কলকাতা: তৃতীয়বারের জন্য় কেন্দ্রে সরকার গঠন করছেন নরেন্দ্র মোদি (Narendra Modi Cabinet)। এবার এনডিএর-এর দুই বড় শরিক জেডিইউ এবং টিডিপির কাঁধে ভর করেই তৃতীয়বারের জন্য় প্রধানমন্ত্রী হলেন নরেন্দ্র মোদি। কেন্দ্রে মোদির ক্য়াবিনেটে জায়গা পেয়েছেন শরিক দলের একাধিক সাংসদ। সেই তালিকাতেই নজর কেড়েছেন কে রামমোহন নাইডু। যাঁর নাম কিঞ্জারাপু রাম মোহন নাইডু। সম্ভবত ইনিই মোদির ক্যাবিনেটে সর্বকনিষ্ঠ সদস্য। তিনি টিডিপির সাংসদ।


রাজনীতির পরিবার থেকে আসা Ram Mohan Naidu প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী Yerran Naidu-এর ছেলে। টিডিপির টিকিটে জেতা রাম মোহন নাইডু জায়গা পেলেন মোদির তৃতীয় দফার ক্যাবিনেটে। রবিবার তিনি শপথবাক্য পাঠ করলেন। 


শ্রীকাকুলাম কেন্দ্র থেকে এই নিয়ে তৃতীয় বারের জন্য সাংসদ হয়েছেন রাম মোহন নাইডু (Ram Mohan Naidu)। ২০১৯ এর লোকসভা নির্বাচনে গোটা রাজ্যে YSRCP-এর ঢেউ বয়ে গিয়েছিল। সেই সময়েও নিজের কেন্দ্র থেকে জিতেছিলেন তিনি। একদিকে টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডুর অত্যন্ত ঘনিষ্ঠ  Yerran Naidu, তাঁরই ছেলে রাম মোহন নাইডু। অন্যদিকে যুবনেতা হিসেবে অত্যন্ত জনপ্রিয়। উত্তর অন্ধ্র থেকে লাগাতার দিতে আসছেন তিনি। আর এবার এনডিএ সরকারে টিডিপি (tdp) অত্যন্ত গুরুত্বপূর্ণ শরিক। সব মিলিয়ে মোদির মন্ত্রিসভায় রাম মোহনের জায়গা পাওয়া হয়তো কথাই ছিল।


শ্রীকাকুলাম জেলাতেই জন্ম রাম মোহন নাইডুর। এখন তাঁর বয়স ৩৬ বছর। বি.টেক এবং এমবিএ ডিগ্রি রয়েছে তাঁর। তাঁর ভোটপ্রচারের আগাগোড়া প্রচারকাজে ব্য়স্ত থাকতে দেখা গিয়েছে তাঁর স্ত্রীকে। তাঁদের ২ সন্তান রয়েছে। রাম মোহনের শ্বশুর আনাকাপাল্লি জেলায় মাদুগুলার বিধায়ক। তেলগু, হিন্দি ও ইংরেজিতে সড়গড় রাম মোহন নাইডু। এর আগেও সংসদে আলোচনার সময় সাংসদ হিসেবে নিজের ছাপ রেখেছেন তিনি। এবার মন্ত্রিত্বের দায়িত্ব তাঁর কাঁধে।    


রবিবার শপথগ্রহণ:
তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ নরেন্দ্র মোদির। নরেন্দ্র মোদিকে শপথবাক্য পাঠ করালেন রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রীর সঙ্গে শপথ নিলেন আরও ৭১ জন মন্ত্রী। মোদি মন্ত্রিসভায় রাজনাথ সিংহ, অমিত শাহ, জে পি নাড্ডা, নিতিন গডকড়ী, জে পি নাড্ডা, নির্মলা সীতারমণ, শিবরাজ সিংহ চৌহান, নির্মলা সীতারমণ, পীযূষ গোয়েল, এইচ ডি কুমারস্বামী (জেডিএস), ধর্মেন্দ্র প্রধান, জিতনরাম মাঝি (এইচএএম), রাজীব রঞ্জন সিংহ (জেডিইউ), সর্বানন্দ সোনওয়াল, বীরেন্দ্র কুমার, প্রহ্লাদ জোশী। শপথ নিলেন জুয়েল ওঁরাও, গিরিরাজ সিংহ, অশ্বিনী বৈষ্ণব এবং আরও অনেকে।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: Sukanta Majumdar: প্রত্যাশা জাগিয়েও বাংলায় ধরাশায়ী BJP, মন্ত্রিত্ব পুরস্কার না শাস্তি? মুখ খুললেন সুকান্ত