সমাজবাদী পার্টি সভাপতি অখিলেশ সিংহ যাদবও ট্যুইটে মোদির মন্তব্যের নিন্দা করে লিখেছেন, টেলিপ্রম্পটার আজ ফাঁস করে দিল যারা ঘৃণার গরল ছড়াচ্ছে, তারা ‘সরাব’ আর ‘শরাব’-এর পার্থক্য বোঝে না! ‘সরাব’ মানে একটা মরীচিকা বা কল্পিত স্বপ্ন যা বিজেপি গত ৫ বছর ধরে সবাইকে দেখাচ্ছে, কিন্তু কখনই পূরণ করেনি। ভোটের মরসুমে আবার ওরা জনগণকে ‘সরাব’ দেখাচ্ছে। বিরোধীদের মদের সঙ্গে তুলনা করেছেন, দেশের কাছে ক্ষমা চান মোদি, দাবি কংগ্রেসের, নিন্দা অখিলেশের
Web Desk, ABP Ananda | 28 Mar 2019 04:57 PM (IST)
নয়াদিল্লি: বিরোধী দলগুলিকে মদের সঙ্গে তুলনা করায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ক্ষমা চাইতে হবে। দাবি করল কংগ্রেস। উত্তরপ্রদেশের মেরঠে বিজেপির নির্বাচনী প্রচারের সূচনা করে মোদি বৃহস্পতিবার সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টি, রাষ্ট্রীয় লোকদলের জোটকে ‘মহামিলাওয়াত’ বা ‘ভেজাল’ বলে কটাক্ষ করেই থামেননি, তাদের সম্পর্কে ‘সরাব’ বা ‘মদ’ শব্দটিও প্রয়োগ করেন, এরা রাজ্যের পক্ষে ক্ষতিকর বলে মন্তব্য করেন। মোদি বলেন, সমাজবাদী পার্টির (সপা)র ‘স', আরএলডি-র ‘রা’, বসপার ‘ব’ যোগ করলে হয় 'শরাব'। উত্তরপ্রদেশের স্বাস্থ্য, ভারতের ভবিষ্যতের জন্যও শরাব থেকে দূরে থাকাই কি সমীচীন নয়? সপা, আরএলডি, বসপা জোটকে গ্রহণ করলে শেষ হয়ে যাবেন আপনারা। অতীতে আরও বেশ কিছু শব্দবন্ধ ব্যবহার করে কংগ্রেস ও অন্য বিরোধী দলগুলিকে আক্রমণ করেছেন মোদি। যেমন, ‘আরএসভিপি’-রাহুল, সনিয়া, বঢরা, প্রিয়ঙ্কা, ‘এবিসিডি’-আদর্শ, বফর্স, কয়লা ও দামাদ, ‘স্ক্যাম’ মানে সমাজবাদী পার্টি, কংগ্রেস,অখিলেশ ও মায়াবতী। সেই তালিকায় এবার যোগ হল ‘সরাব’-এর। কড়া নিন্দা করে কংগ্রেস মুখপাত্র রণদীপ সিংহ সুরজেওয়ালা বলেন, বিরোধী রাজনৈতিক দলগুলি মদের মতো খারাপ বলে তুলনা টেনে আপনি গরিব মানুষকে অপমান করলেন। এজন্য দেশের কাছে ক্ষমা চাওয়া উচিত আপনার। হয় মন্তব্য প্রত্যাহার করুন অথবা ক্ষমা চান। মোদি কোনও প্রতিশ্রুতি পূরণ করেন না, শুধু বড় বড় দাবি করেন বলে অভিযোগ করেন সুরজেওয়ালা। বলেন, গরিবদের নিয়ে মজা, ঠাট্টা-তামাসা করবেন না। দেশবাসী আপনাকে ক্ষমা করবে না। দেশের রাজনৈতিক আলোচনার মান নীচে নামিয়ে এনেছেন আপনি।