নিউ ইয়র্ক: পাকিস্তান (IND vs PAK) ক্রিকেটে তখন ফাস্টবোলারদের রমরমা। ওয়াসিম আক্রম, ওয়াকার ইউনিসদের মতো কিংবদন্তি তো আছেনই, সঙ্গে আবির্ভাব হল শোয়েব আখতারের। যিনি দুরন্ত গতিতে প্রতিপক্ষকে কোণঠাসা করে ফেলতে পারেন। ভারতীয় দলের তৎকালীন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে প্রায়শই আক্ষেপ করতে শোনা যেত, ইশশ, আমার যদি একটা শোয়েব থাকত...


পরে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক থাকাকালীন সেই শোয়েবকে নিয়ে এসেছিলেন সৌরভ। বেহালার বিখ্যাত বাঁহাতি যদি এখন কোনও আইপিএল দলের অধিনায়ক হতেন, তাহলে কি তিনি যে বোলারকে পেতে সর্বস্ব দিয়ে ঝাঁপাতেন, তাঁর নাম অনুমান করতে খুব কষ্ট হবে? সৌরভ-ঘনিষ্ঠরা অন্তত সহজেই বলে দেবেন সেই কাঙ্খিত বোলারের নাম। যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)।


রবিবার নিউ ইয়র্কে যিনি ভারতকে হারা ম্য়াচ জিতিয়ে দিলেন। দুরন্ত স্পেলে পাকিস্তানের ব্যাটিংয়ে থরহরিকম্প তুলে দিলেন আমদাবাদের ডানহাতি পেসার।


হাতে মাত্র ১১৯ রানের পুঁজি। টি-টোয়েন্টি ফর্ম্যাটে প্রথমবার ভারতকে অল আউট করার স্বস্তি নিয়ে বিরতিতে গিয়েছে পাকিস্তান। অতি বড় ভারত সমর্থকও আশা করেননি যে, একান থেকে পাল্টা লড়াই সম্ভব। তার ওপর বুমরার বলে মহম্মদ রিজওয়ানের লোপ্পা ক্যাচ ফেলে দিলেন শিবম দুবের। রিজওয়ানের রান তখন ৭। সেই রিজওয়ান করে গেলেন ৩১ রান।


তবু বুমরা দমেননি। ম্যাচের শেষে তাঁর বোলিং পরিসংখ্যান ৪-০-১৪-৩। টি-টোয়েন্টি ক্রিকেটে অবিশ্বাস্য! শিকারের তালিকায়? মহম্মদ রিজওয়ান, বাবর আজম ও ইফতিকার আমেদ। ভারতের ১১৯ তাড়া করতে নেমে পাকিস্তান আটকে গেল ১১৩/৭ স্কোরে। ভারত ম্যাচ জিতল ৬ রানে। বুমরার বিধ্বংসী বোলিং দেখে ম্যাচের শেষ রোহিত শর্মা পর্যন্ত বলে দিলেন, 'ওর বোলিং ভাষায় ব্যাখ্যা করা কঠিন। অবিশ্বাস্য। যত দিন যাচ্ছে, আরও ভাল বোলারে পরিণত হচ্ছে। বুমরা জিনিয়াস।'


ম্যাচের সেরা হয়েছেন বুমরাই। তিনি বলেন, 'দারুণ লাগছে। আমরা একটু চাপে ছিলাম। দ্বিতীয়ার্ধে রোদ ওঠার পর উইকেটটা একটু ভাল হয়ে যায়। আণরা শৃঙ্খলা দেখিয়েছি। সেটাই আনন্দের। আমি চেয়েছিলাম সিমে বল করতে। পরিকল্পনাগুলো কাজে লাগাতে চেষ্টা করেছি। আমি খুশি যে সেটা পেরেছি। মনে হচ্ছিল যেন ভারতে খেলছি। এত সমর্থন পেয়ে আমরা আপ্লুত। আমরা দুটি ম্যাচেই ভাল খেলেছি।'


পরপর দুই ম্যাচ জিতে সুপার এইটে ওঠার পথে অনেকটাই এগিয়ে গেল ভারত। অন্য়দিকে টানা দুই হারের পর পাকিস্তানের সুপার এইটের স্বপ্নই এখন ভেন্টিলেশনে।


আরও পড়ুন: বিবাহ বিচ্ছেদের পরে আধ্যাত্মিক সানিয়া! টেনিস সুন্দরী বেরিয়ে পড়ছেন হজযাত্রায়


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।