কলকাতা: খোদ রামরাজ্যেই পিছিয়ে পড়ল বিজেপি। সমাজবাদী পার্টির প্রার্থীর থেকে অনেকটা পিছনে বিজেপির প্রার্থী। সপা প্রার্থী অবধেশ প্রসাদ এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী লাল্লু সিংহের থেকে। ১০ হাজারেরও বেশি ভোটে বিজেপি প্রার্থীকে পিছনে ফেলেছেন সমাজবাদী পার্টির প্রার্থী।      


রামরাজ্য অযোধ্যা। চলতি বছরেরই জানুয়ারি মাসে যেখানে রাম মন্দির উদ্বোধন করেছেন খোদ নরেন্দ্র মোদি। সেই অযোধ্যা ফৈজাবাদ লোকসভা কেন্দ্রের অন্তর্গত। সেখানেই বিজেপি পিছিয়ে থাকার ঘটনা রাজনৈতিক ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 


২০১৯ সালে রাম মন্দির ইস্যু ছিল বিজেপির। অযোধ্যায় রাম মন্দির তৈরির আশ্বাস দিয়েছিল পদ্মশিবির। সেই আশ্বাস রেখেই ২০২৪ সালের জানুয়ারিতে রাম মন্দির উদ্বোধন হয়। বিজেপি সারা ভারতেই এই ইস্যু নিয়ে প্রবল প্রচার করেছে। লোকসভা নির্বাচনের প্রচারে বারবার রাম মন্দির প্রসঙ্গ তুলে এনেছেন খোদ নরেন্দ্র মোদি। কিন্তু সেই অযোধ্যার ঘাঁটিতেই পিছিয়ে পড়ল বিজেপি। এখনও বেশ কিছু রাউন্ড গণনা বাকি। 


এই লোকসভা নির্বাচনে হিন্দু-ভাবাবেগ শান দিয়ে বরাবর প্রচার চালিয়েছে বিজেপি। হিন্দু-ভাবাবেগে নির্ভর করেই বরাবর রাজনীতি করেছেন পদ্মশিবির। কিন্তু অযোধ্যা- যা হিন্দুত্বের একেবারে প্রাণকেন্দ্র। সেই লোকসভআ আসনে বিজেপি পিছিয়ে পড়ায় প্রশ্ন উঠেছে বিজেপি রাম মন্দির ইস্যু কি আদৌ কাজ করেছে?


উত্তরপ্রদেশে মোদি ম্যাজিক যে ফিকে হয়েছে তার আভাস পাওয়া গিয়েছে গণনার শুরুতেই। লোকসভা নির্বাচনের আসন প্রাপ্তির নিরিখে এখনও পর্যন্ত যা পরিস্থিতি তাতে উত্তরপ্রদেশে সর্ববৃহৎ পার্টি হওয়ার পথে সমাজবাদী পার্টি। এখনও পর্যন্ত ৩৭টি আসনে এগিয়ে রয়েছে সমাজবাদী পার্টি। বিজেপি এগিয়ে রয়েছে ৩২টি আসনে। কংগ্রেস এগিয়ে রয়েছে ৮টি আসনে। বাকি আসনে এগিয়ে অন্যরা। অর্থাৎ এখনও পর্যন্ত উত্তর প্রদেশে অধিকাংশ আসনেই এগিয়ে I.N.D.I.A জোট। 

উত্তর প্রদেশে এই ধাক্কার কারণেই বিজেপি তাদের চারশো টার্গেট থেকে অনেকটাই দূরে রয়েছে। যেখানে এনডিএ ৪০০ আসনে জেতার টার্গেট নিয়েছিল। সেখানে এনডিএ এখনও তিনশো পেরোতে পারেনি। এখনও পর্যন্ত ২৯৫টি আসনে এগিয়ে। তার মধ্যে বিজেপি ২৩৯টি আসনে এগিয়ে। উল্টোদিকে সপা-কংগ্রেস জুটি কার্যত কড়া প্রতিদ্বন্দিতার মুখে দাঁড় করিয়েছে বিজেপিকে। গোটা উত্তর প্রদেশে এখনও পর্যন্ত সবচেয়ে বড় দল হিসেবে আত্মপ্রকাশ করার জায়গায় সমাজবাদী পার্টি।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: নির্বাচনী ফলাফলের প্রাথমিক ট্রেন্ডে শেয়ার বাজারে বিপুল ধস