রাজর্ষি দত্তগুপ্ত, কলকাতা: বুধবার পশ্চিমবঙ্গের চারটি বিধানসভায় উপনির্বাচন (West Bengal ByPolls) হবে। শেষ মুহূর্ত্বে চারটি বিধানসভাতেই নিরাপত্তা ব্যবস্থা (security arrangement) আরও বাড়াল নির্বাচন কমিশন (ECI)।  উত্তর ২৪ পরগনার বাগদা (Bagda), নদিয়ার রানাঘাট-দক্ষিণ (Ranaghat-Dakshin), উত্তর দিনাজপুরের রায়গঞ্জ (Raiganj) ও কলকাতার মানিকতলা (Maniktala) বিধানসভায় মোট ৩৪ জন প্রার্থী লড়াই করছেন।


কলকাতার মানিকতলায় তৃণমূল বিধায়ক সাধন পান্ডের মৃত্যু হওয়ার কারণে নির্বাচন হচ্ছে। রায়গঞ্জে বিজেপির টিকিটে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে জয়ী হওয়ার পরে তৃণমূলে যোগ দেন কৃষ্ণ কল্যাণী। আর এবছর লোকসভা নির্বাচনে বিধায়ক পদ থেকে পদত্যাগ করে ঘাসফুল শিবিরের হয়ে রায়গঞ্জ আসনে দাঁড়িয়ে পরাজিত হয়েছেন। বাগদা আর রানাঘাট-দক্ষিণ বিধানসভাতেও বিজেপির টিকিটে ২০২১-এর নির্বাচনে জয়ী হয়ে তৃণমূলে যোগ দিয়ে এবারের লোকসভা নির্বাচনে লড়াই করেছেন বিশ্বজিৎ দাস ও মুকুটমণি অধিকারী। এবার উপনির্বাচনে রায়গঞ্জ আসনে কৃষ্ণ কল্যাণী এবং রানাঘাট-দক্ষিণ আসনে মুকুটমণি অধিকারী তৃণমূল কংগ্রেসের টিকিট পেলে বিশ্বজিৎ দাস প্রার্থী হতে পারেননি। আর মানিকতলায় তৃণমূল কংগ্রেসের তরফে প্রার্থী করা হয়েছে সাধন পান্ডের স্ত্রী সুপ্তি পান্ডেকে।


রায়গঞ্জ, রানাঘাট-দক্ষিণ ও মানিকতলায় তৃণমূল কংগ্রেস, বিজেপি ও কংগ্রেস-বাম জোটের মধ্যে ত্রিমুখী লড়াই হচ্ছে। অন্যদিকে বাগদা বিধানসভায় বাম-কংগ্রেস জোটে জট তৈরি হয়েছে। ফরওয়ার্ড ব্লক ও কংগ্রেস আলাদা ভাবে প্রার্থী দেওয়ায় চর্তুমুখী লড়াই হচ্ছে।


২০২১ সালের বিধানসভা ও ২০২৪ সালের লোকসভা নির্বাচনের ফলাফল অনুযায়ী বিজেপি ভালোভাবে জেতার অবস্থায় রয়েছে রায়গঞ্জ, রানাঘাট-দক্ষিণ ও বাগদা বিধানসভায়। অন্যদিকে তৃণমূল এগিয়ে রয়েছে কলকাতার মানিকতলায়। 


চারটি আসনে উপনির্বাচন উপলক্ষে প্রথমে ৫৫ কোম্পানি কেন্দ্রীয় স্বশস্ত্র পুলিশ বাহিনী  মোতায়েন করার সিদ্ধান্ত নিলেও মঙ্গলবার সেই সংখ্যা বাড়িয়ে ৭০ কোম্পানি করার কথা ঘোষণা করেছে নির্বাচন কমিশন। রায়গঞ্জ,রানাঘাট-দক্ষিণ ও বাগদায় ৪ কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী বাড়ানো হয়েছে এবং মানিকতলা কেন্দ্রে বেড়েছে আরও তিন কোম্পানি। 


নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, রায়গঞ্জে ১২ থেকে বেড়ে হল ১৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। রানাঘাট-দক্ষিণ বিধানসভা কেন্দ্রে ১৫ থেকে বেড়ে হল ১৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। বাগদায় ১৬ কোম্পানি থেকে বেড়ে হল ২০। অন্যদিকে মানিকতলা কেন্দ্রে ১২ থেকে বেড়ে ১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়ন থাকবে। 


চারটি বিধানসভায় মোট বুথের সংখ্যা ১০৯৭। তার মধ্যে রায়গঞ্জে ২১২, রানাঘাট-দক্ষিণে ৩০৭, বাগদায় ৩০১ ও মানিকতলায় ২৭৭টি বুথ। প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে। কমিশন সূত্রে আরও জানা গেছে, রানাঘাট-দক্ষিণে স্পর্শকাতর বুথের সংখ্যা ৬২টি, মানিকতলায় ২১, বাগদায় ৩৯ ও রায়গঞ্জে ২০। রায়গঞ্জে কুইক রিঅ্যাকশন টিম মোতায়েন থাকবে ৩৮টি, রানাঘাট-দক্ষিণে ৩০, বাগদায় ৩০ ও মানিকতলায় ৪৯টি। এবারের উপনির্বাচনে রায়গঞ্জে পোস্টাল ব্যালট ভোট পড়েছে ২২৬টি, মানিকতলায় ২৫৩, বাগদায় ২৭৫ ও রানাঘাট-দক্ষিণে ২২৬টি। মানিকতলায় মাইক্রো অবজার্ভার থাকছেন ২১ জন, বাগদায় ২৫, রানাঘাট-দক্ষিণে ৫৯ ও রায়গঞ্জে ১৮ জন।


২০২১ সালের বিধানসভা নির্বাচনে রায়গঞ্জে ভোট পড়েছিল ৮১.৩০ শতাংশ ও ২০২৪ সালের লোকসভায় পড়েছিল ৭৭.২৯ শতাংশ। রানাঘাট-দক্ষিণে ৮৫.০২ ও ৮১.৫৪ শতাংশ। বাগদায় ৭৯.০৬ ও ৭৬.০৬ শতাংশ ও মানিকতলায় ৬২.৯৪ ও ৬৮.৫৫ শতাংশ।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: South 24 Paragana: চোর সন্দেহে থানায় তুলে নিয়ে গিয়ে যুবককে মারধরের অভিযোগ, জামিনের পর মৃত্যু; শোরগোল ঢোলাহাটে