অমেঠী : ফের কি গড় দখলের পথে গান্ধী পরিবার ? অন্তত গণনার প্রাথমিক প্রবণতা সেই ইঙ্গিতই দিচ্ছে। অমেঠীতে গণনার শুরু থেকেই কার্যত টানা পিছিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী স্মৃতি ইরানি (Smriti Irani)। শেষ পাওয়া খবরে এই কেন্দ্রে ১৯ হাজারের বেশি ভোটে এগিয়ে কংগ্রেস প্রার্থী তথা গান্ধী-পরিবার ঘনিষ্ঠ কে এল শর্মা (K L Sharma)। এই পরিস্থিতিতে পুনর্গণনার দাবি জানিয়েছেন স্মৃতি। Amethi Lok Sabha Election Results 2024


পাঞ্জাবের লুধিয়ানার বাসিন্দা কিশোরী লাল শর্মা। গান্ধী পরিবারের ঘনিষ্ঠ। তিনি কংগ্রেস দল ও রায়বরেলিতে সনিয়া গান্ধীর অনুপস্থিতিতে ম্যানেজার থেকেছেন। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর ঘনিষ্ঠ ছিলেন। ১৯৯১ সালে তাঁর মৃত্যুর পর গান্ধী পরিবারের সঙ্গে তাঁর সম্পর্ক আরও মজবুত হয়। ১৯৮৩ সালে প্রথম অমেঠিতে আসেন কে এল শর্মা। সেই সময় থেকেই এই কেন্দ্রে কংগ্রেসের হয়ে কাজ করছেন তিনি।


একনজরে আমেঠি কেন্দ্র-


২০১৯ সাল পর্যন্ত গান্ধী পরিবারের আধিপত্য বজায় ছিল আমেঠিতে। কিন্তু, সেবার বিজেপি প্রার্থী স্মৃতি ইরানির কাছে হেরে যান রাহুল। যা ছিল কংগ্রেসের কাছে বড়সড় ধাক্কা। প্রায় ৫৫ হাজার ভোটে জিতেছিলেন স্মৃতি। তার আগে ২০০৪ থেকে ২০১৯ সালে পর্যন্ত অমেঠির সাংসদ ছিলেন রাহুল। তাঁর বাবা প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীও অমেঠি থেকে ১৯৮১ সাল থেকে ১৯৯১ সালে তাঁর প্রয়াণকাল পর্যন্ত সাংসদ ছিলেন। ১৯৯৯ সালে এই আসনে লড়েছিলেন সনিয়া। সেবার এই কেন্দ্রে সনিয়ার জয়ে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন কে এল শর্মা। পরে সনিয়া ২০০৪ সালে এই কেন্দ্র ছেড়ে দেন রাহুলকে। রাহুল এই মুহূর্তে কেরলের ওয়েইনাড কেন্দ্রের বিদায়ী সাংসদ। এই আসন থেকে এবারও প্রতিদ্বন্দ্বিতা করেছেন তিনি। অন্যদিকে, এবারও অমেঠি কেন্দ্র থেকেই লড়াই করছেন স্মৃতি ইরানি।


অন্যদিকে রায়বরেলি থেকে এগিয়ে রয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। পাশাপাশি দক্ষিণরাজ্যের ওয়েনাদ থেকেও এগিয়ে তিনি।  ২০১৯ এর ভোটে অমেঠিতে স্মৃতি ইরানির কাছে হেরেছিলেন রাহুল। এবার অমেঠি থেকে স্মৃতি ইরানিই গেলেন পিছিয়ে। তবে এখন শুধু মাত্রই প্রাথমিক ট্রেন্ড। এখন শেষ হাসি কে হাসে, সেটাই দেখার। Lok Sabha Election Result 2024


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।