নয়াদিল্লি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন জোট সরকারে স্বাস্থ্য মন্ত্রকের দায়িত্ব পেলেন জে পি নাড্ডা। এক অর্থে স্বাস্থ্যমন্ত্রী হিসাবে 'প্রত্যাবর্তন' হল বিজেপির সর্বভারতীয় সভাপতির। কারণ, প্রথমবারের মোদি-মন্ত্রিসভাতেও এই দায়িত্বেই ছিলেন তিনি। এর পাশাপাশি সার ও রাসায়নিক মন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে ৬৩-র নাড্ডাকে। বিজেপি নেতৃত্বাধীন NDA সরকারে হিমাচলপ্রদেশ থেকে একমাত্র প্রতিনিধি তিনি।
আইনের ডিগ্রি রয়েছে নাড্ডার। RSS-এর ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ দিয়ে রাজনৈতিক জীবন শুরু হয়েছিল তাঁর। ১৯৯১সালে ভারতীয় জনতা যুব মোর্চার সভাপতি নির্বাচিত হয়েছিলেন তিনি। ২০১২ সালে রাজ্যসভায় মনোনীত হন। এরপর ২০১৪ সালে তাঁকে বিজেপির সংসদীয় বোর্ডের সদস্য করা হয়। অমিত শাহ সেই সময় দলের সর্বভারতীয় সভাপতির দায়িত্বে আসেন। এদিকে নাড্ডার বিজেপির সর্বভারতীয় সভাপতির দায়িত্বের বর্ধিত মেয়াদ শেষ হচ্ছে চলতি মাসেই। হিমাচলপ্রদেশ থেকে তিনি ছাড়াও জিতেছেন অনুরাগ ঠাকুর। হামিরপুর আসন থেকে জয়ী হয়েছেন তিনি। তবে, এবার মন্ত্রিসভায় কোনও জায়গা পাননি তিনি।
বড় দায়িত্বে আর কারা ?
ফের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
প্রতিরক্ষামন্ত্রী - রাজনাথ সিংহ
কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নিতিন গডকড়ী
ফের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর
কেন্দ্রীয় বিদ্যুৎ-নগরোন্নয়ন মন্ত্রী মনোহরলাল খট্টর --
কেন্দ্রীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প মন্ত্রকের দায়িত্বে জিতনরাম মাঝি
ফের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ---
কেন্দ্রীয় কৃষি মন্ত্রী মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান
অশ্বিনী বৈষ্ণবের হাতেই রেলমন্ত্রক
রেলের সঙ্গে তথ্য সম্প্রচারমন্ত্রকের দায়িত্বে অশ্বিনী বৈষ্ণব --
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীই রইলেন ধর্মেন্দ্র প্রধান ---
কেন্দ্রীয় ভারী শিল্পমন্ত্রী এইচ ডি কুমারস্বামী (জেডিএস) --
কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণমন্ত্রী অন্নপূর্ণা দেবী --
পেট্রোলিয়াম মন্ত্রীই রইলেন হরদীপ সিংহ পুরী --
কেন্দ্রীয় শ্রমমন্ত্রী, ক্রীড়া ও যুবকল্যাণমন্ত্রী মনসুখ মাণ্ডব্য ----
টেলিকম মন্ত্রী হলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ---
কেন্দ্রীয় ক্রেতা সুরক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী
সংসদ বিষয়ক মন্ত্রকের দায়িত্ব পেলেন কিরেণ রিজিজু --
পর্যটনমন্ত্রী- গজেন্দ্র সিংহ শেখাওয়াত
পঞ্চায়েতি রাজ মন্ত্রক পেলেন লালন সিংহ
শিল্প ও বাণিজ্য মন্ত্রক পেলেন পীযূষ গয়াল
বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রকের দায়িত্ব পেলেন সর্বানন্দ সোনওয়াল
আদিবাসী কল্যাণ-বিষয়ক মন্ত্রকের দায়িত্বে জুয়াল ওঁরাও।
কেন্দ্রীয় কয়লা ও খনিমন্ত্রী হলেন জি কিষাণ রেড্ডি
কেন্দ্রীয় ন্যায়বিচার ও ক্ষমতায়নমন্ত্রী হলেন বীরেন্দ্র কুমার
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।