নন্দকুমার: অশান্তির মধ্যেই মিটেছে ভোটগ্রহণ। তার পরও স্বস্তি নেই। ভোটগ্রহণের পর দিনও উত্তপ্ত পূর্ব মেদিনীপুরের নন্দকুমার (Panchayat Election Violence)। রবিবার সকাল থেকে ধুন্ধুমার পরিস্থিতি সেখানে। ব্যালট বাক্স লুঠের অভিযোগে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি (BJP)। আগুন জ্বালিয়ে চলছে বিক্ষোভ। পথ অবরোধ করা হয়। লাঠিচার্জ করে ভিড় ছত্রভঙ্গ করে পুলিশ। কিন্তু পরিস্থিতি শান্ত হওয়ার লক্ষণ নেই (Nandakumar News)।
পূর্ব মেদিনীপুরের নন্দকুমার ব্লকে স্ট্রংরুমে ব্যালট বক্স ভেঙে কারচুপির অভিযোগ। প্রতিবাদে নন্দকুমারের শ্রীকৃষ্ণপুরে আগুন জ্বালিয়ে হলদিয়া-মেচেদা রাজ্য সড়ক অবরোধ করেন বিজেপি কর্মীরা। বাঁশ দিয়ে ঘিরে, সিমেন্টের খুঁটি ফেলে রাস্তা আটকানো হয়। রাস্তার ধারে নির্বাচনী ক্যাম্পেও ভাঙচুর চালান বিজেপি কর্মীরা।
ঘটনাস্থল থেকে যে ছবি সামনে এসেছে, তাতে নির্বাচনী ক্যাম্পের জিনিসপত্র ভাঙচুর করতে দেখা যায় একদলকে। চেয়ার টেবিল বের করে এনে আছড়ে ভাঙা হয়। রাস্তার ঠিক মাঝখানে আগুন জ্বালিয়ে দেখানো হয় বিক্ষোভ। কিছুতেই পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় এর পর ঘটনাস্থলে নামে পুলিশবাহিনী। ব্যাপক লাঠিচার্জ করা হয়। তাতেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
আরও পড়ুন: Panchayat Poll 2023: মালদায় ভোট-পরবর্তী হিংসা, হরিশ্চন্দ্রপুরে আক্রান্ত পুলিশকর্তা
কিন্তু পুলিশ নিরস্ত হতেই ফের বিক্ষোভ শুরু হয়। তবে তা অগ্নিসংযোগ বা ভাঙচুরের দিকে এগোয়নি। রাস্তায় পুলিশ মোতায়েন রয়েছে। রাস্তায় রাস্তায় চলছে টহল। এদিন সেখান থেকে দু'জনকে আটক কর হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, শ্রীকৃষ্ণপুর হাইস্কুলে রাখা ব্যালট বাক্স মাঝরাতে লুঠ করা হয়। তাতেই রাস্তায় নেমে আসেন বিজেপি-র কর্মী-সমর্থকরা।
তবে শুধু নন্দকুমারই নয়, ভোটের পরদিন উত্তপ্ত উত্তর দিনাজপুরের চাকুলিয়াও। ভোট দিতে না পারার অভিযোগে গাড়িতে আগুন। একের পর এক গাড়িতে চালানো হয় ভাঙচুরও। উত্তর ২৪ পরগনার আমডাঙার চণ্ডীগড় গ্রাম পঞ্চায়েতের শশীপুর গ্রামেও ভোট-পরবর্তী অশান্তি দেখা গিয়েছে। ভোটে রিগিংয়ের অভিযোগ-পাল্টা অভিযোগ ঘিরে আজ সকালে তৃণমূল ও সিপিএম কর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। উভয়পক্ষের বেশ কয়েকজন জখম হন। পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। তৃণমূলের অভিযোগ, গতকাল ভোট লুঠ করেছে সিপিএম এবং আইএসএফ। শাসকদলের বিরুদ্ধে একই অভিযোগে সরব হয়েছে আইএসএফ এবং সিপিএম।
কোচবিহারের তুফানগঞ্জেও ভোট-পরবর্তী সন্ত্রাস। দেওচড়াই গ্রাম পঞ্চায়েতের সন্তোষপুর গৌরমোহন বাজারে বিজেপি কর্মীদের দোকান ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। গতকাল ভোট মিটতেই ৩টি দোকানে ভাঙচুর চালানো হয়। অভিযোগ অস্বীকার তৃণমূলের।
ভোটপর্ব মেটার পর মালদার হরিশ্চন্দ্রপুরে চলেছে গুলিও। তাতে গুলিবিদ্ধ হন এক ব্যক্তি। ব্যাপক বোমাবাজি। হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের মশালদহ গ্রাম পঞ্চায়েতের জহরপুর গ্রামে ভোট নিয়ে গতকাল রাত থেকেই দফায় দফায় গন্ডগোল চলছে তৃণমূল এবং কংগ্রেস কর্মীদের মধ্যে। আজ সকালে ফের উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। গুলি চলে। একজনের পায়ে গুলি লাগে। একজনের মাথা ফেটে যায়।