বিড: "কংগ্রেসের (Congress) আমলে জঙ্গিরা (terrorists) প্রধানমন্ত্রীর বাড়িতে যেত।" মঙ্গলবার মহারাষ্ট্রের (Maharashtra) বিডে নির্বাচনী জনসভা করতে গিয়ে চাঞ্চল্যকর এই অভিযোগ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। দিল্লির বাটলা হাউস এনকাউন্টারে (Batla House encounter) জঙ্গিরা যখন খতম হয়েছিল তখন কংগ্রেসের শীর্ষ নেতারা চোখের জল ফেলেছিলেন বলেও কটাক্ষ করেন তিনি।
এপ্রসঙ্গে নরেন্দ্র মোদি বলেন,"কংগ্রেসের শাসনকালে প্রধানমন্ত্রীর বাড়িতে স্বাগত জানানো হত জঙ্গিদের। আর যেদিন দিল্লিতে বাটলা হাউস এনকাউন্টারে জঙ্গিরা খতম হয়েছিল সেদিন চোখের জ্ল ফেলতে দেখা গেছিল কংগ্রেসের শীর্ষ নেতা-নেত্রীদের। গোটা দেশ সেই দৃশ্য দেখেছিল। যদি ইন্ডিয়া জোট সেই দিনগুলো ফিরিয়ে আনতে চায় তাহলে মোদি তাদের সামনে পাথরের মতো দাঁড়িয়ে থাকবে। আজকে তাই দেখুন কোনও জাতীয়তাবাদী শক্তিই নেই কংগ্রেসের সঙ্গে। তারা সবাই এখন এনডিএ-র সঙ্গে রয়েছে।"
রাহুল গান্ধীকে তোপ দেগে তিনি আরও বলেন, "একজন প্রাক্তন কংগ্রেস নেতা যিনি ওই দলের সঙ্গে ২০ থেকে ২৫ বছর ছিলেন, তিনি সম্প্রতি জানান রাম মন্দির নিয়ে আদালতের রায়ের পরে শাহাজাদা একটি বৈঠক ডেকেছিলেন। সেখানে তিনি বলেন, যদি কংগ্রেস ক্ষমতায় আসে তাহলে তাঁরা রাম মন্দির সম্পর্কে সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত বদলে দেবেন। আসলে ইন্ডিয়া জোটের একমাত্র অ্যাজেন্ডা হল 'ক্যানসেল মিশন'। যদি তারা ফের ক্ষমতায় আসে তাহলে ৩৭০ ধারা ফিরিয়ে আনবে। নাগরিক সংশোধনী আইন বাতিল করবে। তিন তালাক ফিরিয়ে আনবে আর কিষাণ সম্মান নিধি, বিনামূল্যে রেশন ও চিকিৎসার সুবিধা খারিজ করে দেবে। আপনারাই বলুন মহারাষ্ট্রকে শক্তিশালী করতে পারবে ইন্ডিয়া জোট। আপনাদের অবশ্যই জানতে হবে এই মানুষগুলো ভোট জেহাদের কথা বলছে।"
নিজের প্রসঙ্গে বলতে গিয়ে প্রধানমন্ত্রী মোদি বলেন, "মোদি কোনও বড় রাজ পরিবার থেকে আসেনি। আমি আপনাদেরই একজন। আমি জানি চাষ করতে গেলে কীভাবে কঠোর পরিশ্রম করতে হয় আর সেই কারণেই আমি কৃষি বিমা ও কিষাণ সম্মান নিধির মতো প্রকল্প চালু করার উদ্য়োগ নিয়েছি।"
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।