভিযোগ স্থানীয়দের।
এদিকে ময়নার বাকচায় ২২৮ নম্বর বুথে তৃণমূল কর্মীদের ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ উঠল। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। তাঁদের দাবি, ভোট দিতে গেলে বলা হয় ভোট হয়ে গেছে। বিজেপির বিরুদ্ধে বুথ জ্যামের অভিযোগ তোলে তৃণমূল। পরে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর নেতৃত্বে গ্রামবাসী ও তৃণমূল কর্মীরা ভোটকেন্দ্রে যান। বুথের পাশে একটি বাড়িতে এলাকাবাসী জড়ো হওয়ায় পুলিশের সঙ্গে তাঁরা বচসায় জড়ান।
হলদিয়া উন্নয়নে ব্লকের দেভোগ অঞ্চলের চাউলখোলা হরিপ্রিয়া প্রাথমিক বিদ্যালয়ের বুথের গেটে তালা লাগিয়ে দিলেন বিরোধীদলের কর্মীরা। কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে ভোটগ্রহণের দাবি জানিয়েছেন তাঁরা। ঘটনাস্থলে ভবানীপুর থানার এসআই বিশ্বজিৎ ভৌমিক। আধঘণ্টা পরেও ভোটগ্রহণ শুরু হয়নি।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial