দক্ষিণ দিনাজপুর : পঞ্চায়েত নির্বাচনে টিকিট পাওয়া নিয়ে দিক দিক থেকে আসছে অশান্তির খবর। এবার ঘটনাস্থল দক্ষিণ দিনাজপুর। এখানে বিবাদের ভিডিও রীতিমতো ভাইরাল। মাটিতে বসে পড়ছেন এক তৃণমূল নেতা। তিনি আবার দলীয় বিধায়কের স্বামী। আর তার সামনে বসে জামার কলার চেপে ধরেছেন তার দলেরই আরেক মহিলা কর্মী। চারিদিকে মানুষের ভিড়। কেউ সঙ্গে চিৎকার করছেন, কেউ আবার এই দৃশ্য বন্দি করে রাখছেন মোবাইল ক্যামেরায়। 


কুশমণ্ডিতে তৃণমূলের টিকিট-বিবাদ প্রকাশ্যে। বিধায়ক রেখা রায়ের স্বামী ও তৃণমূল নেতা নকুল রায়কে কলার ধরে শাসালেন মহিলা তৃণমূল কর্মী। তৃণমূল নেতার জামাও ছিঁড়ে দেওয়া হয়। ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়।


টিকিট না পেয়েও এবার মনোনয়ন জমা দিয়েছেন তৃণমূল কর্মী নার্গিস বেগম। তাঁর অভিযোগ, টাকা নিয়ে অযোগ্যদের টিকিট দিয়েছেন কুশমণ্ডির বিধায়ক। মঙ্গলবার কয়েকজনকে নিয়ে বিধায়কের স্বামীর ওপর চড়াও হন মহিলা তৃণমূল কর্মী। যদিও তাঁর দাবি, বিধায়কের স্বামীই প্রথমে ধাক্কা দেন ও কটূক্তি করেন। পরে কুশমণ্ডি থানার পুলিশের সাহায্যে কোনওক্রমে রক্ষা পান তৃণমূল বিধায়কের স্বামী। বিষয়টি খতিয়ে দেখা হবে জানিয়েছে তৃণমূল নেতৃত্ব।  


মালদায় টিকিট-বিবাদ, তৃণমূল ত্যাগ

অন্যদিকে, টিকিট দেওয়া নিয়ে দুর্নীতির অভিযোগ তুলি দলই ছেড়ে দিলেন তৃণমূলের দুই শত কর্মী। মনোনয়ন পর্ব শেষে হলেও মালদায় তৃণমূলে রক্তক্ষরণ অব্যাহত। তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন জেলা পরিষদের সদস্যা মমতাজ বেগম, তাঁর স্বামী তৃণমূল নেতা আমিনুল হক, হরিশ্চন্দ্রপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আদিত্য মিশ্র-সহ প্রায় ২০০ জন নেতা, কর্মী। ' টাকার বিনিময়ে টিকিট বিক্রি করেছে তৃণমূল। দুর্নীতিতে ভরে গিয়েছে দল, তাই কংগ্রেসে যোগদান', দাবি তৃণমূলত্যাগী নেতা, কর্মীদের।


'দল থেকে সমস্ত সুযোগ-সুবিধা নিয়েও টিকিট না পেয়ে অন্য দলে গিয়েছেন, এতে আমাদের কোনও ক্ষতি হবে না', প্রতিক্রিয়া জেলা তৃণমূলের সভাপতি আবদুর রহিম বক্সীর।   

টিকিট বিবাদের ছবি মুর্শিদাবাদেও 


পঞ্চায়েতের টিকিট নিয়ে দলের বিরুদ্ধে তোপ দাগার পরের দিনই মিছিল করে পথে নামলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। দল যাদের প্রতীক দেয়নি, সেই সব আসনে নির্দল প্রার্থীদের জেতানোর ডাক দিয়েছেন তৃণমূল বিধায়ক। টিকিট বিলি নিয়ে গতকালই দলের শাওনি সিংহ রায়-সহ জেলা ও রাজ্য নেতৃত্বকে নিশানা করেন হুমায়ুন। 


বুধবার সকালে ভরতপুর বিধানসভা এলাকার সালারে দলীয় ব্লক সভাপতি মোস্তাফিজুর রহমান সুমনকে বাদ দিয়ে প্রাক্তন ব্লক সভাপতি ও জেলা পরিষদের নির্দল প্রার্থী মহম্মদ আজহারউদ্দিন ওরফে সিজারকে নিয়ে মিছিল করলেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। দলের নির্দেশকে উপেক্ষা করে খোলাখুলি নির্দলদের সমর্থন করার কথা ঘোষণাও করেছেন হুমায়ুন।