সন্দেশখালি: সন্দেশখালিতে সিবিআই-এনএসজি অভিযান প্রসঙ্গে এবার আক্রমণ শানাল তৃণমূল (TMC Attack On Sandeshkhali CBI NSG Raid)। দলীয় নেতা কুণাল ঘোষের মতে, 'আগাম সাজানো নাটক মঞ্চস্থ করা হচ্ছে। সন্দেশখালি ইস্যু জিইয়ে রাখতে পরিকল্পিত চক্রান্ত।' কুণালের অভিযোগ, অতিনাটকীয় কাজ করে ভোট প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে। বললেন, 'যন্ত্র নামিয়ে বাজার গরমের চেষ্টা চলছে। সতর্ক থাকা উচিত পুলিশের।' 


কুণাল বললেন...
'ওখানে অস্ত্রভাণ্ডার ছিল নাকি কেউ বদনাম করার জন্য পরে রেখে গিয়েছে কিনা, এগুলি সবটাই এখনও পর্যন্ত একটা তর্কসাপেক্ষ বিষয়। যতক্ষণ পর্যন্ত সিবিআই এই নিয়ে স্পষ্ট ভাবে কিছু না বলছে, কোন জায়গায় পাওয়া গিয়েছে, সেই জায়গায় আর এক যে সেন্ট্রাল এজেন্সি এসেছিল...সে দিন তো এসব শোনা যায়নি....ফলে এগুলি কোনও পূর্বপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হিসেবে তৈরি করা হয়েছে কিনা সেটি খতিয়ে দেখতে হবে', বলেন কুণাল। তাঁর মতে, কী পাওয়া গিয়েছে সেটা স্পষ্ট নয়। আর কতটা কী উদ্ধার হল, তা নিয়েও কোনও আনুষ্ঠানিক 'ব্রিফিং' নেই, সেটিও মনে করান তৃণমূল নেতা।  উল্টো দিকে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, 'সন্দেশখালির ঘটনায় মূলত দায়ী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে গ্রেফতার করার পাশাপাশি তৃণমূলকে নিষিদ্ধ করে জঙ্গি সংগঠন হিসেবে ঘোষণা করা উচিত।'


শেষ পর্যন্ত...
শেষ মুহূর্তে পাওয়া খবর অনুযায়ী, বোমা নিষ্ক্রিয় করার শব্দ পাওয়া যাচ্ছে সন্দেশখালির সরবেড়িয়ায়। সংবাদমাধ্যমের কর্মীদেরও নিরাপদ দূরত্বে রাখা হয়েছে। সন্ধের অন্ধকারে কিছু দেখা না গেলেও আওয়াজ শোনা যাচ্ছে। শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, এদিন শেখ শাহজাহানের সঙ্গীর ডেরায় কোল্ট অফিসিয়াল পুলিশ রিভলভার মেলে! সূত্রে খবর, সন্দেশখালি থেকে ৩টি বিদেশি রিভলভার, ১টি দেশি রিভলভার, ১টি দেশি পিস্তল, ১২০টি ৯এমএম বুলেট উদ্ধার হয়েছে। মিলেছে শেখ শাহজাহানের একাধিক পরিচয়পত্র বাজেয়াপ্ত। এতেই শেষ নয়। এদিন সিবিআই-এনএসজি অভিযানে  .৪৫ ক্যালিবারের ৫০টি কার্তুজ উদ্ধার হয়। বিভিন্ন ধরনের মোট ৩৪৮টি কার্তুজ উদ্ধার হয়েছে এদিন সন্দেশখালি থেকে। সবটা দেখে অনেকের প্রশ্ন, তা হলে কি এমন কিছু লুকোতেই গত ৫ জানুয়ারি হামলা চলেছিল ইডি-র উপর? এদিন সন্দেশখালির সরবেড়িয়ার একটি রহস্যজনক বাড়ির মেঝে খুঁড়তেই বোমা-বন্দুক-বিস্ফোরক উদ্ধার হয়। সিবিআই সূত্রে খবর, বিষয়টি প্রকাশ্যে আসতেই এনএসজি-কে খবর দেয় তারা। এক্সপ্লোসিভ অর্ডন্যান্স ডিসপোজাল রোবট এনে বিস্ফোরক উদ্ধার করা হয়। 


আরও পড়ুন:হাসনাবাদ স্টেশন সংলগ্ন বস্তিতে আগুন, পুড়ে ছাই সর্বস্ব