পার্থ প্রতিম ঘোষ, বসিরহাট: বসিরহাট (Basirhat Loksabha Election Result) দখলের পথে তৃণমূল। লক্ষাধিক ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী হাজি নুরুল। সন্দেশখালিতে ধুয়েমুছে সাফ বিরোধীরা। বসিরহাটে রেখা পাত্রকে (Rekha Patra) ধাওয়া করল তৃণমূল কর্মী-সমর্থকরা।


বিজেপি প্রার্থীকে ধাওয়া তৃণমূলের: বেলা ১২টার হিসেব অনুযায়ী, রাজ্যে বিজেপি এগিয়ে ৯টি আসনে। তৃণমূল এগিয়ে রয়েছে ৩১টি আসনে। বসিরহাটে ১ লক্ষ ৪২ হাজারের বেশি ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী হাজি নুরুল। সন্দেশখালি বিধানসভা কেন্দ্রেও এগিয়ে তৃণমূল। বসিরহাটে বিজেপি প্রার্থীর গাড়ি ধাওয়া করে তৃণমূল। গণনাকেন্দ্রে থেকে বেরিয়ে যাওয়ার সময় তৃণমূল কর্মী সমর্থকরা ধাওয়া করেন রেখা পাত্রকে। আর রেখা পাত্র বেরিয়ে যেতে কার্যত সেলিব্রেশন শুরু করেন তৃণমূল প্রার্থীরা। সবুজ আবির মেখে উচ্ছ্বাসে মেতে ওঠেন কর্মী সমর্থকরা। 


শেষ দফায় সবার নজরে ছিল বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত সন্দেশখালির ভোট। আর দিনের শেষে সেখানেই দফায় দফায় অগ্নিগর্ভ পরিস্থিতি হয়ে ওঠে। ভোটের দিনই দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে বেড়মজুর, বয়েরখালি, আগারহাটি, কানমারি, চুঁচুড়া মোড়-সহ সন্দেশখালির একাধিক এলাকা। ভোটের দিনে ফেরে সন্দেশখালির মহিলাদের আন্দোলনের ছবি। রাস্তায় গাছের গুঁড়ি ফেলে অবরোধ থেকে জ্বলে আগুনও। পুলিশের দিকে ধেয়ে আসে একের পর এক ঢিল, পাটকেল। পাল্টা লাঠিচার্জ করে পুলিশ। দুপুর থেকে পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করলেও, কেন্দ্রীয় বাহিনীর দেখা মেলে বিকেল সাড়ে চারটেয়। পুলিশের বিরুদ্ধেও উঠল ভয়ঙ্কর অভিযোগ। মুহূর্তে বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে পাশের কানমারি মোড়ে। সন্দেশখালির ঘটনায় অ্যাকশন টেকেন রিপোর্ট চেয়ে পাঠায় নির্বাচন কমিশন।                                  


কী অভিযোগ বিজেপি প্রার্থীর?


এর আগে ভোটগণনা শুরু হতে হুমকির অভিযোগ তোলেন বসিরহাটের বিজেপি প্রার্থী। রেখা পাত্র অভিযোগ করেন, "আমার বাড়িতে হুমকি গিয়েছিল ভোটের ফল বেরোনোর সঙ্গে সঙ্গে পরিবারের সদস্যদের পুড়িয়ে দেবে। সন্দেশখালি থানার পুলিশ গিয়ে হুমকি দিয়ে এসেছে। পুলিশমন্ত্রীকে বলছি একটা মানুষের গায়ে আঁচড় দিয়ে দেখাক!''                         


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: Loksabha Election Result 2024: এগিয়ে মোদি, শাহ, হাড্ডাহাড্ডি লড়াইয়ে NDA-র হেভিওয়েটরা কে কোথায়?