কলকাতা: বিগত কয়েক মাস ধরেই শিরোনামে সন্দেশখালি (Sandeshkhali Chaos)। ভোটের বাংলায় যা নিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজাও (Political Tussle)। এবার সন্দেশখালির ভাইরাল ভিডিও কাণ্ডে স্বস্তি পেলেন বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্র (Rekha Patra)।
সন্দেশখালি ভাইরাল ভিডিও কাণ্ডে রেখা পাত্রের স্বস্তি
গঙ্গাধর কয়ালের পর এবার স্বস্তি বিজেপি প্রার্থী রেখা পাত্রের। বিজেপি প্রার্থী রেখা পাত্রের বিরুদ্ধে FIR-এ অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। '১৪ জুন পর্যন্ত কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ', জানিয়ে দিল হাইকোর্ট। ১২ জুন হাইকোর্টে এই মামলার পরবর্তী শুনানি হবে।
উত্তপ্ত সন্দেশখালি, তুঙ্গে রাজ্য রাজনীতি
একের পর এক ভাইরাল ভিডিও নিয়ে বিতর্কের আবহে, কিছুদিন আগে নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে সন্দেশখালি। ভুয়ো ভিডিও বানানোর অভিযোগে, তৃণমূল বিধায়কের সামনেই তৃণমূলের সন্দেশখালি নির্বাচনী কমিটির আহ্বায়ক ও স্থানীয় নেতা দিলীপ মল্লিককে হেনস্থা ও তৃণমূল কর্মী তাতান গায়েনকে মারধর করেন বিজেপির কর্মী-সমর্থকরা।
অন্যদিকে সন্দেশখালিতে ইডির ওপর হামলার পর কেটে গিয়েছে প্রায় সাড়ে চার মাস। এই ঘটনাকে কেন্দ্র করে এরপর উত্তাল হয়ে উঠেছে গোটা দেশের রাজনীতি। মহিলাদের ওপর নির্যাতন, জমি দখল, জমিতে নোনা জল ঢুকিয়ে দেওয়ার মতো মারাত্মক অভিযোগ উঠেছে। লাঠি-ঝাঁটা হাতে মহিলারা রাস্তায় নেমেছে আগুন জ্বলেছে, কিন্তু কলকাতা থেকে সন্দেশখালির দূরত্ব মেরেকেটে ৭৫ কিলোমিটার হলেও এখনও অবধি সেখানে যাননি মমতা বন্দ্য়োপাধ্য়ায়। এই পরিস্থিতিতে ভোটের প্রচারে প্রথমবার বসিরহাট লোকসভা কেন্দ্রে পা রেখে, সন্দেশখালি যাওয়ার কথা ঘোষণা করলেও, তার সঙ্গে শর্তও জুড়ে দিলেন মুখ্য়মন্ত্রী। এদিন অশোকনগরের সভা থেকে তিনি বলেন, 'বসিরহাটে হাজি নুরুল যেদিন জিতবে, তার কয়েকদিনের মধ্যে আমার প্রথম ভিজিট এবার সন্দেশখালি হবে।' (Loksabha Election 2024)
এই ঘোষণার পর অবশ্য চুপ থাকেননি বিরোধীরা। 'মুখ্য়মন্ত্রী গোটা রাজ্য়ের, কোনও দলের নন। তাহলে শুধু তৃণমূল জিতলে, তবেই কেন সন্দেশখালি যাবেন মুখ্য়মন্ত্রী? রাজনীতির রং দেখে হবে মুখ্য়মন্ত্রীর সন্দেশখালি-সফর?' প্রশ্ন তুলেছেন বিরোধীরা।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।