নয়াদিল্লি: আইপিএলের (IPL 2024) মহারণ শুরু হতে আর মাত্র দিন তিনেকের অপেক্ষা। ২২ মার্চ থেকেই শুরু হতে চলেছে আইপিএলের ১৭তম সংস্করণ। টুর্নামেন্টের দ্বিতীয় দিন মাঠে নামছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। এ মরশুমেই নাইট শিবিরে দুই বারের খেতাবজয়ী অধিনায়ক গৌতম গম্ভীরের প্রত্য়াবর্তন ঘটেছে। মেন্টরের ভূমিকায় দলে যোগ দিলেও গম্ভীরের আগমন নাইট অনুরাগীদের মনে নতুন আশার সঞ্চার ঘটিয়েছে। তবে মরশুম শুরুর আগে কেকেআরের উদ্বেগের কারণ অধিনায়ক শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) চোট।
শনিবার নাইট শিবিরে যোগ দিয়েছিলেন শ্রেয়স। রবিবার, সোমবার দলের হয়ে অনুশীলনও করেন। রবিবার খেলেন আন্তঃদলীয় এক ম্যাচেও। তবে সেই ম্যাচ দেখেই বাড়ে উদ্বেগ। শ্রেয়সকে ফিল্ডিং করতে দেখে সম্পূর্ণ ফিট বলে মনে হয়নি। তিনি একবার মিড অনে ফিল্ডিং করার সময় ফিল সল্টের শটে ঠিকঠাক নীচু হতে পারেননি। বেঙ্কটেশ আইয়ারের এক ক্যাচও মিস করেন শ্রেয়স। তিনি ঠিক সময়ে সেখানে পৌঁছতেই পারেননি। মুম্বইয়ের হয়ে রঞ্জি ট্রফির ফাইনালে শেষ দুইদিন মাঠে ফিল্ডিং করেননি তিনি। মুম্বই শিবিরের তরফে পিঠের পুরনো চোট তাঁকে ভোগাচ্ছে বলে জানানো হয়। তারপর অনুশীলন ম্যাচে এই ঘটনা স্বাভাবিকভাবেই সকলের উদ্বেগ বাড়ায়।
কিন্তু সুখবর। শ্রেয়স আইপিএলশুরুর আগেই ফিটনেস সার্টিফিকেট পেতে চলেছেন বলেই খবর। তবে শ্রেয়স ফিটনেস সার্টিফিকেট পেলেও, তাঁর সঙ্গে তাঁকে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির (এনসিএ) তরফে সতর্কবার্তাও দেওয়া হয়েছে বলে খবর। শ্রেয়সকে ফিল্ডিং করার সময় তাঁর পা অত্যাধিক স্ট্রেচ করতে মানা করা হয়েছে। ঘটনার সঙ্গে ওয়াকিবহল এক সূত্র জানান, 'ওঁ খেলার জন্য ফিট। ওঁর চোটের জন্য এক হাড় বিশেষজ্ঞকে দেখানো হয়েছিল। সেই ওঁকে পা বাড়তি স্ট্রেচ করতে মানা করেছেন। ওঁ আইপিএলে কেকেআর ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিয়েছেন এবং ওঁ খেলতে প্রস্তুত।'
শ্রেয়সের পাশাপাশি টুর্নামেন্ট শুরুর আগে কেএল রাহুল আদৌ ফিট হতে পারবেন কি না, সেই নিয়ে ছিল প্রশ্নচিহ্ন। কিন্তু রিপোর্ট অনুযায়ী রাহুলও জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির তরফে ফিটনেস সার্টিফিকেট পেয়ে গিয়েছেন। লখনউয়ের প্রথম ম্যাচ শুরু হতে খানিকটা সময় রয়েছে। রবিবার তাঁরা রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে মাঠে নামবে। তার আগেই রাহুল আগামী দুইদিনের মধ্যে লখনউ শিবিরে যোগ দিতে পারেন বলে খবর। তবে তাঁকে টুর্নামেন্টের শুরুর দিকে কিপিং করতে মানা করা হয়েছে বলেই খবর।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: আরসিবির হয়ে অনুশীলনে নামলেন কোহলি, আইপিএল মরশুম শুরুর আগে কী বললেন বিরাট?