নয়াদিল্লি: ১২ জুলাই থেকে শুরু হবে ভারত-ওয়েস্ট ইন্ডিজের সিরিজ (IND vs WI T20)। তিন ফর্ম্যাটের সিরিজের দুইটি টেস্ট, তিনটি ওয়ান ডে এবং সমসংখ্যক টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল। ৯ অগাস্ট থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। সেই সিরিজের জন্য দল ঘোষণাও হয়ে গিয়েছে। টি-টোয়েন্টি সিরিজে রোহিত শর্মা (Rohit Sharma) বা বিরাট কোহলি (Virat Kohli), কেউই দলে নেই। হার্দিক পাণ্ড্য ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন। তবে দুই তারকা ক্রিকেটার স্কোয়াডে না থাকলেও, সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) মনে করছেন, কোহলি, রোহিত দুইজনেই কিন্তু এখনও আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট খেলতেই পারেন।


প্রাক্তন বোর্ড সভাপতির মধ্যে সেরা খেলোয়াড়দেরই দলে থাকা উচিত। তিনি বলেন, 'সবসময় সেরা ক্রিকেটারদের দলে নেওয়া উচিত। তারা যেই হোক না কেন, পরিচয় খুব একটা গুরুত্বপূর্ণ নয়। আমার মতে বিরাট কোহলি এবং রোহিত শর্মার, দুইজনেক কারুরই টি-টোয়েন্টি দলে সুযোগ না পাওয়ার কোনও কারণ নেই। কোহলি তো আইপিএলে দারুণ ফর্মে ছিল এবং আমায় যদি জিজ্ঞেস করা হয়, তাহলে আমি বলব দুইজনেই এখনও টি-টোয়েন্টি দলে জায়গা পেতেই পারেন।' 


ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি২০ স্কোয়াডে রয়েছেন:-


ঈশান কিষাণ (উইকেট কিপার), শুভমন গিল, যশস্বী জয়সওয়াল, তিলক বার্মা, সূর্যকুমার যাদব (সহ অধিনায়ক), সঞ্জু স্যামসন (উইকেট কিপার), হার্দিক পাণ্ড্য (অধিনায়ক), অক্ষর পটেল, যুজবেন্দ্র চহ্বাল, কুলদীপ যাদব, রবি বিষ্ণৈ, অর্শদীপ সিং, উমরান মালিক, আবেশ খান ও মুকেশ কুমার।


প্রসঙ্গত, গতকালই 'প্রিন্স অফ ক্যালকাটা' সৌরভ গঙ্গোপাধ্যায় জন্মদিন ছিল। ৫১-এ পা দিলেন সৌরভ। এবার কলকাতায় সৌরভ। সদ্য ফিরেছেন লন্ডন থেকে। আর বাবার জন্মদিন সেলিব্রেট করতে ইংল্যান্ড থেকে কলকাতায় উড়ে আসেন সানাও। সৌরভ বলেন, 'সানা এখানেই আছে। ছুটিতে বাড়ি ফিরেছে।'


সৌরভ নিজে খুব একটা ধুমধাম করে জন্মদিন পালন করতে চান না। বাড়িতেই সময় কাটাতে পছন্দ করেন। সিএবি সভাপতি থাকাকালীন ক্লাব হাউসে কেক কাটার ব্যবস্থা করা হতো। গতকাল সকাল থেকেই বাড়িতে কেক-ফুল ও মিষ্টি নিয়ে হাজির হন ভক্ত, অনুরাগীরা। তাঁদের আনা কেক কাটেন সৌরভ। পারিবারিক সূত্রে খবর, দুপুরে বাড়িতেই খাওয়াদাওয়াও করা হয়। রাত ১২টায় কেক কেটে সেলিব্রেট করেন। কেক পছন্দ করা থেকে শুরু করে গোটা পরিকল্পনাই তাঁর কন্যা সানাই সাজান।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: মানি প্ল্যান্ট থাকলেও আর্থিক সমৃদ্ধি আসবে না বাড়িতে, যদি করেন এই ভুলগুলি !