কলকাতা:  সল্টলেক সেন্ট্রাল পার্কের কাছে ঝুপড়িতে আগুন। প্রায় ৫০টি ঝুপড়ি ভস্মীভূত হয়ে গিয়েছে। সকাল ৮টা নাগাদ আগুন লাগে। দ্রুত তা ছড়িয়ে পড়ে। ঘণ্টাখানেকের মধ্যে পুড়ে ছাই হয়ে যায় প্রায় ৫০টি ঝুপড়ি। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৭টি ইঞ্জিন। আগুন লাগার কারণ যদিও স্পষ্ট নয়।


সল্টলেকে সেন্ট্রাল পার্কের কাছে ঝুপড়িতে বিধ্বংসী আগুন। নববর্ষের মুখে নিরাশ্রয় প্রায় পঞ্চাশটি পরিবার। খিদিরপুরে ভস্মীভূত গুদাম। জোড়া অগ্নিকাণ্ডে সপ্তাহের প্রথম দিনেই ত্রস্ত শহর।


সোমবার সকালে সল্টলেক সেন্ট্রাল পার্কের কাছে ঝুপড়িতে আগুন লাগে। নিমেষের মধ্যে তা ভয়ঙ্কর চেহারা নেয়। স্থানীয় সূত্রে খবর, এই এলাকায় প্রায় ৯০টি ঝুপড়ি রয়েছে। আগুনের গ্রাসে পঞ্চাশটি ঝুপড়ি পুড়ে খাক হয়ে গিয়েছে এদিন। কাগজ, থার্মোকল, প্লাস্টিক, পিচবোর্ডের পেটির মতো দাহ্য বস্তু মজুত থাকায় হু-হু করে ছড়িয়ে পড়ে আগুন। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন দমকলমন্ত্রী। দমকলের ১০টি ইঞ্জিনের ঘণ্টাদুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। হতাহতের কোনও খবর নেই। 


দমকলমন্ত্রী সুজিত বসু বলেন, ‘‘আমরা চেষ্টা করেছি। দমকল দক্ষতার সঙ্গে কাজ করেছে। আমরা সব সময়ই মানুষের পাশে আছি ৷’’


বিভিন্ন জায়গা থেকে পুরনো কাগজ, প্লাস্টিক সংগ্রহ করে দিন গুজরান করেন যাঁরা, মূলত তাঁদেরই বাস এই ঝুপড়িতে। দমকলের প্রাথমিক অনুমান, রান্না করার সময় উনুন থেকে আগুন ছড়িয়ে পড়ে। 


অন্যদিকে সকাল ১১টা নাগাদ খিদিরপুরের কোলবার্থ রোডে তারের গুদামে আগুন লাগে। দমকলের ৮টি ইঞ্জিন ঘণ্টাদুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় কেউ হতাহত হননি। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়।