Cyclone Remal Safety Tips: রেমালের তাণ্ডবে রাজ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। যেকোনও ঝড় বাদলের সময় বিদ্যুতের তার বিপজ্জনক হয়ে ওঠে। যা এমন দুর্ভাগ্যজনক ঘটনার কারণ হয়ে দাঁড়ায়। তাই এই সময় সতর্ক থাকা বিশেষভাবে জরুরি। সাইক্লোনের প্রভাব না কমলেও অনেকে কাজের সূত্রে বাইরে বেরিয়েছেন। তাই রাস্তাঘাটে চলার সময় কিছু সতর্কতা (Cyclone Remal Tips) মেনে চলা বাঞ্ছনীয়। এতে বিপদের আশঙ্কা অনেকটাই কমে যায়।
সাইক্লোন পরবর্তী সময়ে সতর্কা থাকার জন্য যা যা করবেন —
১. যতটা সম্ভব কম বাইরে বেরোনো যায়, সেই চেষ্টা করতে হবে। একান্ত বাইরে বেরোতে হলে বিদ্যুৎ খুঁটির দুর্ঘটনা হয়েছে, এমন স্থান এড়িয়ে চলার চেষ্টা করুন।
২. কোনও অঞ্চলে জল জমে থাকলে সেখানে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার আশঙ্কা বেড়ে যায়। তাই জল রয়েছে এমন এলাকা এড়িয়ে চলুন। অন্য রুট দিয়ে দু-এক দিন যাতায়াত করুন।
৩. অনেকের বাড়িতে বড়সড় গাছ রয়েছে। সেই গাছগুলি বিদ্যুতের তারের উপর পড়লে তার ছিঁড়ে যায়। এমন বড় গাছ অনেকে নিজে কাটেন। নিজে কাটতে গিয়েই আজ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে মেমারিতে। তাই এই ধরনের গাছ কাটার জন্য পুরসভার সাহায্য নিন (Cyclone Remal Safety Tips)। অথবা বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী সংস্থাকেও অনুরোধ করতে পারেন। পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন পর্ষদের ফোন নম্বর ১৯১২১। কলকাতা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশনের ফোন নম্বর ১৯১২।
৪. গাছের থেকে ঝড়বৃষ্টির সময় দূরে থাকা উচিত। কারণ সেখান থেকে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার আশঙ্কা বেড়ে যায়।
৫. কোনও ভারী ও বড় ধাতব জিনিস নিয়ে বাইরে বেরোবেন না। এগুলি দ্রুত বিদ্যুৎ পরিবহন করতে সক্ষম। যার ফলে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার আশঙ্কা থাকে।
৬. ঘরে থাকলেই যে সবসময় সুরক্ষিত থাকা যায়, তা কিন্তু নয়। কারণ এখন প্রায় প্রত্যেকের বাড়িতেই কমবেশি অনেক ইলেকট্রনিক যন্ত্রপাতি থাকে। এই যন্ত্রপাতিগুলির সংস্পর্শে থাকবেন না কোনওভাবেই। কারণ এখানেও বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার আশঙ্কা থাকে।
৭. স্নান করার সময় সতর্কতা অবলম্বন করুন। কারণ জল তড়িৎ পরিবহন করে। ওই সময় বজ্রপাত হলে বড়সড় বিপদ ঘটতে পারে।
৮. ঘরের আশেপাশেই কোথায় তার ছিঁড়ে পড়ে থাকলে সেটি নিজে সরাতে যাবেন না। তৎক্ষণাৎ ফোন করুন ইলেকট্রিক সাপ্লাই অফিসে। তারাই এসে তার সরিয়ে দেবে সেখান থেকে।
তথ্যসূত্র - কলকাতা ইলেক্ট্রিক সাপ্লাই কর্পোরেশন, পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন পর্ষদ
আরও পড়ুন - Cyclone Remal: রেমালের জেরে দীর্ঘক্ষণ বিদ্যুৎ নেই? কী করলে স্বাভাবিক হবে পরিষেবা
আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।