সোমনাথ দাস, পশ্চিম মেদিনীপুর: গোটা ভোটপর্বে প্রথম থেকে শেষ পর্যন্ত বারবার হিংসার ঘটনা ঘটেছে। প্রাণ ঝরেছে বহু। ভোট মিটে যাওয়ার পরেও হিংসার কমতি নেই। রাজ্যের নানা দিক থেকে বারবার হিংসার অভিযোগ এসেছে। ফের সেই একই অভিযোগ এল পশ্চিম মেদিনীপুরের দাসপুরের গোপীগঞ্জে। 


ভোটের ফলকে কেন্দ্র করে গোপীগঞ্জে তৃণমূল ও সিপিএমের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। দুই পক্ষের বেশ কয়েকজন হাসপাতালে ভর্তি হয়েছেন। তৃণমূলের অভিযোগ, স্থানীয় পঞ্চায়েতে হারের পর, আক্রোশের কারণে তাঁদের কর্মীদের ওপর চড়াও হয়েছেন সিপিএম কর্মীরা। অভিযোগ অস্বীকার করে পাল্টা তৃণমূলের দিকেই অভিযোগের আঙুল তুলেছে সিপিএম।


পঞ্চায়েত ভোটে টক্কর হয়েছিল হাড্ডাহাড্ডি। ভোট মিটে গেলেও, রাজনীতির টক্কর বন্ধ হয়নি। সেই কারণেই পশ্চিম মেদিনীপুরের দাসপুরের গোপীগঞ্জ গ্রাম পঞ্চায়েতে তুমুল উত্তেজনা। তৃণমূল ও সিপিএমের সংঘর্ষে তেতে উঠল গোটা গ্রাম। 


ভোটে হেরে যাওয়ার রাগে সিপিএম হামলা চালিয়েছে বলে অভিযোগ তুলল তৃণমূল। এবার পঞ্চায়েত ভোটে গোপীগঞ্জের খেপুত দক্ষিণবাড় গ্রাম পঞ্চায়েত দখল করে তৃণমূল। ১০ আসন বিশিষ্ট এই পঞ্চায়েতে তৃণমূল জয় পায় ৭টি আসনে। সিপিএম পায় ২টি আসন। একটি আসনে জয়ী হয় বিজেপি। ফল ঘোষণার পর থেকে গ্রামের পরিস্থিতি ছিল উত্তপ্ত। 


সেই রেশেই শনিবার রাতে তৃণমূল ও সিপিএম কর্মীদের মধ্যে প্রথমে বচসা বাধে। পরে শুরু হয়ে যায় মারামারি। এই ঘটনায় দু-পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন বলে দাসপুর থানা সূত্রে খবর।


গোপীগঞ্জের আক্রান্ত তৃণমূল কর্মী মাধব দে বলেন, 'আমাদের বুথটা তৃণমূলের থেকে জয়লাভ করেছি। এই কারণেই ওদের আক্রোশ। ওইজন্যই রাগের চোটে মারধর করেছে। যেহেতু ওরা ২২ ভোটে হেরে গিয়েছে।' গোপীগঞ্জের তৃণমূল নেতা ইকবাল আলি বলেন, 'নির্বাচন চলাকালীন এখানে অশান্তি করেছে সিপিএম। এখানে হেরে গেছে। তাই এসবের মধ্যে বোঝাতে চাইছে যে আমরা আছি। গোপীগঞ্জ গ্রাম পঞ্চায়েতে হারের পর, আক্রোশবশত আমাদের কর্মীদের ওপর চড়াও হয়েছে সিপিএম কর্মীরা।'


গোপীগঞ্জের সিপিএম নেতা সৈয়দ আহমেদ বলেন, 'এই পঞ্চায়েতে সিপিএম পরাজিত হয়েছে। তার মানে এই নয় যে, যারা জয়লাভ করেছে, তারা সন্ত্রাস তৈরি করবে, ভোটারদের ওপর আক্রমণ করবে, এটা হতে পারে না। হামলার সঙ্গে সিপিএমের যোগ নেই। সাধারণ মানুষের প্রতিবাদ।'


দোষারোপ, পাল্টা দোষারোপের পর্ব চলছে। কিন্তু, অশান্তিতে কারা মদত দিল, তাদের খুঁজে বের করতে তদন্ত চলছে বলে জানিয়েছে দাসপুর থানার পুলিশ।


আরও পড়ুন: উড়ছে চন্দ্রযান ৩! মাঝ আকাশ থেকে ক্যামেরাবন্দি 'ঐতিহাসিক মুহূর্ত'