মালদা: মালদায় চাঁচলের সভা দিয়েই এ রাজ্যে প্রচার শুরু করলেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। দুপুরে চাঁচলের কলমবাগানের মাঠে মালদা উত্তরের কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরীর সমর্থনে সভা করেন রাহুল। বিহারের পূর্ণিয়া থেকে হেলিকপ্টারে চড়ে সরাসরি চাঁচলে আসেন কংগ্রেস সভাপতি। এই সভায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব ও দলীয় প্রার্থীরা। রাহুলের এই সমাবেশ ঘিরে কংগ্রেস কর্মী-সমর্থকদের মধ্যে উত্সাহ বেশ চোখে পড়েছে। উপচে পড়া মাঠে বক্তব্য রেখেছেন কংগ্রেস সভাপতি। ভিড়ে ঠাসা এই সমাবেশ দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি। সভার পর ট্যুইটে ছবি পোস্ট করে রাহুল, জনসভাকে সফল করার জন্য মালদার জনগনকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, আজকের নির্বাচনী সমাবেশে মালদার মানুষ যে ভালোবাসা ও উত্সাহব্যঞ্জক সমর্থন দিয়েছেন সেজন্য ধন্যবাদ। কংগ্রেস দল হিসেবে বাংলার মানুষের জন্য কাজ করার এবং   আমাদের মধ্যে সময়ের পরীক্ষায় উত্তীর্ণ যে আবেগের বন্ধন রয়েছে, তা আরও জোরাল করার দায়বদ্ধতার কথা ফের জানাচ্ছি।





উল্লেখ্য, সভা শুরু আগে থেকে সমাবেশে স্থলে ছিল প্রচুর মানুষের ভিড়ে। সভা শুরুর আগে মঞ্চের সামনে ভিআইপি-দের জন্য নির্ধারিত জায়গায় ব্যারিকেড ভেঙে ঢুকে পড়েন বহু সাধারণ মানুষ। এর ফলে গণ্ডগোল শুরু হয়। উত্তেজিত জনতা চেয়ার ছুড়তে থাকে। পুলিশ এবং কংগ্রেসের স্বেচ্ছাসেবীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।