কলকাতা: প্রথম দু’দফার ভোটে যে দু’একটি ঘটনা ঘটেছে, তা স্কুলের খেলাতেও হয়! নির্বাচন কমিশনের কাছে দরবারের পর ভোট-সন্ত্রাস নিয়ে আজব যুক্তি তৃণমূলপন্থী বিদ্বজ্জনদের, যা নিয়ে নানা মহলে সমালোচনার ঝড় উঠেছে।
প্রথম দু’দফার ভোটে মারদাঙ্গা, হিংসার ছবি দেখা গিয়েছিল জেলায় জেলায়।
তবুও প্রথম দু’দফার ভোটের এইসব ছবি তৃণমূলপন্থী বিদ্বজ্জনদের কাছে স্কুলের খেলায় ঝামেলার সমান! এদিন কমিশনের কাছে যাওয়া শাসক দলের ঘনিষ্ঠ বিদ্বজ্জনদের অন্যতম অভিরূপ সরকার বলেন, প্রথম দু’দফার ভোট মোটামুটি নির্বিঘ্নে হয়েছে। দু’একটি ঘটনা। ওরকম তো স্কুলের খেলাতেও হয়!
তৃণমূলপন্থী বিদ্বজ্জনদের ‘ভোট-সন্ত্রাসের’ এই সংজ্ঞা শুনে অনেকেই চোখ কপালে তুলছেন!
কারণ প্রথম দু’দফার ভোটে বহু জায়গায় রক্ত ঝড়েছিল। আক্রান্ত হতে হয়েছিল বিরোধী পোলিং এজেন্ট, কর্মী ও সমর্থকদের। মহিলা পোলিং এজেন্টকে শ্লীলতাহানির হুমকি দিয়ে বুথ থেকে বের করে দেওয়ারও অভিযোগও উঠেছিল শাসক দলের বিরুদ্ধে। যে সন্ত্রাসে এখনও দাঁড়ি পড়েনি। এই প্রেক্ষাপটে সন্ত্রাস নিয়ে তৃণমূলপন্থী বিদ্বজ্জনদের এমন মন্তব্যে হতবাক অনেকেই। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক কুমার গঙ্গোপাধ্যায় বলেন, ওদের কাছে সন্ত্রাসের সংজ্ঞাটাই আলাদা।
অভিরূপ সরকারের পাশাপাশি তৃণমূলপন্থী বিদ্বজ্জনদের প্রতিনিধি দলে ছিলেন সুবোধ সরকার, অমিয় চৌধুরী, প্রতুল মুখোপাধ্যায়, নৃসিংপ্রসাদ ভাদুড়িরা। সিইও-র সঙ্গে দেখা করার পর শাসক দলের সুরেই কমিশনকে পক্ষপাতদুষ্ট বলে অভিযোগ করেন তাঁরা। অভিরূপবাবু বলেন, কমিশন শুধু বিরোধীদের প্রতিই নরম। মুখ্যমন্ত্রীকে শোকজ করা, কিম্বা কলকাতার পুলিশ কমিশনারকে অপসারণ করা, এগুলোর যুক্তি নেই। প্রতিনিধি দলের আরেক সদস্য অমিয় চৌধুরী বলেন, যে সব অভিযোগ জমা পড়েছে, তার অধিকাংশই ভিত্তিহীন। শাসক দলকে কালিমালিপ্ত করতে এগুলো করা হচ্ছে।
কিন্তু নির্বাচন সংক্রান্ত একাধিক ইস্যুতে শাসক দলের পক্ষে খোলাখুলি সওয়াল করলেও তাৎপর্যপূর্ণভাবে নারদের স্টিং অপারেশন কিম্বা অনুব্রত মণ্ডল সম্পর্কে এদিন মুখে কুলুপ আঁটেন তৃণমূলপন্থী বিদ্বজ্জনরা।
ভােট সন্ত্রাস: ওরকম তো স্কুলের খেলাতেও হয়! সওয়াল তৃণমূলপন্থী বিদ্বজ্জনদের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
16 Apr 2016 08:55 AM (IST)
NEXT
PREV
নির্বাচন ২০২৩ (elections) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -