করুণাময় সিংহ, মালদা: ভোটের (Panchayat Poll 2023) ডিউটি সেরে ফেরার সময় মালদার হরিশ্চন্দ্রপুরে আক্রান্ত পুলিশকর্তা। ডিএসপি ট্রাফিক বিপুল বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে হামলা। হরিশ্চন্দ্রপুরের ইসলামপুর থেকে ফেরার পথে আক্রান্ত ডিএসপি ট্রাফিক। পাথরের আঘাতে গুরুতর আহত ডিএসপি ট্রাফিক বিপুল বন্দ্যোপাধ্যায়। কারা হামলা চালাল, খতিয়ে দেখছে পুলিশ। 


মালদার হরিশ্চন্দ্রপুরে আক্রান্ত পুলিশকর্তা: মালদার হরিশ্চন্দ্রপুরে ভোট-পরবর্তী হিংসা। আক্রান্ত ডিএসপি ট্রাফিক বিপুল বন্দ্যোপাধ্যায়। হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের ইসলামপুর থেকে ভোটের ডিউটি সেরে ফেরার পথে বস্তা এলাকায় তাঁর গাড়িতে হামলা হয়। গাড়ি লক্ষ্য করে ছোড়া হয় বড় বড় পাথর। গাড়ির কাচ ভেঙে যায়। পাথরের আঘাতে মাথায় গুরুতর আঘাত পান DSP ট্রাফিক বিপুল বন্দ্যোপাধ্যায়। তাঁকে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কারা হামলা চালাল খতিয়ে দেখছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।


মাথা ফাটল পুলিশকর্মীর: ডায়মন্ড হারবার ১ নম্বর ব্লকের নেতড়ার নস্করতলার ১৮৮, ১৮৯ নম্বর বুথে রাতে ভোট লুঠের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। দুষ্কৃতী-হামলায় মাথা ফাটে এক পুলিশ কর্মীর। গতকাল, সকালে দেখা যায় ব্যালট সিল করা রয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ রাতভর ছাপ্পা ভোট চলেছে। ভোট কেন্দ্রের দায়িত্বে থাকা পুলিশ কর্মীকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। চাপের মুখে পড়ে ছাপ্পা ভোটের কথা স্বীকার করেন ওই পুলিশ কর্মী। 


লাগাতার হানাহানি। মুহুর্মুহু পড়ল বোমা। চলল গুলি। জখম বহু। ব্যালট লুঠ, বুথ জ্যামের অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। রক্তস্নাত ২০২৩-এর পঞ্চায়েত ভোট।উত্তর থেকে দক্ষিণ, জেলায় জেলায় অশান্তির ছবি। সব মিলিয়ে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৩৫ জনের। ভোট ঘোষণা হওয়ার পর থেকেই দিকে দিকে অব্যাহত হিংসা। পঞ্চায়েত ভোটের (Panchayat Poll 2023) বাংলা যেন কার্যত কুরুক্ষেত্র। ভোট ঘোষণা থেকে ভোটের আগের রাত পর্যন্ত, অর্থাৎ ভোট পর্বের আগে এক মাসে মৃত্যু হয়েছে ২০ জনের। আর ভোটের দিনও পরপর খুনের ঘটনা ঘটে। শুধুমাত্র ভোটের দিন সকালে মৃত্যু হল ১৫ জনের। কোচবিহারে খুন বিজেপির পোলিং এজেন্ট। খড়গ্রাম-রেজিনগর-মানিকচক- চাপড়ায় খুন ৪ তৃণমূল কর্মী। আউশগ্রামে মৃত্যু সিপিএম কর্মীর। কোচবিহারে খুন বিজেপি কর্মী। দিনহাটায় গুলিবিদ্ধ হয়ে বিজেপি কর্মীর মৃত্যু। খড়গ্রাম-রেজিনগর-মানিকচক-চাপড়া, বাসন্তী, কাটোয়া- খুন ৬ তৃণমূল কর্মী। লালগোলা-আউশগ্রামে সিপিএম, নওদায় কংগ্রেস কর্মীর মৃত্যু। ভোটের পরেও মালদার বৈষ্ণবনগরে খুন তৃণমূল কর্মী। কুলতলিতে পুকুর থেকে তৃণমূল কর্মীর দেহ উদ্ধার।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: Vastu Tips : সপ্তাহের এই ২ দিন ধূপকাঠি জ্বালাবেন না, ঋণের ফাঁদে পড়তে পারেন; হতে পারে পিতৃ দোষও!