রায়গঞ্জ: রাজ্যের মানুষকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ খাওয়াতে চায় তৃণমূল কংগ্রেস। উপনির্বাচনের ঠিক আগের দিন কটাক্ষ করে এই মন্তব্যই করলেন রায়গঞ্জের বিজেপি প্রার্থী মানস কুমার ঘোষ।
সংবাদ সংস্থা এএনআইকে সাক্ষাৎকার দিতে গিয়ে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীকে আক্রমণ করে তিনি আরও বলেন, "রায়গঞ্জের মানুষ ২০২১ থেকে ২০২৬ পর্যন্ত বিধায়ক হিসেবে একজনকে নির্বাচিত করেছিলেন। কিন্তু, উঁচুতে ওঠার আশায় সেই ব্যক্তি ফের লোকসভা নির্বাচনে দাঁড়ায়। কিন্তু, এবার রায়গঞ্জের মানুষ তাঁকে প্রত্যাখান করেছেন। রায়গঞ্জের মানুষের বাতিল করা সেই লোককে ফের ভোট দাঁড় করিয়ে মেয়াদ উত্তীর্ণ ওষুধ মানুষকে খাওয়াতে চাইছে তৃণমূল। কিন্তু, রায়গঞ্জের মানুষ ফের সেই মানুষকে মেনে নেবেন না।"
প্রসঙ্গত উল্লেখ্য, ২০২১ সালে বিজেপির টিকিটে ভোটে দাঁড়িয়ে রায়গঞ্জে ৭৯ হাজার ৭৭৫টি ভোট পেয়েছিলেন কৃষ্ণ কল্যাণী। পরে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে এবারের লোকসভা ভোটে প্রার্থী হন।
কিন্তু, জুন মাসে হওয়া লোকসভা নির্বাচনে তাঁকে পরাজিত করে রায়গঞ্জ আসনে জয়ী হন বিজেপির কার্তিক চন্দ্র পাল। এরপরই বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনে ফের তৃণমূলের টিকিটে ভোট দাঁড়িয়েছেন কৃষ্ণ কল্যাণী। তাঁর বিরুদ্ধে বিজেপির প্রার্থী হয়েছে দলের উত্তর দিনাজপুর জেলার সহ সভাপতি মানস কুমার ঘোষ। অন্যদিকে কংগ্রেসের টিকিটে দুবার বিধায়ক হওয়া মোহিত সেনগুপ্তুও ফের দাঁড়িয়েছেন বাম-কংগ্রেস জোট প্রার্থী হিসেবে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Birbhum News: 'সিন্ডিকেট রাজ চালাচ্ছে TMC-র ব্লক সভাপতি' ! অভিযোগ খোদ চেয়ারম্যানের