নয়াদিল্লি: সচিন তেন্ডুলকর করোনা আক্রান্ত হওয়ার দিনেই একটি ট্যুইট করে বিতর্কে জড়ালেন ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার কেভিন পিটারসেন। তিনি ট্যুইটে লেখেন, ‘আমাকে কেউ দয়া করে বলুন, সারা বিশ্বের সামনে ঘোষণা করার কী দরকার যে আপনি করোনা আক্রান্ত?’ জবাবে ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটার যুবরাজ সিংহ লেখেন, ‘আজকেই তোমার এই কথাটা মনে হল? আগে কখনও এটা ভাবোনি?’ এরপর পিটারসেন লেখেন, তিনি সচিনের করোনা আক্রান্ত হওয়ার খবর জানতেন না। সচিনের দ্রুত সুস্থতাও কামনা করেন তিনি।
পরে অন্য একটি ট্যুইটে পিটারসেন লেখেন, ‘আমি খুব সাধারণ ও নিরীহ প্রশ্ন করেছিলাম, কেন অনেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ঘোষণা করেন, তাঁরা করোনা আক্রান্ত। উত্তর হল, আশেপাশে থাকা মানুষজনকে জানানো যে যাঁরা সংস্পর্শে এসেছেন, তাঁরা যেন করোনা পরীক্ষা করিয়ে নেন। এটা বেশ যুক্তিসঙ্গত।’
শনিবার ট্যুইট করে সচিন জানান তিনি করোনা আক্রান্ত হয়েছেন। এরপর শনিবার রাতেই সচিনের সতীর্থ ইউসুফ পঠানও ট্যুইট করে জানান, তিনিও করোনা আক্রান্ত হয়েছেন। এই দুই ক্রিকেটার সম্প্রতি একসঙ্গে ইন্ডিয়া লিজেন্ডসের হয়ে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে খেলেন। তাঁরা এই প্রতিযোগিতায় ভারতীয় দলকে চ্যাম্পিয়নও করেন। এরপরেই করোনা আক্রান্ত হলেন তাঁরা।
ট্যুইটে সচিন লেখেন, ‘করোনাকে যাতে ঠেকিয়ে রাখা যায়, সেটা নিশ্চিত করার জন্য আমি পরীক্ষা করাচ্ছি এবং যাবতীয় সতর্কতা মেনে চলছি। তবে আমার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। আমার শরীরে করোনার সামান্য উপসর্গ আছে। বাড়ির বাকি সবার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। আমি হোম কোয়ারেন্টিনে আছি। আমি যাবতীয় সতর্কতা মেনে চলছি। চিকিৎসকরা যে পরামর্শ দিয়েছেন, সেই অনুযায়ী চলছি। যে সমস্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা আমাকে দেখছেন এবং সারা দেশের সবার চিকিৎসা করছেন, তাঁদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। আপনারা সবাই সাবধানে থাকুন।’
ইউসুফ ট্যুইট করেন, ‘আমার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। আমার শরীরে সামান্য উপসর্গ রয়েছে। করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসার পর আমি বাড়িতেই কোয়ারেন্টিনে আছি। সবরকম সতর্কতা মেনে চলছি এবং চিকিৎসার মধ্যে আছি। যাঁরা আমার সংস্পর্শে এসেছেন, তাঁদের প্রত্যেককে যত দ্রুত সম্ভব করোনা পরীক্ষা করিয়ে নেওয়ার অনুরোধ জানাচ্ছি।’
ক্রিকেটপ্রেমীরা সচিন ও ইউসুফকে দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য শুভেচ্ছা জানাচ্ছেন। পিটারসেন প্রথম ট্যুইটের জন্য বিতর্কে জড়ালেও, পরে অবশ্য নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন এবং সচিনকে শুভেচ্ছা জানিয়েছেন।