আশাবুল হোসেন, অশোকনগর: 'আমার প্রথম ভিজিট এবার সন্দেশখালি হবে', মঙ্গলবার অশোকনগরের (Ashoknagar) সভা থেকে আজ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তবে তার সঙ্গে দিলেন এক শর্তও। কবে তিনি যাবেন সন্দেশখালি? কীই বা তাঁর শর্ত? (Sandeshkhali News)


সন্দেশখালি কবে যাবেন মুখ্যমন্ত্রী? 


'বসিরহাট জেতার পরে যাব সন্দেশখালি', এদিন সভা থেকে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। 'সন্দেশখালি হল না বলে এবার প্ল্যান বি হিংসা ছড়ানো', বিজেপির বিরুদ্ধে হিংসার ষড়যন্ত্রের অভিযোগে আক্রমণে মমতা। 

সন্দেশখালিতে ইডির ওপর হামলার পর কেটে গিয়েছে প্রায় সাড়ে চার মাস। এই ঘটনাকে কেন্দ্র করে এরপর উত্তাল হয়ে উঠেছে গোটা দেশের রাজনীতি। মহিলাদের ওপর নির্যাতন, জমি দখল, জমিতে নোনা জল ঢুকিয়ে দেওয়ার মতো মারাত্মক অভিযোগ উঠেছে। লাঠি-ঝাঁটা হাতে মহিলারা রাস্তায় নেমেছে আগুন জ্বলেছে, কিন্তু কলকাতা থেকে সন্দেশখালির দূরত্ব মেরেকেটে ৭৫ কিলোমিটার হলেও এখনও অবধি সেখানে যাননি মমতা বন্দ্য়োপাধ্য়ায়। এই পরিস্থিতিতে ভোটের প্রচারে প্রথমবার বসিরহাট লোকসভা কেন্দ্রে পা রেখে, সন্দেশখালি যাওয়ার কথা ঘোষণা করলেও, তার সঙ্গে শর্তও জুড়ে দিলেন মুখ্য়মন্ত্রী। এদিন অশোকনগরের সভা থেকে তিনি বলেন, 'বসিরহাটে হাজি নুরুল যেদিন জিতবে, তার কয়েকদিনের মধ্যে আমার প্রথম ভিজিট এবার সন্দেশখালি হবে।'


এই ঘোষণার পর অবশ্য চুপ থাকেননি বিরোধীরা। 'মুখ্য়মন্ত্রী গোটা রাজ্য়ের, কোনও দলের নন। তাহলে শুধু তৃণমূল জিতলে, তবেই কেন সন্দেশখালি যাবেন মুখ্য়মন্ত্রী? রাজনীতির রং দেখে হবে মুখ্য়মন্ত্রীর সন্দেশখালি-সফর?' প্রশ্ন তুলেছেন বিরোধীরা।

বসিরহাট লোকসভার তৃণমূল প্রার্থীর সমর্থনে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের সভা থেকে ফের সন্দেশখালিকাণ্ডে চক্রান্তের অভিযোগ তুলে বিজেপিকে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'আমি দুঃখিত, মা-বোনেদের নিয়ে অসম্মানের খেলা আর কেউ যেন না খেলে। এটা মাথায় রাখতে হবে, এই জিনিসগুলো বাইরে না আসলে, মানুষ বুঝতেই পারত না আসলে বিজেপি চক্রান্তটা কীভাবে করেছিল। আরও যেকোনও জায়গায় করতে পারে।'


আরও পড়ুন: Sandeshkhali Chaos: FIR-এ অন্তর্বর্তী স্থগিতাদেশ, সন্দেশখালি ভাইরাল ভিডিও কাণ্ডে স্বস্তি রেখা পাত্রের

তবে এই চাপানউতোরের মধ্যেই হাইকোর্টে স্বস্তি পেলেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া ১২ মে-র FIR র ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। ১৪ জুন পর্যন্ত কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ, জানিয়েছে হাইকোর্ট।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।