ময়ূরেশ্বর: ময়ূরেশ্বর হাইস্কুলের মহিলা পরিচালিত ১০ নম্বর বুথ। ভয়ে কাঁদছেন প্রিসাইডিং অফিসার। অসহায় ভোট কর্মীরা। তাঁদের অভিযোগ, বুথের মধ্যে তাণ্ডব চালাচ্ছে দুষ্কৃতীরা। একজন অস্ত্রধারী পুলিশ রয়েছে। নিরাপত্তার অভাব বোধ করছেন মহিলা পরিচালিত এই বুথের ভোট কর্মীরা। 


ভয়ে কাঁদছেন প্রিসাইডিং অফিসার: গতকাল রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবরের অনুযায়ী, বীরভূমে ৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকার কথা ছিল। অথচ ময়ূরেশ্বরের এই বুথে কেন্দ্রীয় বাহিনী তো দূর, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থাই নেই। এমনটাই অভিযোগ করছেন খোদ ভোট কর্মীরা। অভিযোগ বুথের মধ্যে ঢুকে রীতিমতো তাণ্ডব চালাচ্ছে দুষ্কৃতীরা। একজন অস্ত্রধারী পুলিশ রয়েছে। পরিস্থিতি এমনই হয়েছে যে ভয়ে কেঁদেই ফেললেন প্রিসাইডিং অফিসার। মহিলা পরিচালিত বুথ, অথচ ন্যূনতম নিরাপত্তা ব্যবস্থা নেই বলে সরব হয়েছেন তাঁরা। 


 



 


রক্তস্নাত ২০২৩-এর পঞ্চায়েত ভোট।উত্তর থেকে দক্ষিণ, জেলায় জেলায় অশান্তির ছবি। সব মিলিয়ে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২৬ জনের। ভোট ঘোষণা হওয়ার পর থেকেই দিকে দিকে অব্যাহত হিংসা। পঞ্চায়েত ভোটের (Panchayat Poll 2023) বাংলা যেন কার্যত কুরুক্ষেত্র। গতকাল রাত পর্যন্ত, অর্থাৎ ভোট পর্বের আগে এক মাসে মৃত্যু হয়েছে ২০ জনের। আর শুধুমাত্র ভোটের দিন সকালে মৃত্যু হল ৬ জনের। ভোটের দিনও পরপর খুন। কোচবিহারে খুন বিজেপির পোলিং এজেন্ট। খড়গ্রাম-রেজিনগর-মানিকচক- চাপড়ায় খুন ৪ তৃণমূল কর্মী। আউশগ্রামে মৃত্যু সিপিএম কর্মীর। ময়ূরেশ্বরের পর দিনহাটাতেও একই ছবি দেখা যায়। সেখানেও অসহায় প্রিসাইডিং অফিসার।     


অন্যদিকে, ময়ূরেশ্বর ব্লকের ময়ূরেশ্বর গ্রাম পঞ্চায়েতের ৫৬ ও ৫৭ নম্বর বুথে ব্যালট বক্স ছিনতাই করে ব্যালট পেপার পুড়িয়ে দেওয়ার অভিযোগ। ব্যালট বক্স ফেলা হল পুকুরে। পোড়ানো হল মোটরবাইক। বিজেপি ও তৃণমূল দু’দলই একে অন্যের ঘাড়ে গন্ডগোলের দায় চাপিয়েছে।  রামপুরহাট সন্তোষপুর হাইস্কুলে অবাধে ভোট লুঠ তৃণমূলের। আতঙ্কে অসুস্থ হয়ে পড়েন প্রিসাইডিং অফিসার। এবিপি আনন্দর ক্যামেরায় ধরা পড়ে, ৮-১০ জন মিলে ব্যালট পেপারে ছাপ্পা মারছে। অসহায়ভাবে দাঁড়িয়ে দেখছেন প্রিসাইডিং অফিসার। ভোটকেন্দ্রে নেই কোনও কেন্দ্রীয় বাহিনী। নিধিরাম সর্দার অস্ত্রধারী একজন পুলিশ কর্মী।  



আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


 



আরও পড়ুন: Dental Health Alzheimer's disease: দাঁতের স্বাস্থ্য অবহেলা করছেন ? জানেন বাড়াচ্ছেন অ্য়ালঝাইমারের ঝুঁকি?