কলকাতা: আর বাকি মাত্র এক দফা। তার আগে জোরদার প্রচার চালাচ্ছে সব দলই (Lok Sabha Poll Campaign)। রেমাল-ধাক্কা (Remal Cyclone) সামলে সোমবার বড়বাজারে সভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রে (Lok Sabha Election 2024) তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে করা সভা থেকে মমতা জানালেন এবার ভোটের ফল কী হতে পারে বলে তিনি মনে করছেন।
ইন্ডি-জোট (Mamata on INDIA) নিয়ে বারবার নিজের অবস্থানের কথা বলেছেন মমতা। বাংলায় কোনওরকম জোট না হলেও, কেন্দ্রে যে জোটে তৃণমূল রয়েছে তা স্পষ্ট করেন তিনি। তার সঙ্গেই দাবি করে এসেছেন মোদি কোনওভাবেই জিততে পারবে না এবার। আর সোমবার তাঁর দাবি, 'মোদি ক্ষমতায় ফিরবেন কি না জানা নেই। তবে মোদির ক্ষমতায় না ফেরার সম্ভাবনাই বেশি।' ভোটের শেষলগ্নের প্রচারে এসে মমতা বন্দ্যোপাধ্যায় এমন কথা বললেও। তৃতীয় দফার ভোটের পরে মমতা প্রায় নিশ্চিত করে জানিয়েছিলেন এবার মোদির নেতৃত্বে সরকার আর ফিরছে না।
তৃতীয় দফার পর কী বলেছিলেন মমতা?
মোদি আর ফিরছেন না বলেই এর আগে দাবি করেছিলেন মমতা। তৃতীয় দফা ভোটের পরই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, 'তিনটে দফা ভোট হয়েছে। মুখটা চুপসে গিয়েছে। তিন দফা হয়ে গিয়েছে, তাতেই কুপোকাত হয়েছে। ইন্ডিয়া জোটই জিতবে। ওরা বড় জোর ১৯০-১৯৫, অন্যদিতে ইন্ডিয়া জোট ৩১৫, তাও ৩-৪টে দলকে ধরা হয়নি। মোদি আসছে না।'
তৃণমূল ছাড়া ইন্ডিয়া জোটের সরকার হবে না বলে দাবি করেছেন তৃণমূল নেত্রী। কেন্দ্রে ইন্ডি-জোটে থাকলেও বাংলায় যে তৃণমূল একা লড়ছে তা বারবার স্পষ্ট করে জানিয়ে দিয়েছে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্য়ায় বারবার এই কথা নিজেও নানা সময়ে প্রচারে বলেছেন। এদিও বড়বাজারে তিনি বলেন, 'বিজেপি সরকারকে যদি বদল করতে চান। তাহলে তৃণমূলকে ছেড়ে ইন্ডিয়া সরকার হবে না। বাংলায় সিপিএম-কংগ্রেস চায় তৃণমূলের ভোট কেটে বিজেপিকে জেতাতে। দুঃখ পেয়ে থাকলে থাপ্পড় মারুন, কিন্তু বিজেপিকে জেতাবেন না।'
রাজ্য বিজেপির মুখপাত্র ও সাংসদ শমীক ভট্টাচার্য বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় বারবার অবস্থান বদল করছেন। উনি টিয়াপাখি নিয়ে বসে আছেন কিনা জানা নেই। আমরা আমাদের অবস্থানে অনড়। উনি একসময় বললেন জোটের বাইরে থেকে সমর্থন করব। আবার বললেন জোটের মধ্যেই থাকবেন।'
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন:হুইল চেয়ারেই জল পেরিয়ে হাসপাতালে, মেডিক্যাল কলেজে কীভাবে চলছে রোগী দেখা ?