সমীরণ পাল, সুদীপ্ত আচার্য, কলকাতা : মনোনয়ন অশান্তি, মনোনয়ন প্রত্যাহারের চাপ, তারপর ভোট-অশান্তি, আর এখন ভোট পরবর্তী অশান্তি। পঞ্চায়েত ভোট নিয়ে রাজ্যে আগাগোড়া অশান্তই। ভোট মেটার পর থেকেই বিভিন্ন জেলা থেকে আসছে ভোট পরবর্তী অশান্তির খবর। ভোটগণনার দ্বিতীয় দিনেও মৃত্যু ঘটেছে বিভিন্ন জেলায়। নির্বাচনের ফল পুরোপুরি প্রকাশিত হয়ে যাওয়ার পরও শান্ত হচ্ছে না রাজ্য।
বোমাবাজির অভিযোগ উঠল তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে
ভোটের ফল ঘোষণা হতেই উত্তর ২৪ পরগনার দেগঙ্গায় হাদিপুর ঝিকরা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের পরাজিত আইএসএফ প্রার্থীর বাড়ি, দোকান ভাঙচুর, বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠল তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে। ৪ আইএসএফ কর্মীকে মারধরও করা হয় বলে অভিযোগ। পরাজিত আইএসএফ প্রার্থী মুসাফার মণ্ডলের অভিযোগ, তৃণমূলের নির্বাচিত পঞ্চায়েত সদস্য কামরুজ্জামান মণ্ডলের নেতৃত্বেই হামলা চলে। অভিযুক্ত তৃণমূল সদস্যের পাল্টা দাবি, হেরে গিয়ে মিথ্যা অভিযোগ করছেন আইএসএফ প্রার্থী।
বিজেপি নেতার খুনের প্রত্যক্ষদর্শীকে খুনের চেষ্টার অভিযোগ
আবার ওই জেলাতেই একুশের ভোট-পরবর্তী হিংসায় বিজেপি নেতার খুনের প্রত্যক্ষদর্শী ও মামলার অন্যতম প্রধান সাক্ষীকে খুনের চেষ্টার অভিযোগ উঠল অভিযুক্ত তৃণমূল কর্মীর বিরুদ্ধে। বাঁচাতে গিয়ে আক্রান্ত আরও এক বিজেপি কর্মী। ২০২১-এর বিধানসভা ভোট-পরবর্তী হিংসায় বারাসাতের নবপল্লিতে খুন হন বিজেপি নেতা মহম্মদ আলি। অভিযোগ, সেই মামলার অন্যতম প্রধান সাক্ষী বিজেপি কর্মী খালেদ আলিকে গতকাল রাস্তায় আটকে এলোপাথাড়ি কোপাতে শুরু করেন জামিনে মুক্ত তৃণমূল কর্মী রাকিবুল ইসলাম। তাঁর সঙ্গীকেও কোপানো হয়। গুরুতর জখম দুই বিজেপি কর্মী হাসপাতালে ভর্তি। পরিবারের দাবি, এর আগে বিধানসভা ভোটের পরেও খুনের মামলার সাক্ষী বিজেপি কর্মীর ওপর প্রাণঘাতী হামলা চালায় তৃণমূলের দুষকৃতীরা। ফের একই ঘটনা ঘটায় আতঙ্কিত পরিবার। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
' পরাজিত বিজেপি প্রার্থীর বাড়িতে হামলা '
হুগলির জাঙ্গিপাড়ায় ২ নম্বর রাজবলহাট গ্রাম পঞ্চায়েতের পরাজিত বিজেপি প্রার্থী সৌরেন পালের বাড়িতে হামলা, বাধা দিতে যাওয়ায় প্রতিবেশীকে বাঁশ দিয়ে পেটানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, মঙ্গলবার পঞ্চায়েত ভোটের ফল ঘোষণার পর থেকেই পরাজিত বিজেপি প্রার্থীকে হুমকি দেওয়া হচ্ছিল। গতকাল রাতে প্রার্থীর বাড়িতে চড়াও হয় তৃণমূলের দুষকৃতীরা। বিজেপি প্রার্থীকে মারধরে বাধা দেওয়ায় প্রৌঢ় প্রতিবেশীর মাথায় বাঁশ দিয়ে বাড়ি মারা হয় বলে অভিযোগ। গুরুতর জখম ওই ব্যক্তি এনআরএস হাসপাতালে চিকিৎসাধীন। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।