সাগরদিঘি : সাগরদিঘিতে অষ্টম রাউন্ডের শেষেও এগিয়ে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস। ১২ হাজারেরও বেশি ভোটে এগিয়ে কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস। সাগরদিঘিতে পিছিয়ে তৃণমূল প্রার্থী দেবাশিস বন্দ্যোপাধ্যায়।


চলতি বছরেই পঞ্চায়েত ভোট। তার আগে নিজের একদা গড়ে কোথায় দাঁড়িয়ে তা যাচিয়ে নেওয়ার দরকার ছিল। তাই সব শক্তি দিয়ে ঝাঁপিয়েছিলেন অধীর চৌধুরী। শুধু তা-ই নয়, চেয়ে নিয়েছিলেন বাম সমর্থনও। সাড়া দেন বামেরা। মহম্মদ সেলিম-সহ অন্যান্য নেতৃত্ব গেছেন প্রচারে। সামগ্রিক এই প্রচেষ্টারই ফসল ঘরে তোলার পথে সাগরদিঘির বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস। 


১১ রাউন্ডের শেষে এগিয়ে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস। প্রায় ১৮ হাজার ভোটে এগিয়ে কংগ্রেস প্রার্থী। পিছিয়ে তৃণমূল প্রার্থী দেবাশিস বন্দ্যোপাধ্যায়। দল ব্যবধান বাড়িয়ে ধরাছোঁয়ার বাইরে চলে যেতেই উচ্ছ্বাসে ভাসছেন কংগ্রেস সমর্থকরা। বহরমপুরে বাজি ফাটিয়ে, আবির নিয়ে জয় উদযাপনের প্রস্তুতি নিচ্ছেন তাঁরা।


কী বলছেন অধীর ?


এদিকে জয়ের দিকে এগোতেই আত্মবিশ্বাসী প্রদেশ কংগ্রেস সভাপতি। তিনি বললেন, "আমার একটাই কথা, এই নির্বাচন প্রমাণ করল, মমতা বন্দ্যোপাধ্যায় অপরাজেয় নন। তাঁকে পরাজিত করা যেতে পারে। টিএমসিকে বধিবে যে, মুর্শিদাবাদে বাড়িছে সে। এই বাংলায় চোরতন্ত্র উচ্ছেদ করে, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করব। কংগ্রেস, বাম এবং অন্যান্য সমস্ত সঙ্গী দল মিলে।" 


এর পাশাপাশি জোট ফর্মুলাতেও দিলেন সিলমোহর। অধীর বলেন, "জোট আমরা বরাবরই চেয়েছি। বামেদের সঙ্গে আমরা কখনো জোট বিচ্ছিন্ন করিনি তো। ২০১৬ সাল থেকে আমরা একই কথা বলে আসছি। সিপিএমের মাঝখানে মনে হয়েছিল, জোটের দরকার নেই তাই তারা সরে গিয়েছিল। আমরা সরিনি। আমি বিমানবাবুকে নির্বাচন শুরুর আগে অনুরোধ করেছিলাম। উনি তাতে সাড়া দিয়ে সমর্থন করেছেন। তাঁকে আমি ধন্যবাদ জানাই। মহম্মদ সেলিম আমাকে আন্তরিকভাবে সমর্থন করেছিলেন। তাঁরা প্রচারে এসেছিলেন। বোন মীনাক্ষী প্রচারে এসেছিলেন। সিপিএমের বহু বড় বড় নেতা এখানে প্রচারে এসেছেন। স্বাভাবিকভাবে বায়রন বিশ্বাসের জয়ের পিছনে কংগ্রেস, তার সঙ্গে বামেদের সমর্থন এবং তৃণমূলের একটা অংশ আমাদের সমর্থন করেছেন। গতবার আমি বলেছিলাম, কংগ্রেস হারতে পারে। হারিয়ে যাবে না। আজ প্রমাণ হয়েছে, কংগ্রেস হারিয়ে যায়নি। কংগ্রেস হারাতে পারে, তাড়াতে পারে। তৃণমূলকে বাংলা থেকে হারাব এবং তাড়াব।" 


আরও পড়ুন ; 'মমতা বন্দ্যোপাধ্যায় অপরাজেয় নয়', সাগরদিঘির ফলাফল দেখে হুঙ্কার অধীরের