Panchayat Poll 2023: রাজ্যে কবে আসবে বাকি কেন্দ্রীয় বাহিনী? অব্যাহত ধোঁয়াশা

Panchayat Election 2023: কবে রাজ্যে আসবে বাকি কেন্দ্রীয় বাহিনী? এই নিয়ে কমিশন ও কেন্দ্রের মধ্যেই টানাপোড়েন অব্যাহত।

Continues below advertisement

রুমা পাল, কলকাতা: রাজ্যে কবে আসবে বাকি কেন্দ্রীয় বাহিনী? এখনও কেন্দ্রীয় বাহিনী নিয়ে অব্যাহত ধোঁয়াশা। '৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নিয়ে এখনও কেন্দ্রের উত্তর মেলেনি'। উত্তরের অপেক্ষায় রয়েছে কমিশন, জানালেন রাজীব সিন্হা। 

Continues below advertisement

বাকি বাহিনী কবে? কবে রাজ্যে আসবে বাকি কেন্দ্রীয় বাহিনী? এই নিয়ে কমিশন ও কেন্দ্রের মধ্যেই টানাপোড়েন অব্যাহত। রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিন্হার দাবি, ৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নিয়ে এখনও কেন্দ্রের উত্তর মেলেনি। উত্তরের অপেক্ষায় রয়েছে কমিশন। বাহিনী চেয়ে রাজ্যকে চিঠি দেওয়া হবে কি না সেবিষয়ে এখনও কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ও রাজ্য নির্বাচন কমিশনের চিঠি-পাল্টা চিঠির আবহে ৩১৫ কোম্পানি বাহিনী মোতায়েন নিয়ে  ইতিমধ্যেই জট কেটেছে। রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি লিখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানায় আরও ৩১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী তারা পাঠাচ্ছে। কোথায় কোন বাহিনীর কত জওয়ান থাকবেন, বুধবার তা রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে জানিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

রাজ্য়ে, ত্রিস্তরীয় পঞ্চায়েতের প্রায় ৭৪ হাজার আসনে ৬১ হাজার ৬৩৬টি বুথে ৮ জুলাই নির্বাচন হবে। ২২ জেলাতেই CRPF, BSF, CISF মিলিয়ে মিশিয়ে মোতায়েন করা হবে। সেই অনুযায়ী, স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়েছে, ১১ জেলায় CRPF, ৬ জেলায় CISF ও ৯টি জেলায় BSF-কে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভোট মানেই সন্ত্রাসের মুক্তাঞ্চল বীরভূমের নানুর থেকে লাভপুর। সূত্রের খবর, এবারও সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে বীরভূম, বাঁকুড়ায়। এর মধ্যে, বাঁকুড়ায় ২৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর মধ্যে ১০ কোম্পানি CRPF, ৪ কোম্পানি CISF, ১০ কোম্পানি স্টেট আর্মড ফার্স পাঠানো হচ্ছে।  বীরভূম জেলায় ১৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর মধ্যে ৭ কোম্পানি CRPF, ১১ কোম্পানি ITBP, ১ কোম্পানি RPF। কোচবিহারে ১৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর মধ্য়ে ১০ কোম্পানি BSFও ৪ কোম্পানি RPF মোতায়েন করা হবে।

পঞ্চায়েত ভোটের দিন ঘোষণার পর থেকে, রাজ্য়জুড়ে লাগামছাড়া সন্ত্রাসে ১৯ দিনে প্রাণ গেছে ১১ জনের।  এই পরিস্থিতিতে, কেন্দ্রীয় বাহিনী নিয়ে জটিলতা যত বাড়ছে ততই ভোটের দফা বাড়ানোর দাবিতে সরব হচ্ছে বিরোধীরা। যদিও, বুধবারও রাজীব সিন্হা জানিয়ে দিয়েছিলেন, দফা বাড়ানো নিয়ে কোনও আলোচনা হয়নি। কেন্দ্রের তরফে আরও ৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানো হলে, কোথায় কত পাঠানো হচ্ছে, সেই অনুপাতও পাল্টে যাবে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: Air Conditioner: বর্ষাতে ভ্যাপসা গুমোট গরম কাটাতে চালাচ্ছেন এসি, মেশিনের খেয়াল রাখতে কী কী করবেন?

Continues below advertisement
Sponsored Links by Taboola