সাগরদিঘি : প্রথম রাউন্ড গণনা শেষে এগিয়ে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী (Congress Candidate)। প্রথম রাউন্ড শেষে ৫২৭ ভোটে এগিয়ে বায়রন বিশ্বাস (Byron Biswas)। এই তথ্য সামনে আসতেই জয়ের ব্যাপারে ১০০ শতাংশ আশার কথা শোনালেন প্রার্থী।


কী বললেন প্রার্থী ?


বায়রন বিশ্বাস বলেন, "কংগ্রেসই জয়ী হবে। জনগণ তাই বলছে। আমি ১০০ শতাংশ আশাবাদী। সাধারণ মানুষ সজাগ হয়েছে। তৃণমূলের অত্যাচার, চুরি-চামারি বুঝতে পারছে। বেকারত্ব-এইসব সমস্যা বুঝেই মানুষ এবার কংগ্রেসকে চেয়েছে। পরিবর্তন হবেই। "


জয়ের ব্যাপারে আশাপ্রকাশ করেছেন বিজেপি প্রার্থী দিলীপ সাহাও (Dilip Saha)। যদিও দিন দুয়েক আগেই সাগরদিঘিতে জয় নিয়ে নিজের অবস্থান থেকে কার্যত ১৮০ ডিগ্রি ঘুরে যান বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। সোমবার ভোট শেষের পর বিজেপি দু-নম্বরে থাকবে বলে দাবি করেছিলেন দিলীপ!


রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও বিধায়ক সুব্রত সাহার মৃত্যুতে (Subrata Saha Death) সাগরদিঘি বিধানসভায় উপনির্বাচন (Sagardighi Bypoll) হয়। এই আসনে কংগ্রেসের প্রার্থীকেই সমর্থন জানায় বামেরা। কংগ্রেস প্রার্থী হন বায়রন বিশ্বাস। অন্যদিকে প্রার্থী দেয় তৃণমূল ও বিজেপি। 


সোমবার বিক্ষিপ্ত কিছু অশান্তি ছাড়া মোটের ওপর শান্তিপূর্ণই ছিল ভোটগ্রহণ। ভোট পড়ে ৭৮.১৮ শতাংশ। এই প্রেক্ষাপটে জয় নিয়ে আশাপ্রকাশ করে কংগ্রেস। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী (Adhir Chowdhury) বলেছিলেন, "সাগরদিঘিতে বামেরা তো ভোট আমাদের দিয়েছে। বিজেপির কিছু ভোট দিয়েছে। কারণ তৃণমূলকে মোকাবিলা করতে।"


যদিও তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেছিলেন, "তৃণমূল কংগ্রেস নিশ্চিত মানুষের পাশে থেকে কাজ করছে। অধীর চৌধুরী নায়ক সিনেমার অমরেশ পুরী হতে চাইছেন। কংগ্রেস গায়ের জ্বালায় বিজেপির দালালি করছে। অধীর চৌধুরীর আচরণ অবিজেপি শক্তি, অকংগ্রেসিদের বন্ধু নয়৷ এরা চাইছে না বিজেপিকে হারানো যাক। কংগ্রেস কি চায়? তৃণমূলকে বাদ দিয়ে লড়ার ক্ষমতা আছে?"


স্বাধীনতার পর এই প্রথম বাম ও কংগ্রেসের কোনও প্রতিনিধি নেই বিধানসভায়। সাগরদিঘি উপনির্বাচনে জয়ের হাত ধরে সেই খরা কি কাটাতে পারবে কংগ্রেস? না, নিজেদের আসন ধরে রাখবে তৃণমূল? '২১-এর বিধানসভা ভোটে মুর্শিদাবাদে চমক দেওয়া বিজেপি কি এবারও কোনও চমক দেবে? উত্তর মিলবে আজ।


আরও পড়ুন ; তৃণমূলের কি হাতছাড়া হবে সাগরদিঘি ? প্রথম রাউন্ডের শেষে এগিয়ে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী