মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: নিয়োগের দাবি ঘিরে বিক্ষোভে ধুন্ধুমার। বিজেপির বিক্ষোভে তুলকালাম হল গ্রাফাইট কারখানা। জোর করে গেটে ঢোকার চেষ্টা, তা নিয়ে পুলিশের সাথে ধাক্কাধাক্কি নিয়ে উত্তপ্ত দুর্গাপুর। তৃণমূলের বিরুদ্ধে একতরফা নিয়োগের অভিযোগ বিজেপির। পদ্মশিবিরের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
স্থানীয়দের বঞ্চিত করে বহিরাগতদের কাজ দিচ্ছে এমন অভিযোগ বিজেপির। তা নিয়েই দুর্গাপুরের সগড়ভাঙার বেসরকারি কারখানার সামনে তুমুল বিক্ষোভ দেখাল বিজেপি। বিক্ষোভকারীরা গেট ঠেলে কারখানার গেটের ভিতর ঢুকতে গেলে শুরু হয় ব্যাপক উত্তেজনা। বাধা দিতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় কোকওভেন থানার পুলিশ বাহিনী। বহিরাগতদের কাজে নিয়োগের প্রতিবাদে এবং স্থানীয়দের নিয়োগের দাবিতে সোমবার বিকেলে দুর্গাপুরের সগরভাঙা সংলগ্ন বেসরকারি কলেজের সামনে থেকে নামো সগরভাঙার এই বেসরকারি কারখানা পর্যন্ত মিছিল করে বিজেপি। সেই মিছিলে নেতৃত্ব দেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই। জেলার বিজেপির সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, সাধারণ সম্পাদক অভিজিৎ দত্ত-সহ কয়েকশো বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে চলে এই বিক্ষোভ। দুর্গাপুর পশ্চিমের বিজেপির বিধায়ক লক্ষণ ঘরুই অভিযোগ তোলেন,'তৃণমূলের সাথে গোপন আঁতাত তৈরি করেছে বেসরকারি কারখানা কর্তৃপক্ষ। টাকার বিনিময়ে বহিরাগতদের কাজ দেওয়া হচ্ছে। স্থানীয় বেকার যুবক-যুবতীরা কাজের দাবি করলে তাঁদের হুমকি দেওয়া হচ্ছে।'
স্থানীয়দের আধার আর ভোটার কার্ড দেখলেই কাজ নেই বলে দেওয়া হচ্ছে বলে অভিযোগ। যতক্ষণ না পর্যন্ত স্থানীয় বেকার যুবক-যুবতীদের কাজ দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই বিক্ষোভ চলবে বলে জানানো হয়েছে। সম্প্রতি রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার দাবি করেছিলেন, 'ওই কারখানায় এখন নতুন করে নিয়োগ হচ্ছে না সেই জন্যই সমস্যা তৈরি হচ্ছে। তবে স্থানীয়রা যাতে কাজ পায় সে বিষয়েও তৎপর তৃণমূল শ্রমিক সংগঠন।'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: চার মাস বয়সেই ২৪০ কোটির মালিক, নাতিকে উপহার নারায়ণ মূর্তির