কলকাতা: কোথাও ছাপ্পা রুখতে দল বেঁধে তাড়া, কোথাও দুষ্কৃতীদের বেঁধে মারধর আবার কোথাও দুষ্কৃতীদের ধাওয়া করে বাইকে আগুন ধরাল গ্রামবাসীরা। হুগলি থেকে শুরু করে উত্তর ২৪ পরগনা, নদিয়া, পশ্চিম বর্ধমান, পঞ্চায়েত ভোটের (Panchayat Poll 2023) দিন জেলায় জেলায় দেখা গেল প্রতিরোধের ছবি। রুখে দাঁড়াতে গিয়ে কোথাও কোথাও ঝরল রক্ত!
ভোট লুঠের মাঝেই অন্য ছবি: গণতন্ত্রের উৎসবে জেলায় জেলায় ভোট লুঠ, রক্তারক্তি,প্রাণহানি,অশান্তির আবহেই, দেখা গেল পাল্টা প্রতিরোধের ছবি। কোথাও ছাপ্পা রুখতে দুষ্কৃতীদের ধরে চলল ব্যাপক মারধর, কোথাও পোস্টে বেঁধে রেখে মার, কোথাও পুড়ল একের পর এক মোটরবাইক, উত্তর ২৪ পরগনার হাসনাবাদে,এক যুবককে পোস্টে বেঁধে বেধড়ক মারধর করেন গ্রামবাসীরা। তাঁদের দাবি, হলদা গ্রামের ১৪৬ নম্বর বুথে ছাপ্পা দিতে এসে হাতেনাতে ধরা পড়েন ওই যুবক। পরে পুলিশ এসে ওই যুবককে উদ্ধার করে।
হুগলির পাণ্ডুয়ায় বুথ দখলের অভিযোগ ঘিরে ধুন্ধুমার বাধল। গ্রামবাসীদের অভিযোগ, গোয়ারা ক্ষিতীন্দ্রনাথ প্রাথমিক বিদ্যালয়েআচমকা ঢুকে পড়ে একদল দুষ্কৃতী। ছাপ্পার চেষ্টা করতেই রুখে দাঁড়ান তাঁরা। দুএকজনকে পাকড়াও করে চলে বেধড়ক মারধর। আগুন লাগিয়ে দেওয়া হয় বাইকে। ঘটনায় একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলেছে তৃণমূল-বিজেপি। চলে গণপ্রহার!
গ্রামবাসীদের অভিযোগ, হাতিশালা এক নম্বর গ্রামপঞ্চায়েতে বুথ দখল করতে চড়াও হয় তৃণমূলের বাইক বাহিনী। স্থানীয়রা তাঁদের ঘিরে ধরতেই বাইক ফেলে চম্পট দেয় দুষ্কৃতীরা। কয়েকজন ধরা পড়লে তাঁদের বেঁধে রেখে বাঁশ, লাঠি দিয়ে প্রবল মারধর করা হয়। নদিয়ার চাকদায় আবার ছাপ্পা রুখতে ব্যালট বাক্সই তুলে এনে ভেঙে ফেলেন গ্রামবাসীরা। রাওতারি গ্রাম পঞ্চায়েতের ২১৯ নম্বর বুথে তৃণমূল কর্মী-সমর্থকরা ঢুকে ছাপ্পা দিচ্ছিলেন বলে অভিযোগ তোলেন তাঁরা। যদিও তা অস্বীকার করেছে শাসকদল।
পশ্চিম বর্ধমানের কাঁকসায়বহিরাগতদের তাড়া করে একাধিক মোটরবাইক পোড়ালেন গ্রামবাসীরা। বাবনাবেড়া অঞ্চলের ৪৭১ নম্বর বুথে ঢুকে ব্যাপক তাণ্ডব চালায় কয়েকজন দুষ্কৃতী। ভেঙে ফেলা হয় ব্যালট বাক্স।গ্রামবাসীদের অভিযোগ, বুথের বাইরে পুলিশ থাকলেও কোনও ব্যবস্থাই নেওয়া হয়নি। স্থানীয়রাই দুষ্কৃতীদের ধাওয়া করেন। বাইক ফেলে চম্পট দেয় তারা। এই ঘটনায় তৃণমূল ও সিপিএম একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলেছে।
পশ্চিম বর্ধমানের রানিগঞ্জেও বুথ দখল ঘিরে তুলকালাম কাণ্ড। বুথে ভিতরে চলে ইটবৃষ্টি, ভাঙচুর প্রতিরোধ করতে গিয়ে মাথা ফাটে সিপিএমের পোলিং এজেন্টের। যদিও ভোট লুঠের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। মারের পাল্টা মার।আক্রমণের পাল্টা প্রতি আক্রমণ।সব মিলিয়ে ভোটপর্ব জুড়ে অব্যাহত রইল অশান্তি। পাল্টা প্রতিরোধেও ঝরল রক্ত।
আরও পড়ুন: Vastu Tips : সপ্তাহের এই ২ দিন ধূপকাঠি জ্বালাবেন না, ঋণের ফাঁদে পড়তে পারেন; হতে পারে পিতৃ দোষও!